গুগল নিয়ে এলো মাল্টিপল একাউন্ট সাইন আপ

অনেকেরই একাধিক গুগল একাউন্ট আছে । সবগুলো একাউন্ট একসেস করা বেশ ঝামেলার কাজ । বারবার লগইন লগআউট করতে হয় । এই ঝামেলা লাগব করতে গুগল নিয়ে এল মাল্টিপল একাউন্ট সাইন আপ ফিচার ।

সার্ভিসটি একটিভ করলে একটি একাউন্টে লগইন করলে আপনা আপনি অন্যান্য একাউন্টে লগইন হয়ে যাবে । ব্রাউজারের ডান পাশের উপরের দিকে ড্রপডাউন মেনু থেকে একাউন্ট সুইচ করা যাবে এবং নতুন একাউন্ট যোগ করা যাবে । আপাতত Gmail, Google Sites, Google Reader, Google Docs,Google Code and Google Calendar এই সার্ভিস ব্যবহার করা যাবে ।

যেভাবে একটিভ করবেন মাল্টিপল একাউন্ট সাইন আপ:

১. প্রথমে এই লিংকে ক্লিক করে মাল্টিপল একাউন্ট সাইন আপ পেজে যান । (দেখতে সমস্যা হতে পারে)
২. এরপর "On" বাটন সিলেক্ট করে "Save" বাটান হিট করুন ।

ব্যস কাজ শেষ ।

সীমাবদ্ধতা:

১. মাল্টিপল একাউন্ট সাইন আপ পেজটি দেখতে বেশ বেগ পেতে হয় । আমি দুইদিন চেষ্টা করার পর আজ দেখতে পেয়েছি । যেহেতু সার্ভিসটি অফিসিয়ালি ঘোষনা করা হয় নি, তাই এটি নিয়ে বাগ রিপোর্ট করা যাচ্ছে না । সার্ভিসটি সবার জন্য এই মুহূর্তে প্রযোজ্যও নয় ।

২. এটি একটিভ করলে Gmail offline ও Google calendar offline ডিএকটিভেটেড হয়ে যাবে ।

পূর্ব প্রকাশ: bn.nezami.in

Level 0

আমি আরিফ নিজামী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 148 টি টিউন ও 307 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Nothing to say....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রথমে এই লিংকে ক্লিক করে মাল্টিপল একাউন্ট সাইন আপ পেজে যান। লিংক নাই ।

লিঙ্কতো নাই, Rezwan ভাইয়ের লিঙ্কে গেলে “The page you requested is invalid ” এই লেখা টা আসে ।

    জী, সেটা পোষ্টে উল্লেখ আছে । আমিও দুইদিন এই মেসেজই দেখেছি । তারপর আজ একসেস পাই । কয়েকবার চেষ্টা করেন , ভাগ্য ভাল থাকলে কাজ দ্রুতই হবে ।

    Level 0

    দুঃখিত আমার লিঙ্কটা ভুল ছিল। দয়া করে এবার এটা https://www.google.com/accounts/b/0/MultipleSessions একটু ট্রাই করে দেখবেন?

অণেকের একাউন্টে আপডেট হয়নি এখনো আমারটা আজকে সকালে হয়েছে ।

আমার ক্ষেত্রেও প্রথমে পেজ এ যেতে পারিনি। এখন সফল হয়েছি। ধন্যবাদ আরিফ ভাই।

শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া ।

শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই

ভাল একটি তথ্য শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

ধন্যবাদ শেয়ার করার জন্য

googleআরো কত কি আনবে সেটাই ভাবতেছি

জটিল সার্ভিস। 🙂

আরিফ নিজামী ভাই আমি পাইয়া গেছি। আপনার তথ্যে মনে হচ্ছে কিছুটা হলেও ত্রুটি আছে। আপনারা যেন সবাই এই সার্ভিষটি পেতে পারেন আই আমি সকাল থেকে চেষ্টা করে একটি পোস্ট আপনাদের জন্য তৈরী করছি। এখানে থেকে দেখে নিন। এটকে আমার ব্লগের বিজ্ঞাপন মনে করবেন না দয়া করে। আপনাদের সার্থেই আমার চেষ্টা। আপনাদের কাজে লাগলে আমার পরিশ্রম সার্থক হবে। 🙂 🙂