ল্যাপটপ বা পিসিকে কে WiFi হটস্পট বানানোর সহজ নিয়ম

কমান্ড লাইন ব্যবহার না করেই সফটওয়ার ব্যবহার করে পিসিকে ওয়াইফাই হটস্পট বানাতে চেয়েছি। কানেক্টিফাই এগুলোর মধ্যে সবচেয়ে ভালো। কিন্তু প্রবলেম হলো ঐটা প্রিমিয়াম। কয়েক দিন পর আর পুরাতন ভার্সন ঠিক মত কাজ করে না...  mHotspot & MyPublicWifi আমার জন্য কেন জানি ঠিক মত কাজ করে না। সবচেয়ে সহজ হচ্ছে কমান্ডলাইন ব্যবহার করা। দুইটা কমান্ড লাইনেই পিসি বা ল্যাপটপ wifi hotspot হয়ে যাবে।  তো পরে কমান্ড লাইন দিয়ে করেছি। এটাই সহজ মনে হচ্ছে এখন।

পিসিতে wifi ডিভাইস থাকে না। বাজারে কিনতে পাওয়া যায়। ৫০০-১০০০ টাকা একটা/  একটা wifi এডাপ্টার কিনে আনলে পিসির নেট ও শেয়ার করে মোবাইল ডিভাইস গুলোতে ব্যবহার করা যায়। 

কমান্ড লাইন ওপেন করতে হবে প্রথমে। এবং তা এডমিস্ট্রেটর হিসেবে। স্টার্ট মেনুতে গিয়ে cmd / Command Prompt এর উপর রাইট ক্লিক করলে নিচের দিকে অপশন আসবে, Run as Administrator. ক্লিক করলে কমান্ডলাইন ওপেন হবে।

cmd

 

নিচের মত করে এরপর নিচের কমান্ডটি লিখতে হবেঃ

netsh wlan set hostednetwork mode=allow ssid=MyWifi key=12345678 

এখানে  MyWifi হচ্ছে হটস্পটের নাম। 12345678  হচ্ছে পাসওয়ার্ড। চেঞ্জ করে যেকোন কিছু দিতে পারেন। নিচের ছবিটি দেখতে পারেনঃ

wifi hotspot command line

 

উপর থেকে কপি করেও পেস্ট করতে পারেন কমান্ড লাইনে। এরপর Enter কী চাপুন... ওয়াইফাই হটস্পট রেডি। এবার শুধু তা স্টার্ট করতে হবে। তা করতে হবে আরেকটি কমান্ড দিয়েঃ

netsh wlan start hostednetwork

এবার আপনি যে কোন ওয়াফাই ডিভাইস কানেক্ট করতে পারবেন।। একটা সমস্যা হচ্ছে ইন্টারনেট নাও পেতে পারেন। তার জন্য একটা কাজ করতে হবে। আমরা যে wifi hotspot তৈরি করেছি, তাকে ইন্টারনেট এক্সেস দিতে হবে। তার জন্য কন্ট্রোল প্যানেল থেকে Network and Shearing সেটিংস এ যেতে হবে। ঐখানে আপনার ব্রডব্যান্ড বা মডেম এর নেটওয়ার্ক দেখাবে। এবং সদ্য তৈরি করা wifi hotspot টি দেখাবে। আমার wifi hotspot এর নাম ছিল pc, ... নিচের ছবিটি দেখতে পারেন...

network and shareing settings

যেটা আপনার মেইন ইন্টারনেট কানেকশন তা তে ক্লিক করুন। এরপর Properties. Sharing ট্যাব থেকে Allow Other ... কে চেক করুন। এবং আপনার তৈরি করা Wifi Hotspot টি সিলেক্ট করুন। কাজ শেষ। এবার আপনি সুন্দর ভাবে আপনার ডিভাইস গুলোতে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। নিচের ছবি দেখুনঃ

netshareing using wifi

 

আরেকটা কমান্ড দরকারী, Wifi ঠিক মত শেয়ার হয়েছে কিনা, তা জানা যাবে নিচের কমান্ড দিয়েঃ

netsh wlan show hostednetwork

 

এই তো... আর কিছু না।  🙂 কম্পিউটার বন্ধ করলে netsh wlan start hostednetwork কমান্ড দিয়ে প্রতিবার অন করার পর হটস্পট অন করতে হবে।

 

যাদের কাছে উপরের পদ্ধতি কমপ্লেক্স মনে হয়, তারা নিচের সফটওয়ার গুলোর যে কোন একটা ট্রাই করে দেখতে পারেনঃ

 
 

জাকিরের টেক ডায়েরী

Level 0

আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

thanks for share

thank you bro for your important post.
>>>> HAPPY NEW YEAR<<<<
amer sob kisu think thak hoy but Properties. Sharing option aa jaoyer pora only Networking dakhay but sharing ar option palam na kono option hoy too offkora asa plz help me, ame lenovo laptop use kore . 🙁

সব কিছুই আপনার ভাই প্রোগ্রাম ।আমি সফটওয়্যার দিয়ে করতেই বেশি প্রছন্দ করি।
আপনাকে ধন্যবাদ শেয়ার করার জন্য

আমি টিপি লিংক টি এল wn722n এডাপ্টার ইউজ করি, আচ্ছা এটা দিয়ে কিভাবে আমার মডেম এর নেট পিসি থেকে ওয়াইফাই এর মাধ্যমে স্মার্টফোনে ব্যবহার করতে পারবো? প্লিজ হেল্প করুন…।।

Level 0

Achha ami connectify hotspot or j kono hotspot die amr net share korte parchhi na…. onekk ghata ghati korlam… amr wireless all drivers instal dea achhe… amr windows jokhon 32 bit e silo tokhn eta kaj hoiito… ekhon connectify/marify/mhotspot ek ta teo kaj hoy na… even command promot diao na…. mobile e connect hoy… kintu net browse hoy na! amr frnd er 64 bit er pc te amr nijer haat e instal kore chalaisi… but amr ta kono vabei hochhe na…. koyek bar set up o die felsi….youtube e onek vdo dekhlam… to command promot e “netsh wlan show drivers” die ja paoa jay tate nicher pic er sathe ami sdhu 1 ta omil pelam. “FIPS 140-2 Mode Supported : NO” ashe… jekhane onno shober yes dekhlam…. ekhon i think ekhane problem… eta k thik korte hole ki korte hobe kindly bolben? plz vi….khub dorkar… frown emoticon Amr laptop- TOSHIBA Satellite C840 Series