যারা শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েব সাইট করছেন তারা একটু দেখে যান।

শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েব সাইট তৈরি নিয়ে আমার পূর্বের টিউনের পর দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাকে ফোন করে বিভিন্ন বিষয় জানতে চান। আমার সাধ্যমত চেষ্টা করেছি তাদের উত্তর দেয়ার। আবার অনেকেই কাজের অর্ডারও করেছেন। যাহোক আজকের বিষয়টি একটু আলাদা। বেক্তিগত ভাবে আমি কাজ নিতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখিন হই আর সেখান থেকেই কাজ নেয়ার ক্ষেত্রে প্রতিষ্ঠান আর নিজের ভেতর কিছু নীতিমালা দাড় করিয়ে একটি চুক্তিমালা তৈরি করি। তার কিছু নমুনাই আজ দিলাম যাতে যারা কাজ করছেন তাদের কাজ নেয়ার ক্ষেত্রে কিছুটা সুবিধা হয়।

ডট বিডি ডোমেইন রেজিঃ /= ফি (মেয়াদ ২ বছর)

পরবর্তী রেনুয়াল ফি /= টাকা (ভাঁট সহ) যদি আমদের দিয়ে রেনুয়াল করায় তবে অতিরিক্ত /= টাকা প্রদান করতে হবে।

হোস্টিং ফি বাবদ প্রতি বছর /= টাকা

ওয়েবসাইটের যেকোনো পরিবর্তন, পরিবর্ধন বা পরিমার্জন করতে হলে নিরধারিত /= ফি প্রযোজ্য।

ওয়েব সাইটের কোন ক্ষতি যেমন হ্যাকিং অথবা ভুল কোডিং এর কারনে নষ্ট হলে নির্ধারিত /= ফি দিয়ে ঠিক করে নিতে হবে।

সি প্যানেল কোন কারনে স্পাম করলে নির্ধারিত /= বিনিময়ে ঠিক করে নিতে হবে।

প্রতিষ্ঠান ইচ্ছে করলে হোস্টিং পরিবর্তন করতে পারে সেক্ষেত্রে যাবতীয় দায়ভার তাদের।

যেহেতু প্রতিষ্ঠানের ওয়েব সাইট প্রায় প্রতিদিন আপডেট করতে হবে সেখেত্ত্রে অনেক প্রতিষ্ঠান নিজেরা দায়িত্ব নিতে চায় না। সেক্ষেত্রে তাদের সাথে আলাদা চুক্তি করে নেবেন।

প্রতিষ্ঠান যদি অন্ন কোন ডেভেলপার দিয়ে কাজ করায় সেক্ষেত্রে সম্পূর্ণ দায়ভার তাদের।

যেহেতু পরিপত্রের শেষে সি প্যানেল বা কন্ট্রোল প্যানেল এর ইউজার ও পাসওয়ার্ড প্রতিষ্ঠান প্রধানদের দিয়ে দেয়ার কথা আছে সেক্ষেত্রে তাদের দিয়ে দিতে হবে এবং অবশ্যই পাসওয়ার্ড পরিবর্তন করতে বলে দেবেন। প্রয়োজনে দেখিয়ে দেবেন।

প্রত্যেকটি সার্ভিস দেয়ার পর তাদের ১ কপি মেমো দেবেন আর আরেক কপি মেমো নিজে সংরক্ষন করবেন। মনে রাখবেন দুই মেমতেই যেন প্রতিষ্ঠানের প্রধানের সিল সহ স্বাক্ষর থাকে।

নিজেদের একটি হট মোবাইল নং সবসময় চালু রাখবেন। তাদের সকল প্রস্ন ভালো ভাবে শুনে সমাধান দেয়ার চেস্টা করবেন। অনেক সময় অবান্তর কিছু প্রস্ন শোনা লাগতে পারে। সেক্ষেত্রে ধৈর্য নিয়ে সমাধান করবেন। না পারলে সরাসরি দেখা করতে বলবেন।

হোস্টিং এর বিষয়টি অত্যন্ত গুরুত্ব পূর্ণ। কোন ভাবেই ফ্রি হোস্টিং দেবেন না বা নিবেন না। তাতে আপনি নিজেই সমস্যায় পরবেন।

শেস কথা-

কোন ভাবে যদি আপনি ১০-১৫ টা শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েব সাইট করতে পারেন তবে খুব সহজেই আপনি মাসে ১০-১২ হাজার টাকা অনায়াসেই উপারজন করতে পারবেন।

ধন্যবাদ।

Level 2

আমি অসময়ের পথিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 68 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই সরকারী পরিপত্রের মূল কপিটা কি একটু দেওয়া যাবে? অথবা লিংক…

Level 0

একটি বিদ্যালয়ের জন্য ডোমেইন,হোষ্টিং, ওয়েব সাইট তৈরী করতে কত টাকা নিবেন

Level 1

সুন্দর একটি নীতিমালা তৈরী করেছেন আপনি। ধন্যবাদ

    Mim SMS আপনাকেও ধন্যবাদ। আপনাকে আমার এম্নিতেই লাগবে। কিছু এস এম এস কেনার জন্য। যোগাযোগ করবো।