বিডি ডোমেইন রেজিস্ট্রেসেন এর আপডেট তথ্য।

ইচ্ছে ছিল এই বিসয়গুলো নিয়ে আর লিখবো না। মুল কথায় আসি। গত ৬ তারিখে বিডি ডোমেইন রেজিস্ট্রেসান করানোর জন্য বিটিসিএল এর অফিসে যাই। নিয়ম মেনে লিফট বেয়ে ৬ তালায় গিয়ে জনাব অমুকের কাছে গিয়ে আবেদনের কাগজ জমা দিতে চাই। উনি বলেন যে ১৫ দিন পর এসে ডিমান্ড নোট নিয়ে যাওয়ার জন্য। দেখলাম মহা বিপদ। ৩৭ টি ডোমেইন এর জন্য যদি ৩ বার ঢাকা যাওয়া লাগে তাহলে তো শেষ। উনাকে বললাম এর বিকল্প কোন উপায় আছে কি না। উনি একটু আশ পাশ তাকিয়ে বললেন আছে। তো কি? প্রত্যেকটি ডোমেইন প্রতি ২৫০ টাকা করে বেশি দিতে হবে। তারমানে দারালো এই যে ডোমেইন এর নির্ধারিত মূল্য ১৭২৫ টাকা আর সালামি হোল ২৫০ টাকা মোট ১৯৭৫ টাকা। প্রথমে উনাকে সালামি বাবদ ৭০০০ টাকা দিলাম। আমাকে বলল ঠিক ১ টার সময় আসার জন্য। এর মাঝে একটু ঘোরা ঘুরি করে গেলাম আবার সেই উনার কাছে। গিয়ে দেখি আমাদের সব ডিমান্ড নোট লিখা শেষ এখন ব্যাঙ্কে জমা দেবার পালা। সেইখান থেকে হেটে আমি আর ছোট ভাই খাদেমুল গেলাম জনকণ্ঠ মোড়ে সেখানে এস আই বি এল এ জমা দিয়ে পুনরায় আবার বিটিসিএল ভবনে উনার কাছে জমা দিয়ে এলাম। রবিবার দিন সব গুলো ডোমেইন পেলাম। আর বুঝলাম সালামির কি মাহাত্ত। এবার কিছু আপডেট তথ্য দেই তা হোল -

ডোমেইন রেজিস্ত্রেসান করার যে ফর্ম আছে ২ পৃষ্ঠার সেইটি ২ সেট করে আবেদনের সাথে জমা দিতে হবে।

আগ্রিমেন্ট ফর্ম তো লাগবেই।

কাগজ জমা দেয়ার সময় অবশ্যই ফিক্সট ডেট নেবেন।

আপনাকে যখন ডিমান্ড নোট দেয়া হবে সেখানে আপনার ডোমেইন এর নাম ঠিক মত দেখে নেবেন। আপনাকে ৩ টি ডিমান্ড নোটের কাগজ দেয়া হবে যার ১ কপি ব্যাঙ্কে, ১ কপি বিটিসিএল এ আর ১ কপি আপনার কাছে রাখবেন।

ডিমান্ড নোটের কাগজ বিটিসিএল এ জমা হওয়া মানে আপনার কাজ হয়ে যাওয়া।

এভাবে কি আর কাজ করা যায়?

শেষ মেশ আমি তাদের সাথে একটা চুক্তি করেই ফেললাম। আর আমার যেতে হয় না।

যাই হোক নতুন্দের জন্য ডিমান্ড নোটের একটা কপি দিলাম শুধু বোঝার জন্য।

ধন্যবাদ সবাইকে।

Level 2

আমি অসময়ের পথিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 68 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ছবিগুলোর রেজুলোশন খুব খারাপ । আপডেট করা হোক । ধন্যবাদ ।

https://drive.google.com/file/d/0Bwa_5feay9kcbGZ4MEVQTlFKb1k/view
টিটি তে পারলাম না। এখান থেকে দেখে নিন।

ধন্যবাদ আপনার টিউনগুলো ভাল হচ্ছে, বাট একটু মনোযোগী হলে ভাল হয়। উপরন্তু নিজে জানুন, লিখুন ও পড়ুন এখানে- http://bit.ly/1IN0ayt

    সব সময় চেষ্টা থাকে ভাল করার। হয়তো অনেক সময় হয়ে ওঠে না। যা হোক আপনার দেয়া লিঙ্কে গিয়ে দেখি আমার পোস্ট আপনি কপি করেছেন। সেখানে আর কি জানবো । আপনার সুবিধার জন্য টেক্টিউন্স এ সেই লিঙ্ক তা দিলাম দেখতে পারেন।
    https://www.techtunes.io/tech-talk/tune-id/359301
    কপি করলে তত্থের উৎস বা টিউনারের নাম উল্লেখ করবেন।
    ধন্যবাদ।

Level 0

বিদ্যালয়ের জন্য আপনার তৈরী করা কোন ওয়েব সাইটের ঠিকানা থাকলে দিতে পারেন। দেখা দরকার কেমন হয়েছে। যদি ভাল হয়্। আমাদের বিদ্যলয়ের ওয়েব আপনাকে দিয়ে তৈরী করাব।

    http://aziziamadrasa.edu.bd/
    http://rdhsn.edu.bd/
    http://sherebanglaghs.edu.bd/
    bacharigramhsn.edu.bd
    bhimpurmlhs.edu.bd
    ilshabarihsn.edu.bd
    morsulagirlshighschool.edu.bd
    nagarkusumbihsn.edu.bd
    centralgirlshsnaogaon.edu.bd
    hanshaigarihsn.edu.bd
    tmhsn.edu.bd
    matasagaryuidm.edu.bd
    chuniagarihighschool.edu.bd
    rdhsn.edu.bd
    balihardhsn.edu.bd
    boaliahighschoolnaogaon.edu.bd
    tapobanghsn.edu.bd
    gangjoarhs.edu.bd
    sherebanglaghs.edu.bd
    katkhoirhsn.edu.bd
    dmub.edu.bd
    pbub.edu.bd
    pdms.edu.bd
    dub.edu.bd
    kub.edu.bd
    rub.edu.bd
    kushadangahs.edu.bd
    azizianadrasa.edu.bd
    atub.edu.bd
    আরও ২০০ টির কাজ করছি
    ০১৭১৩৭৩৫৪৩৪