পেন ড্রাইভ বুটাবেল করুন খুব সহজে কোন প্রকার সফটওয়্যার ছাড়া

আসসালামু-আলাইকুম। কেমন আছেন আপনারা সকলে। আমি আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছি, আশা করছি আপনারাও আমার মত ভালই আছেন। অনেক দিন থেকেই দেখছি আমার এক ফ্রেন্ড তার কম্পিউটার-এ উইন্ডোজ সেট-আপ দেওয়ার জন্য ঘুরছে। কারণ, তার কম্পিউটার-এর ডিভিডি রম নাকি নষ্ট। এক দোকানে নিয়ে গেল এবং তারা উইন্ডোজ দিয়ে দিল এর সাথে তার কাছ থেকে ৩০০ টাকাও নিয়ে। তার কাছে পেন ড্রাইভ ছিল এবং কম্পিউটার এ পেন ড্রাইভ লাগানোর জায়গাও ছিল। কিন্তু তবুও তাকে ৩০০ টাকা খরচ করতে হল। কারণ, সে জানেনা পেন ড্রাইভ কিভাবে বুটাবেল করে উইন্ডোজ দিতে হয়। আজ আমি এসেছি যাতে করে আমার সেই ফ্রেন্ড-এর মত আর কেউ এই সমস্যায় না পড়ে। কম্পিউটার-এ উইন্ডোজ দিতে যেন কাউকে আর টাকা খরচ করতে না হয়। অনেক হল তো চলুন আজকেই শিখে ফেলি কি করে কোন প্রকার সফটওয়্যার ছাড়াই একটি পেন ড্রাইভকে খুব সহজে বুটাবেল করা যায়। চলুন কাজে যাওয়া যাক।

প্রথমে আপনার পেন ড্রাইভটিকে কম্পিউটার-এর সাথে যুক্ত করুন। তারপর RUN মুড- যান।

Run মুডে যাওয়ার জন্য নিচের ছবিতে দেওয়া বাটন গুলো চাপুন।

এখন রান মুডে cmd লিখে Enter বাটন চাপুন।

নিচের ছবির মত দেখাবে। তাতে "diskpart" কথাটি লিখে Enter চাপুন।

তারপর যে উইন্ডোটা আসবে তাতে লিখুন "list disk" এবং এন্টার চাপুন।

এখন দুটো ডিস্ক দেখাবে। আপনি ডিস্ক ১ টি সিলেক্ট করবেন। ডিস্ক ১ সিলেক্ট করার জন্য আপনাকে এই লাইনটি লিখতে হবে "select disk 1" এবং এন্টার চাপতে হবে।

এখন আপনার পেন ড্রাইভটি সিলেক্ট অবস্থায় আছে। এবার আপনাকে লিখতে হবে "clean"

তারপর এন্টার চাপতে হবে।

ক্লিন করার পর আপনাকে প্রাইমারি পার্টিশন তৈরি করতে হবে। তার জন্য আপনাকে এই লাইনটি লিখতে হবে "create partition primary" তারপর এন্টার চাপলে আপনার পার্টিশন তৈরি হয়ে যাবে।

এবার আপনি পার্টিশনটি সিলেক্ট করুন এভাবে "select partition 1"

পার্টিশটি সিলেক্ট করার পর পার্টিশনটি ফরম্যাট করতে হবে। তার জন্য আপনাকে এই লাইনটি লিখতে হবে "format=fs ntfs quick" এবং এন্টার কী চাপতে হবে।

ফরম্যাট হতে কিছু সময় নিবে। এই ধরুন ১০-২০ সেকেন্ড। ফরম্যাট হওয়ার পর "active" কথাটি লিখে এন্টার চাপতে হবে। আপনার পেন ড্রাইভটি বুটাবেল হয়ে গেল।

Active করার পর "exit" লিখে CMD মুড থেকে বেরিয়ে আসবেন এবং আপনার পছন্দের উইন্ডোজটির সেট আপ ফাইল কপি করে আপনার বুটাবেল করা পেন ড্রাইভ-এ পেস্ট করে দিন। কাজ শেষ, এখন শুধু বাকী আপনার যে কম্পিউটার-এ উইন্ডোজ সমস্যা করছে তাতে পেন ড্রাইভটি লাগিয়ে সেট আপ দিয়ে দেওয়া।

[বিশেষ নোটঃ আপনার পছন্দের উইন্ডোজটি আগে সিডি থেকে কপি করে নিতে হবে অথবা ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে পারেন।]

এটা আমার ব্লগ, এমন আর টিপ্স পেতে ঘুরে আস্তে পারেন

বেস্ট টিপস বিডি

Facebook Group

Facebook Page

Level 2

আমি মোহাম্মদ রিয়াদ। Front-end Designer and WP Developer, Soft Bucket, Chattogram। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 4 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

shahinur70 ভাই। আপনাকেও অনেক ধন্যবাদ। টিউনটি কষ্ট করে পড়ার জন্য।

হুম টিউন করার জন্য ধন্যবাদ কিন্তু নিচের লেখাটি আসে। এর সমাধান কি? প্লিজ রিপ্লাই দিন।

Setup was unable to creat a new system partition or locate an existing system partition. See the Setup log file for more information.

ai bishoye karo kono help lagle amake call diben….01949105600

Level 0

খুব কাজের একটি পোষ্ট , আপনাকে অসংখ্য ধন্যবাদ 🙂

থ্যাংকস কাজের পোষ্ট….
প্রিয়তে……