স্মার্ট ফোন বা এন্ড্রয়েড ফোনে চার্জ হতে অনেক সময় লাগে? তাহলে টিউনটি পড়ুন (পরামর্শ মুলক টিউন)

আমরা বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন ব্যবহার করি, আর স্মার্ট ফোনের সাথে কম্পানি থেকে তারা নিজেদের ব্র্যান্ডের চার্জার প্রভাইড করে। বেশির ভাগ চার্জার ১০০০(1 A) মিলি এম্পিয়ার / ১৫০০(1.5 A) মিলি এম্পিয়ার হয়ে থাকে।

ফোনের চার্জিং টাইম নির্ভর করে চার্জার কত মিলি এম্পিয়ারের Charger  সেটার উপরে।

আমরা অনেকেই জানি না চার্জারের কারনেই আসলে চার্জ হতে বেশি সময় লাগে।তো কি আর করবেন আপনি যেই ব্র্যান্ডের সেট ব্যবহার করুন না কেন, বেশি মিলি এম্পিয়ারের চার্জার ব্যবহার করুন তাহলে এর থেকে সমাধান পেয়ে যাবেন।

কিন্তু সমস্যা হলো বাজারে নতুন ১০০০/২০০০/ ২৫০০ মিলি এম্পিয়ারের  চার্জারের দাম বেশ চড়া।

একটিভ টেলিকমের 1A(1000 mAH) =350 টাকা

2 A (2000 mAH) = 500 টাকা

আমি আপনাকে একটি সহস সমাধান দিবো।

  • আপনি Walton Mobile phone  কম্পানির চার্জার কিনতে পারেন।
  • আপনি সেমফনি মোবাইলের চার্জার কিনতে পারেন।

এখন আপনার প্রশ্ন জাগতে পারে আমি কেন চাইনা মোবাইল ব্যান্ডের চার্জার  কিনতে বলছি?

এর জন্যই বলছি যে আমি অরজিনার mAH  চার্জার অনেক অনেক দাম।সে দিক দিয়ে ওয়াল্টন/সেমফনি চার্জার বেশ কম দাম।

এখন জেনে নেই কোথায় থেকে কি কোন চার্জার কিনবো?

উত্তরঃ Walton বা সেমফনি এর কাস্টমার কেয়ার থেকে কিনবেন।

যে কোন Walton বা সেমফনি এর কাস্টমার কেয়ার এ গিয়ে বলবেন যে আপনি এই mAH  এর চার্জার কিনতে চান।

এখন জেনে নেই কোন চার্জার কত দাম

  1. Walton 1 A/2 A charger = 250(without cable)

  2. Samphony 1 A charger=100 tk (without cable)

  3. Samphony 2.5 A charger = 450 tk (with cable)

  4.  ➡ Walton 2.5 A(2500 mAH)= 350 tk (with cable)

 

আমার পরামর্শ এই যে আপনাদের তো কেবল আছে তাই কাস্টমার কেয়ার থেকে কেবল ছাড়া কিনবেন তাহলে দাম কম পাবেন।

আর যদি খুব তাড়া তাড়ি চার্জ করতে চান তবে ওয়াল্টনের ৪ নাম্বারের চার্জার টা কিনতে পারেন। ৩৫০ টাকা দাম হলেও এত কম দামে কেবল সহো অনেক ভালো হবে।

আর যদি কোন প্রশ্ন থাকে তাহলে ফেসবুকে আমাকে পাবেন. অথবা  Whatsapp- 01714-744947

Level 0

আমি Maruf CSE। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 183 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

No I am not along i know one day You will be Back....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ami computer thake charge di ta tay oto aki time lagay

pc te amp kom PABA…