একটি করে প্রোগ্রাম ইন্সটল থেকে মুক্তি (এবার ঘুমান নাকে তেল দিয়ে) !

বিসমিল্লাহির রাহমানির রাহীম

শিরোনাম টি শুনে একটু কেমন যেনো লাগছে । লাগলেও কিছু করার নেই । কারন আমি এমনি কিছু করেছিতো তাই ।যাই হোক কাজের কথায় আসা যাক ।

মাঝে মাঝেই আমাদেরকে প্রয়োজনে আমদের কম্পিউটারে এক্সপি ইন্সটল দিতে হয় । এবং যখনি আমরা এক্সপির একটি ফ্রেশ কপি ইন্সটল দেই, এর সাথে সাথে আমদেরকে বিশাল বড় লিস্টের আপ্লিকেশন গুলো একটি একটি করে আমাদের কম্পিউটারে ইন্সটল দিতে হয় । এই কাজটি যেমন বিরক্তিকর তেমনি ঝামেলাও বটে । হ্যা এইটা অন্য কথা যে যারা কম্পিউটারে শুধু গান শুনে ও নেটে চ্যাট করে, তাদের জন্য খুব কষ্টকর না । কারণ এক্সপিতে বিল্ট ইন অনেক সফট ওয়্যার থাকে ।

কিন্তু ধরুন আপনি একটু সফটওয়্যার সচেতন, যেমন আপনি ছবি দেখার জন্য যে কোনো মূল্যে পিকাসা চান, এবং আপনার মিডিয়া প্লেয়ার হিসেবে ভিএলসি প্লেয়ার চান । তখন আপনি কি করবেন ? একটি একটি করে ইন্সটল দিতে হবে ।

এছাড়াও আপনাকে এতগুলো সফটওয়্যার ইন্সটল দেওয়ার জন্য আরও যা করতে হবে তাহলো আপনাকে অনেকগুলো NEXT, NEXT, NEXT বা OK, OK, OK বা FINISH, FINISH, FINISH চাপতে হবে । ওফফফফ !

তাহলে সহজ সমাধান কি কিছু আছে এ থেকে মুক্তি পাওয়ার ?

উত্তরটা হচ্ছে জী হ্যাঁ ।

আমার কাছে এমনি একটি ইনস্টলার আছে ।

আর এটি আপনি পাবে সম্পুর্ণ ফ্রিতে, যা লাগবে তা হলো ইন্টারনেট সংযোগ ।

আপনাকে যা করতে হবে তা হলো —

প্রথমে এই সাইটে ঢুকুন । এর পরে এখানকার বড় অ্যাপ্লিকেশনের লিষ্ট থেকে আপনার পছন্দের অ্যাপ্লিকেশন গুলো সিলেক্ট করুন ।

যখনি আপনি আপনার পছন্দের অ্যাপ্লিকেশন গুলো সিলেক্ট করে নেবেন সাথে সাথে আপনার স্ক্রিনের ডান পার্শে বা নীচে Get Installer নামে একটি বোতাম আসবে । আপনাকে এইখানে চাপ দিতে হবে ।

এর উপরে চাপ দিলে আপনার স্ক্রিনে একটি ফাইল সেভ করতে বলবে । আপনি সেখানে save file এ ক্লিক করুন ।

এবং এর সাথে সাথেই আপনার কম্পিউটারে ডাউনলোড ফাইলটি লোড হয়ে যাবে ।

ফাইলটি আপনার ডাউনলোড লোকেশনে উপরের মত দেখাবে । ফাইলটি ডাউনলোড হয়ে গেলে আপনাকে এটি রান করাতে হবে । এটি রান করাতে গেলে আপনার কাছে অনুমতি চায়তে পারে, আপনাকে অবশ্যই run বোতামে ক্লিক করতে হবে ।

run বোতামে ক্লিক করার সাথে সাথেই আপনি সেটআপের প্রাথমিক প্রক্রিয়া শুরু হবে ।

এবং এর পরেই সয়ংক্রিয় ভাবে  আপনি যে সব অ্যাপ্লিকেশন গুলো সিলেক্ট করেছিলেন সেগুলো  একে একে ডাউন লোড হতে শুরু করবে ।

যেই মাত্র আপনার পছন্দের অ্যাপ্লিকেশন গুলো ডাউনলোড শেষ হয়ে যাবে ।

সাথে সাথে ইন্সটলেসন প্রক্রিয়া শুরু হবে । এবং যখন তা শেষ হবে তখন তা আপনাকে অবহিত করা হবে । এবং আপনার ডাউনলোড কৃত অ্যাপ্লিকেশনটির শর্টকাট আপনার স্ক্রিনের উপরে দেখাবে ।

এবং এভাবেই আপনার  প্রিয় অ্যাপ্লিকেশন গুলো সহজেই ইন্সটল হয়ে যাবে ।

আর হ্যাঁ আপনি যদি লিনাক্স ব্যবহারকারী হোন তাহলেও কোনো সমস্যা নেই । আপনাদের জন্যও আছে সুব্যবস্থা । আপনাদেরকে যেতে হবে এই সাইটে, প্রক্রিয়া একই ।

আশা করি আপনাদের কাজে আসবে ।

কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ ।

Level 0

আমি এহসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 168 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাল টীউন কিন্তু অনেক সময়ের বেপার

    মন্তব্যের জন্য ধন্যবাদ ।

    তবে ভাই খুব একটা বেশী সময় লাগে না ।

    যাই হোক আবার ধন্যবাদ ।

এটা কি offline থেকে করা যাবে। ধন্যবাদ

    না ভাই অফ লাইনে বোধহয় করা যাবে না ।

    ধন্যবাদ ।

ভাল টিউন,
ধন্যবাদ শেয়ার করার জন্য।

    ধন্যবাদ ভাই ।

    আপনার মন্তব্য পেলে সত্যিই ভালো লাগে ।

    মন্তব্যের জন্য ধন্যবাদ ।

ধন্যবাদ শেয়ার করার জন্য।

    আপনাকেউ ধন্যবাদ ভাই ।

Level 0

এটা আগে ব্যবহার করেছিলাম। ভালো লেগছিলো। এটা উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য সফটওয়্যার ইন্সটল করার ভালো গোডাউন। আর লিনাক্সে আগে থেকেই বিভিন্ন ডিস্ট্রোর নিজস্ব প্যাকেজ ম্যানেজার(synaptic,adept ইত্যাদি) আছে, যাতে হাজার-হাজার সফটওয়্যার আছে ইন্সটল করার জন্য। কোনটা ইন্সটল করবেন , তা সিলেক্ট করে দিলে নিজেই ডাউনলোড হয়ে ইন্সটল হয়ে যাবে। তাই অধিকাংশ ক্ষেত্রে ওয়েবসাইট খুজে বেরাতে হয় না।

    ধন্যবাদ ভাই ।

    আপনার মতামতের জন্য ।
    আপনার মন্তব্যে অনেকে উপকৃত হবে ।

আমি মতে করেছিলাম যে পিসি থেকে ইস্টল করা যাবে… তাই…. 🙁

ভাই বোঝাই যাচ্ছে আপনি অনেক কষ্ট করে সময় নিয়ে টিউনটি করেছেন, কিন্তু আমার মনে হয়না আপনার টিউনটি খুব একটা কাজে আসবে, যাইহোক আপনাকে ধন্যবাদ।

    আশা করি কোনো না কোনো এক সময় আপনাদের কাজে আসবে ।

    ধন্যবাদ ।

ধু্র এইভাবে সফট্ওয়ার ইন্সটল করতে তো আমার মেগাবাই 5 দিনেই শেষ হয়ে যাবে।
তবুও ধন্যবাদ।

    সহমত

    সাইফুল ভাই ও আকাশ ভাই

    দোয়া করি খুব তাড়া তাড়ি আপনারা যেনো আপনাদের লিমিটেড সংযোগের বন্ধ্যাত্ব ঘোচাতে পারেন ।

    ধন্যবাদ ।

টিউনটি ভালই লেগেছে। চলিয়ে যান।

    উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ আরিফ ভাই ।

    আশা করি সামনে আরও ভালো টিউন করতে পারবো ।

খুব সুন্দর। আমাদের মত ইউজারেদর ভিষন সহায়ক হলো। ধন্যবাদ।

    ধন্যবাদ তুহিন ভাই ।

    আপনাদের উপকার আসলেই আমার লেখা স্বার্থক হবে ।

    ধন্যবাদ ।

Level 0

অনেক সময় লাগে. ধন্যবাদ শেয়ার করার জন্য

    মন্তব্যের জন্য ধন্যবাদ ।

    তবে ভাই খুব একটা বেশী সময় লাগে না ।

    যাই হোক আবার ধন্যবাদ ।

যদি কাজটা অফলাইনে করা যেত কতই না ভাল হত। অনলাইনে করার কারনে আবার ভাবতে হবে সীমিত সংখ্যাক মেগাবাইট, স্পীড কম , অনেক সময় ………সমস্যার কি আর শেষ আছে?

    ঠিক বলেছেন। নাকে তেল দিয়ে ঘুমানো ছাড়া কোন উপায় নাই। ঘুমা ভাঙ্গার পর কি দেখব?

ভাই
দোয়া করি খুব তাড়া তাড়ি আপনারা যেনো আপনাদের লিমিটেড সংযোগের বন্ধ্যাত্ব ঘোচাতে পারেন ।

আর আমার এই লেখা যেনো আপনাদের কোনো না কোনো এক সময় কাজে আসে ।

মন্তব্যের জন্য ধন্যবাদ ।

Level 0

বেস ভালো তোবে সময় সাপেখ বাপার

ঠিক বলেছেন। নাকে তেল দিয়ে ঘুমানো ছাড়া কোন উপায় নাই। ঘুমা ভাঙ্গার পর মাথার চুল ছিড়া ছাড়া আর কোন উপায় থাকবেনা