Computer,Pen-drive বা Memory Card থেকে Delete করা File বা Data ফিরিয়ে আনুন খুব সহজেই।

আসসালামু আলাইকুম। নিশ্চই সবাই ভাল আছেন। আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলে অনেক সময় Computer বা Pendrive অথবা মেমরী কার্ড থেকে Delete হয়ে যায় অনাকাঙ্কিত ভাবে। আজ দেখাব কিভাবে খুব সহজে আপনার ডিলিট হওয়া ফাইল ফিরিয়ে আনবেন।

প্রথমে diskdigger নামে একটা সফটওয়্যার ফ্রিতে ডাউনলোড করে নিন। এই সফটওয়্যারটির ডাউনলোড লিংক নিচের ভিডিও Description এ আছে সেখান থেকে ডাউনলোড করে নিন। তার পর সফটওয়্যারটি ওপেন করুন। এবং সেই সফটওয়্যারটি ফ্রি এবং পেইড দুটি ভার্সন আছে। তবে ফ্রি ভার্সন দিয়েও আপনি আপনার ডিলিট করা ডাটা বা ফাইল উদ্ধার করতে পারবেন।

সফটওয়্যারটি ওপেন করার পর দেখবেন আপনার পিসির সব ড্রাইভ SHOW করবে, সেই সাথে যদি আপনার পেনড্রাইভ বা মেমরী কার্ড আপনার পিসিতে কানেক্ট করেন সেই ড্রাইভগুলোও দেখাবে। এখন আপনি যে ড্রাইভ, পেনড্রাইভ বা মেমরী কার্ড এর ডাটা ডিলিট করে দিয়েছেন সেই ড্রাইভটা সিলেক্ট করুন তারপর দেখবেন আপনার ডিলিট হওয়া সকল ডাটা Show করছে। এখন সেই ডাটাগুলো সিলেক্ট করে Recover File বাটনে ক্লিক করুন। তারপর ফাইল সেভ করার জন্য একটা উইন্ডো ওপেন হবে। দেখবেন সেই ড্রাইভে Recover নামে একটা ফোল্ডার তৈরী হবে তার ভিতরে দেখবেন আপনার Delete হওয়া ফাইল গুলো।

বুঝতে সমস্যা হলে ভিডিওটি দেখে নিন :

Era IT একটি আইটি রিলেটেড YouTube Channel এই চ্যানেলে প্রতিদিন নিয়মিত ভাবে IT রিলেটেড ভিডিও আপলোড করা হয়।

ফেসবুক পেইজে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।

আমার আরো কিছু টিউন প্রয়োজন হলে দেখে নিতে পারেন :

Windows 10 Desktop Customize করার ১০টি গুরুত্বপূর্ন টিপস। আপনার অবশ্যই জানা দরকার।

Windows 10 কে কিভাবে Hotspot বানাবেন এবং Internet Share করবেন Mobile or অন্য PC তে

Windows 10 এ Start Menu কিভাবে Customize করবেন। windows 10 ব্যবহারকারীদের জন্য।

Windows 10 এর নতুন ফিচার Night Light একটিভ করবেন কিভাবে !

Level 2

আমি Era IT। CEO, Era IT, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 118 টি টিউন ও 84 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 35 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ শেয়ার করার জন্য।

    িআপনাকেও অনেক ধন্যবাদ। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন প্লিজ।