উইন্ডোজের জন্য কয়েকটি টুলস বা প্রোগ্রামস যেগুলো আপনাকে আপনার কাজে আরো দ্রুত এবং প্রোফেশনাল হতে সাহায্য করবে।

আপনি আপনার জব বা আপনার কাজগুলো আরও দ্রুত এবং আরও সহজভাবে করতে চান। আপনার কাজটি যদি কম্পিউটার নির্ভর হয়, তবে আপনার কাজগুলো আরও দ্রুত এবং সহজভাবে করার জন্য আপনি উইন্ডোজের কয়েকটি টুলস এবং কয়েকটি ওয়েবসাইট ব্যবহার করতে পারেন কাজ করার সময়। এসব প্রোগ্রামস এবং ওয়েবসাইট আপনাকে আপনার কাজে আরো বেশি দ্রুত এবং আরো বেশি প্রফেশনাল করে তুলবে। আজকের টিউনে এমন কয়েকটি টুলস নিয়েই আলোচনা করব।

Hide Running Programs Quickly

কাজ করার সময় কাজের কোন উইন্ডো বা ট্যাব ছাড়া অন্য কোন উইন্ডো বা ডেস্কটপে থাকলে সাথে সাথে সব উইন্ডো বা ট্যাব মিনিমাইজ করে সরাসরি কাজে ঢুকে পড়তে পারাটা সবসময়ই ভাল। উইন্ডোজ ১০ এ কাজ করার সময় আপনি ডেক্সটপ সুইচিং এর মাধ্যমে সব স্বল্প প্রয়োজনীয় ট্যাব ক্লোজ করে সরাসরি কাজে ঢুকে পড়তে পারবেন এক ক্লিকেই।

আপনি যদি অফিসে বসে কাজ করেন এবং আপনার বস হটাত করে আপনার রুমে ঢুকে পড়ে, তখন এই ফিচারটিই আপনার সবথেকে বেশি দরকার হবে। তবে এই কাজটি আরো সহজভাবে আপনি করতে পারবেন একটি প্রোগ্রাম ইউজ করে যার নাম OuttaSight। এই অ্যাপটির সাহায্যে আপনি এক ক্লিকে সকল ওপেন উইন্ডো একসাথে টাস্কবারে মিনিমাইজ করে ফেলতে পারবেন।

Related image

While Away Time with Proxy Browsing

কাজ করার সময় হোক বা অন্য যেকোনো সময়ই হোক, ব্রাউজ করার সময় যদি আপনি আপনার প্রাইভেসি নিয়ে চিন্তিত থাকেন তাহলে আপনার সবসময় একটি প্রিমিয়াম ভিপিএন বা প্রক্সি সার্ভিস ব্যবহার করা উচিত। ভিপিএন সার্ভিস ব্যবহার করলে আপনাকে সহজে অনলাইনে কেউ ট্রাক করতে পারবে না।

কিন্তু তাই বলে কেউ একেবারেই ট্র্যাক করতে পারবেনা এটা ভাবার কারন নেই। ভিপিএন ব্যবহার করলেও আপনাকে ট্র্যাক করা সম্ভব যদি অনেক উঁচু লেভেলের প্রতিষ্ঠান বা পুলিশ আপনাকে ট্র্যাক করতে চায়। কিন্তু নিরাপদভাবে ইন্টারনেট ব্রাউজ করতে চাইলে বা আপনার পছন্দের ওয়েবসাইট ব্লকড থাকলে তা আনব্লক করার জন্য ভিপিএন ব্যবহার করা উচিত।

Online Video Watching with Double Vision

আপনি যদি কাজ করার সময় আপনার পছন্দের একটি অনলাইন ভিডিও বা একটি ইউটিউব ভিডিও দেখতে চান তবে সবথেকে ভাল হবে যদি আপনি সেটা আপনার মুল কাজে বাধা না দিয়ে করেন। একইসাথে আপনার কাজ করা এবং কোন অনলাইন ভিডিও দেখার জন্য আপনি একটী ছোট্ট প্রোগ্রাম ব্যবহার করতে পারেন যার নাম Double Vision Lite

এই প্রোগ্রামটির সাহায্যে আপনি আপনার কাজ অর্থাৎ কোডিং বা ওয়ার্ড বা স্প্রেডশিট বা যেকোনো ধরনের কাজ করার সময় একই সাথে আপনার স্ক্রিনে আপনার পছন্দের ভিডিওটিও দেখতে পারবেন। এই প্রোগ্রামটির সাহায্যে আপনার ভিডিওটি আপনার মেইন উইন্ডোর পেছনে প্লে হবে। আপনি ভিডিওটি দেখার সাথে সাথে কাজ চালিয়ে যেতে পারবেন ভিডিওর ট্রান্সপিরেসি ইফেক্টের কারনে। প্রোগ্রামটি ইন্সটল করে ওপেন করলেই বুঝবেন এটি কিভাবে কাজ করে।

Can’t You See I’m Busy

এটি একটি ওয়েবসাইট যার নাম Can’t You See I’m Busy। এই ওয়েবসাইটটি ঐ ধরনের মানুষদের জন্য যারা সবসময় তাদের কাজ নিয়ে প্রফেশনাল এবং সবসময় তাদের কাজ নিয়ে ব্যাস্ত থাকতে ভালবাসেন। এই ওয়েবসাইটটিতে ঢুকলে আপনি এমন কয়েকটি গেমস খেলতে পারবেন যেসব গেমস আপনাকে ভাবতে বাধ্য করবে যে আপনি সিরিয়াস কিছু জিনিস নিয়ে কাজ করছেন। এসব গেমস কাজের প্রতি আপনার মনোযোগ বাড়াতে সাহায্য করবেন। আপনি যদি সবসময় কাজের মধ্যে থাকেন তাহলে এই ওয়েবসাইটটি আপনার জন্য বেস্ট। কিন্তু আমার জানামতে এই ওয়েবসাইটটি এখন ডাউন আছে। ঠিক কবে থেকে এই ওয়েবসাইটটি ডাউন সেটা আমার জানা নেই।

ways to procrastinate

Do Some Blog Work with MS Word

আপনার কাজটি যদি হয় অনলাইনে আর্টিকেল লেখা বা অন্যান্য লেখালেখির কাজ করা, তাহলে আপনার জন্য সবথেকে ভাল হবে মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে আর্টিকেল লেখা বা ব্লগ লেখা। এর সাহায্যে আপনি আর্টিকেলে মাইক্রোসফট ওয়ার্ড এর কিছু এডভান্সড টুলস ব্যবহার করার সুযোগ পাবেন যেসব আপনি সরাসরি ব্লগে লিখলে পাবেন না এবং আপনি লেখার সময় আরও সহজে এবং আরও দ্রুত লিখতে পারবেন যেহেতু আমরা সবাই মাইক্রোসফট ওয়ার্ডে লেখাতেই বেশি অভ্যস্ত।

আপনি মাইক্রোসফট ওয়ার্ড ২০০৭ বা ২০১০ ব্যবহার করলে সহজেই ওয়ার্ড ব্যবহার করে ব্লগ টিউন লিখতে পারবেন। আপনি নতুন ডকুমেন্ট লেখার সময়ই ব্লগ টিউন লেখার অপশন পাবেন। সেখানেই আপনি আপনার ইউজারনেম, পাসওয়ার্ড ইত্যাদি দরকারি সব ইনফরমেশন দিয়ে সরাসরি মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে আপনার ব্লগে টিউন লিখতে পারবেন।

ways to procrastinate

 

তো এগুলোই ছিল কয়েকটি টুলস এবং প্রোগ্রামস যেগুলো আপনাকে আপনার কাজে আরো বেশি গতিশীল এবং আরো বেশি প্রফেশনাল হতে সাহায্য করবে। আজকের মত টিউনটি এখানেই শেষ করছি। আশা করি টিউনটি আপনাদের ভাল লেগেছে। টিউন সম্পর্কে কোন ধরনের কোন প্রশ্ন বা কোন মতামত থাকলে অবশ্যই টিউনমেন্ট করে জানাবেন। ভাল থাকবেন।

You can contact me on : Facebook 

Level 0

আমি সিয়াম একান্ত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 40 টি টিউন ও 82 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 12 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার নাম সিয়াম রউফ একান্ত। অনেকে সিয়াম নামে চেনে আবার অনেক একান্ত নামে। যাইহোক, পড়াশুনা একেবারেই ভাল লাগেনা আমার। ভাল লাগার মধ্যে দুইটা জিনিস , ফটোগ্রাফি আর প্রযুক্তি। এই প্রযুক্তির প্রতি ভাললাগা থেকেই টেকটিউন্স চেনা এবং টেকটিউন্সে আইডি খোলা। দেখা যাক কতদূর কি করা যায়......


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস