OpenVPN Connect দিয়ে আপনার স্মার্টফোনে যেকোনো ভিপিএন কানেক্ট করুন!

আপনি কি স্মার্টফোনে আপনার অনলাইন জীবনের গুরুর্ত্বপূর্ণ কাজগুলো করে থাকেন? যেমন অনলাইন ব্যাংকিং, সেন্সিটিভ বিজনেস ওয়ার্ক, কিংবা গুরুত্বর্পূণ ডকুমেন্ট আদান-প্রদান করে থাকেন? এই অবস্থায় আপনার নেট কানেক্টশন কতটুকু সুরক্ষিত? আজকাল হ্যাকারদের শিকার হওয়া ব্যক্তিগুলোর প্রায় সবাই এই রকম গুরুত্বপূর্ণ বিজনেস ম্যান কিংবা অনলাইন ব্যাংকিং এর সাথে জড়িত ব্যক্তিরাই হ্যাকিংয়ের শিকার হয়ে থাকেন। বিশেষ করে যারা পাবলিক ফ্রি ওয়াই ফাই গুলো ব্যবহার করে এই সব সেন্সিটিভ কাজগুলো স্মার্টফোনে করে থাকেন তারা বিশেষ ঝুঁকিতে রয়েছে।

এই অবস্থায় আপনার নেট কানেক্টশনকে হ্যাকার এবং ক্ষতিকারণ অ্যাপসদের হাত থেকে সুরক্ষিত রাখতে আপনি VPN ব্যবহার করতে পারেন! আর দুনিয়ার সকল বিষয়ের মতোই ভিপিএন এর ক্ষেত্রেও একটি কোম্পানির থেকে অন্য কোম্পানি ভালো সার্ভিস দিয়ে থাকে!

আজকের এই টিউনে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ওপেন ভিপিএন কানেক্ট ব্যবহার করে আপনার স্মার্টফোনে প্রায় সকল ধরনের ভিপিএন কানেক্ট করবেন। তো চলুন বরাবরের মতোই অতিরিক্ত কথা না বাড়িয়ে সরাসরি টিউনে চলে যাই!

ওপেন ভিপিএন কী?

OpenVPN হচ্ছে একটি ওপেন সোর্স ভিপিএন এপ্লিকেশন যার মাধ্যমে নেট কানেক্টশনকে সুরক্ষিত করা যায়। ওপেন ভিপিএন টেকনোলজিটি অনান্য বেশ কিছু সিস্টেমেও রয়েছে যেমন DD-WRTm, pfSense and Tomato আর ওপেন সোর্স হবার কারণে ওপেন ভিপিএন এপ্লিকেশনটি বেশ কয়েকটি প্লাটফর্মে যেমন উইন্ডোজ, ম্যাক ওএস, বিভিন্ন লিনাক্স চালিত ডিভাইসে, আইওএস, অ্যান্ড্রয়েড সহ উইন্ডোজ ১০ ভিক্তিক স্মার্টফোনের জন্যেও ওপেন ভিপিএন এর নিজস্ব সংস্করণ রয়েছে।

ওপেনভিপিএন তাদের OpenSSL লাইব্রেরি ব্যবহার করে তাদের ট্রান্সসিটের সকল ডাটাকে এনক্রিপ্ট করে থাকে ২৫৬ বিট এনক্রিপ্টশন এলগোরিদমের মাধ্যমে। ওপেনভিপিএন সহজেই নির্দিষ্ট আইএসপি ভিপিএন ব্লকিং সিস্টেমকে বাইপাস করতে পারে এবং থার্ড পার্টি প্লাগইনস এবং স্ক্রিপ্টসগুলো সার্পোট করে থাকে। এই কারণেই ম্যাক্সিমাম ভিপিএন প্রোভাইডাররা তাদের বেসিক সার্ভিসের জন্য ওপেন ভিপিএনকে ব্যবহার করে থাকেন।

ওপেনভিপিএন কানেক্ট সেটআপ করা:

প্রথমেই আপনাকে যে কাজটি করতে হবে সেটা হলো আপনার স্মার্টফোনের জন্য ওপেনভিপিএন কানেক্ট এপ্লিকেশনটি (Android > iOS) ডাউনলোড এবং ইন্সটল করে নিতে হবে। ডাউনলোড এবং ইন্সটলের পর এবার আপনার দরকার হবে একটি OVPN কনফিগারেশন ফাইল। আর এখানেই আপনার ভিপিএন প্রোভাইডারের কাজ শুরু হবে! আজকের টিউনের জন্য আমি একটি ফ্রি ভিপিএন রিলেই সার্ভার প্রোভাইডার ব্যবহার করে দেখাবো। তবে আপনার ভিপিএন প্রোভাইডার যদি ওপেন ভিপিএন সার্পোট করে থাকে তাহলে তাদের ওয়েবসাইটে আপনি OVPN কনফিগারেশন ফাইলটি পেয়ে থাকবেন।

আজকের টিউনের জন্য আমি NordVPN 3-day free trial টি ব্যবহার করছি। তাই আপনার কাছে যদি এখন কোনো ভিপিএন প্রোভাইডার না থাকে কিংবা টেস্টিং এর জন্যেও আপনি এই ভিপিএন প্রোভাইডারকে ব্যবহার করতে পারেন।

NordVPN 3-day free trial তে একটি একাউন্ট খুলুন এবং একটিভ করে নিন। এবার সরাসরি NordVPN সাইটের ডাউনলোড এরিয়া তে চলে যান।

ডাউনলোড এরিয়াতে গিয়ে আপনি আপনার স্মার্টফোনে ওএস এর সেকশনে গিয়ে দেখবেন.OVPN configuration files এর জন্য আলাদা লিংক রয়েছে! সেখানে ক্লিক করুন।

এবার এখান থেকে আপনি যেকোনো সেটিংস এর ফাইলকে সিলেক্ট করলে সেটি আপনার স্মার্টফোনে সরাসরি ডাউনলোড হয়ে যাবে,   যেমন al1.nordvpn.com.tcp443.ovpn এবং al1.nordvpn.com.udp1194.ovpn এই টাইপের ফাইলগুলো ডাউনলোড করে নিন। তবে মনে রাখবেন UDP ফাইলগুলোতে ফাস্টার কানেক্টশন হবে তবে এটা সকল কানেক্টশনের ক্ষেত্রে কাজ করবে না। আর তা না হলে আপনি TCP ফাইল ব্যবহার করুন।

আর আপনি যদি সিউর না হয়ে থাকেন যে কোনো Nord VPN সার্ভারে কানেক্ট হচ্ছেন তাহলে ডাউনলোড কৃত ফাইলের প্রথম দুটি কিংবা তিনটি লেটারকে আপনি কান্ট্রি কোড হিসেবে ধরে নিলেই হবে। যেমন এখানে al1.nordvpn.com.tcp443.ovpn  এই ফাইলের প্রথমে al1 রয়েছে মানে হচ্ছে এটি আলবানিয়া সার্ভারের ফাইল। এভাবে আপনি গুগলের সাহায্যে কান্ট্রি কোড নিয়ে আপনার ফাইলকে চেক করে নিতে পারবেন।

কিংবা আপনি যদি লিস্টে সকল কনফিগারেশন ফাইলসগুলো একসাথে ডাউনলোড করতে চান তাহলে সে ব্যবস্থাও রয়েছে। তাহলে আপনি full configuariton package টি ডাউনলোড করে নিন। এক্ষেত্রে ব্যবহারের আগে আপনাকে জিপ ফাইলটি আনজিপ করে নিতে হবে।

ওপেন ভিপিএন কানেক্টে প্রোফাইল ইমপোর্ট করা:

এবার আপনার কাছে OVPN কনফিগারেশন ফাইলটি রয়েছে। আর এখন সরাসরি আপনি আপনার স্মার্টফোনের OpenVPN Connect এপটিতে চলে যান। অপশন মেনু থেকে Import > Import Profile from SD card অপশনগুলোতে সিলেক্ট করুন।

এবার আগেই ডাউনলোড করে রাখা OVPN কনফিগারেশন ফাইলটি আপনার স্মার্টফোন থেকে সিলেক্ট করুন। উক্ত প্রোফাইলটি তাৎক্ষনিক ইম্পোর্ট হবে এবং আপনার ওপেন ভিপিএন কানেক্ট সার্ভার লিস্টে প্রদর্শিত হবে।

প্রোফাইল ইম্পোর্ট হবার পর আপনার ভিপিএন একাউন্টের ইউনার নেম, পাসওর্য়াড ইত্যাদি দিন। আপনি যদি ভিপিএন কনফিগারেশনটি সচারচর ব্যবহার করে থাকবেন বলে মনস্থির করেন তাহলে Save অপশনটি সিলেক্ট করুন অন্যথায় Connect অপশন সিলেক্ট করুন। এবার আপনার পছন্দসই কনফিগারেশনের সার্ভারে মিনিট খানেকের মধ্যেই কানেক্ট হয়ে যাবে এবং আপনার স্মার্টফোনে ওপেন ভিপিএন ব্যবহার করা শুরু হবে।

ওপেন ভিপিএন কানেক্ট কেন ব্যবহার করবেন?

আপনার মনে এই প্রশ্নটা অবশ্যই আসতে পারে যে, বিশ্বের বড় সড় মেজর ভিপিএন প্রোভাইডারটা তাদের নিজস্ব ডেডিকেটেড iOS এবং Android অ্যাপসগুলো ওপেনভিপিএন ব্যবহার করে আর তাই আপনি নিজে কেন আলাদা ভাবে OpenVPN Connect ব্যবহার করবেন? এর উল্লেখযোগ্য উত্তর হচ্ছে যেসকল ভিপিএন প্রোভাইডারের নিজস্ব ডেডিকেটেড ভিপিএন এপপ নেই তাদের জন্য এই পদ্ধতিতেই আপনাকে ভিপিএন সার্ভিসটি উপভোগ করতে হবে।

বড় বড় ভিপিএন প্রোভাইডার যেমন ExpressVPN, NordVPN, PIS ইত্যাদি কোম্পানিগুলোর তাদের নিজস্ব ডেডিকেটেড ভিপিএন অ্যাপস রয়েছে কিন্তু অনান্য কেইসের ক্ষেত্রে ছোট ছোট কোম্পানির গুলো এই OpenVPN Connect অ্যাপসের মাধ্যমেই গ্রাহকদের কে ভিপিএন মোবাইল নেটওয়ার্ক কভারেজ দিয়ে থাকে।

এছাড়াও আপনি যদি মাল্টিপল ভিপিএন সাবক্রিপ্টশন ব্যবহার করে থাকেন তাহলে আপনি আপনার ডিভাইসে একটি সিঙ্গেল ফোল্ডারে সকল OPN কনফিগারেশন ফাইলগুলো সাজিয়ে রেখে OpenVPN Connect এর মাধ্যমে উক্ত সকল ভিপিএন সার্ভিসগুলো উপভোগ করতে পারবেন প্রতিটির জন্য আলাদা ভিপিএন এপপস ব্যবহারের ঝামেলা ছাড়াই!

অন্যদিকে OpenVPN connect এর একটি ডাউনসাইড হলো এতে আপনার একাউন্ট ইনফরমেশনগুলো আপনি পাবেন না যেগুলো আপনি ডেডিকেটেড সার্ভিসের এপে পেয়ে থাকতেন, যেমন লিমিটেড একাউন্টের ক্ষেত্রে লিমিট দেখার ফিচারটি, অন্য সার্ভার চয়েজ করার অপশন ইত্যাদি।

OpenVPN Connect একটি ইউসফুল এপপ, তবে এর সাথে খাপ খাইয়ে নিতে আপনার কিছু সময় লাগবেই। তবে অনেকের কাছেই এটি কে ব্যাকআপ সার্ভিস হিসেবে ব্যবহার করা উচিৎ, যখন আপনার মূল ভিপিএন এপপটি ফেইলড হবে তখন যেন এই ওপেন ভিপিএন কানেক্ট এপপটিতে ব্যাকআপ সার্ভিস হিসেবে যেন আপনি ব্যবহার করতে পারেন।

আশা করি আজকের টিউনটি আপনাদেরকে OpenVPN connect সম্পর্কে কিছুটা হলেও ধারণা দিতে পেরেছে। আজ এ পর্যন্তই! আগামীতে অন্য কোনে টপিকে আমি চলে আসবো আপনাদের প্রিয় বাংলা টেকনোলজি ব্লগ টেকটিউনসে!

টিউনটি পড়ার জন্য ধন্যবাদ!

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ ভাই