ফোল্ডার থাকলেও দেখতে পারবেনা কেউ…..কিভাবে !!!!

সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করছি। ভাল আছেন তো সবাই। আমি ভাল নেই তাই টিউন করছি। টিউনটি ভাল লাগলে কমেন্টস্ করবেন আর না ভাল লাগলে বলে দিবেন।
ফোল্ডার থাকলেও  দখেতে পারবেনা ................কিভাবে !!!!
এভাবে----------------------------------------------------------------

১. একটি ফেল্ডার বানান।

২. ফেল্ডার টির Properties এ যান।

৩  Customize টেবে এ যান।

৪. Change Icon...... এ যান।

৫.  Change Icon...... এ অদৃশ্য Iconটি সিলেক্ট করুন এবং Okকরুন।

৬. এবার ফোল্ডারটির রাইট বাটন কিল্ক করে ফোল্ডারটরি রিনেম এ যান । এবার Alt কি চপে ধরুন। তারপর কি-র্বোডরে নাম্বারপ্যাড থেকে 0160 চাপুন। ফোল্ডাররে নামটি অদৃশ্য হয়ে যাবে।
এরপর দেখুন মজা।
এখানে আর ফোল্ডার টি  Show করেবে না।টিউনটি ভাল লাগলে কমেন্টস্ করবেন আর না ভাল লাগলে বলে দিবেন।
E-mail : [email protected]

Web : http://www.sumastudiobd.com

HTML clipboard Alt

Level 0

আমি অন্তর সাহা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

thanks khob valo lagcha.

Level 0

foldar hide kora to sikhalen kintu show kora ta aktu bolen.plz

doesn’t work.

টিউন কইরেন কাজ করে

ধন্যবাদ। দারুণ কাজ হইছে।

Level 0

Darun vaia…………