পরীক্ষা করুন আপনার এন্টিভাইরাসের কার্যকারিতা

উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সবচেয়ে বড় সমস্যা হল ভাইরাস। প্রায় কম্পিউটারে এন্টিভাইরাস আছে, কিন্তু আপনি কি জানেন আপনার  এন্টিভাইরাসটি কাজ করছে কিনা? প্রায় ব্যবহারকারী জানেন না তাদের এন্টিভাইরাসটি কাজ  করে কিনা? আপনি ইচ্ছা করলে একটি ছোট্ট পরীক্ষার মাধ্যমে জানতে পারবেন এন্টিভাইরাসের কার্যকারীতা। এর জন্য জটপট নোটপ্যাড খুলে নিচের কোডটি কপি করে Back4uvirus.bat লিখে সেভ করুন।

X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H*

এবার এন্টিভাইরাস দ্বারা ফাইলটি স্ক্যান করে দেখুন স্ক্যান করে ভাইরাস হিসেবে সনাক্ত করে কিনা। যদি ধরে তবে এন্টিভাইরাস সচল আছে, না হল এটি সঠিকভাবে কাজ করে না।

কমেন্ট প্লিজ......

Level 0

আমি The House of The Dead। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 139 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমার এন্টিভাইরাস কাজ করে।।।।।।।।।

    Level 0

    কাজ করলেই ভাল। ধন্যবাদ…………..

ভালো লিখেছেন ধন্যবাদ ।

    Level 0

    ধন্যবাদ……………

ধন্যবাদ

অনেক সুন্ধর হয়েছে। আমার Anti Virus টা কাজ করে। Thanks. ভাল হয়েছে।

ধন্যবাদ।

এই ধরনের পোস্ট দেখতে দেখতে চোখে ছানি পড়ে যাওয়ার অবস্থা! 😛

ধন্যবাদ অনেক ভাল

    Level 0

    ধন্যবাদ……………..

It’s An Old Tune…

so good…

পুরাতন কিন্তু যাহারা নতুন তাদের কাজে আসবে।

আমারটা কাজ করতেছে ভাই। আসলে এটা দ্বারা কি প্রমান হয় ।

    Level 0

    আপনারটা কাজ করছে। এটা দ্বারা প্রমাণ হয় যে আপনার এন্টিভাইরাস ভাইরাস সনাক্ত করতে পারছে…………..

জানালে ভালো হয়।

    Level 0

    এটা দ্বারা মূলত আপনার এন্টিভাইরাস ভাইরাস সনাক্ত করতে পারছে কি না……………

Level 0

হায় ! আমার ২০১০ kaspersky ভাইরাস বললো না, এখন আমার কম্পিউটার ভয়ে কাঁপতেছে !!

    Level 0

    আপনার এন্টিভাইরাস আপডেট করে নিন……………

এটি তৈরী করার পরই আমার ক্যাসপারস্কি ধরে ফেলেছে।

কাজের জিনিস, ধন্যবাদ।

    Level 0

    আপনাকে ফাকিবাজী ধন্যবাদ…………..

আগেও টিটি-তে এরকম টিউন হয়েছে। খুব কাজের বলে মনে হয় না। আমার anti-virus pendrive-এর autorun ধরতে পারে না কিন্তু এটা ঠিকই ধরতেছে। এখন কি বুঝব?

Level 0

Very nice. Thanks

এই প্রসেস Batch ফাইল দিয়া ২০০৪-২০০৫ সালে AntiVirus এর কার্যকারিতা পরীক্ষা করতাম. এখন এটা দিয়া কার্যকারিতা পরীক্ষা করা আর না করা এক কথা.

Aviara ফাইটাকে সেভ করতেই দেয় নাই সেভ করে দেখি সেই ভাইরাস ডিটেকশন করে ডিলিট করে দিয়েছে! 🙁

ভাইয়া মাইন্ড করবেন না। তবে একটু বলি।
আপনি হয়ত খেয়াল করে থাকবেন এই কোড সম্বলিত ফাইলকে যখন কোন এন্টিভাইরাস / ম্যালওয়্যার প্রোগ্রাম ভাইরাস হিসেবে ডিটেক্ট করে তখন তার ডিটেকশনে বলা থাকে যে এটি একটি পরীক্ষা মূলক ফেইক ভাইরাস আমার মনে হয় যেকোন এন্টিভাইরাস / ম্যালওয়্যার প্রোগ্রাম ২০০৮ পর্যন্ত যদি আপডেট করা থাকে তবে এটিকে সে ডিটেক্ট করতে পারবে। আর যদি এই কোডিং এর কোন আপডেট বের হয় তবে তা আমাদের সাথে তা অবস্যই সেয়ার করবেন।
আশা করি আমার মন্তব্য আপনার আশানুরূপ না হলেও আপনি মাইন্ড করবেন না।
ধন্যবাদ টিউনটির জন্য।

    Level 0

    ধন্যবাদ, আপনার মন্তব্যের জন্য।

very 9c.. brthr…

Buy BullGuard Internet Security (Microsoft Glod Certified Partner) and get
4 GB Pen drive FREE
Stocks are limited!!! Get yours now!!!
Available at Star Tech & Engineering Ltd
Pls visit http://www.startechbd.com/