উইন্ডোজের পাসওয়ার্ড উদ্ধার করুন একদম সহজেই

আমরা সাধারণত অপারেটিং সিস্টেম হিসেবে উইন্ডোজ ব্যবহার করে থাকি। উইন্ডোজে অন্যের প্রবেশ ঠেকাতে আমরা পাসওয়ার্ড দিয়ে থাকি। এখন আপনি যদি উইন্ডোজের পাসওয়ার্ড ভুলে যান তখন কী করবেন? এখন আপনাকে নতুন করে উইন্ডেজ ইন্সটল করতে হবে নতুবা আপনি উইন্ডোজে প্রবেশ করতে পারবেন না। এখন আপনি চাচ্ছেন যেকোন উপায়ে হোক আপনাকে আগের উইন্ডোজে প্রবেশ করতে। আর উইন্ডোজে প্রবেশ করতে হলে আপনাকে অবশ্যই পাসওয়ার্ড উদ্ধার করতে হবে। কোন সমস্যা নেই হিরেন বুট সিডির Password & Recovery Tool… তো আছেই। এর মাধ্যমে আপনি আপনার আগের পাসওয়ার্ডটি পাবেন না তবে পাসওয়ার্ড মুছে ফেলতে পারবেন। এখন....

১. হিরেন বুট সিডি কম্পিউটারে প্রবেশ করিয়ে রিস্টার্ট করুন সিস্টেম।

২. হিরেন বুট মেনু আসবে।

৩. এখান থেকে Start Hiren’s BootCD নির্বাচন করুন।

৪. Password & Recovery Tool…. নির্বাচন করুন।

৫. Active Password Change XP+ নির্বাচন করুন।

৬. পাসওয়ার্ড ডেটাবেজ (MS SAM) খুঁজে বের করতে ২ চাপুন।

৭. আপনার কম্পিউটারে যদি একাধিক উইন্ডোজ সেটআপ করা থাকে তাহলে একাধিক ডেটাবেজ দেখাবে। এখান থেকে নির্দিষ্ট উইন্ডোজ নির্বাচন করুন।

৮. তাহলে উক্ত উইন্ডোজের সকল ব্যবহারকারী দেখাবে।

৯. যে ইউজারের পাসওয়ার্ড মুছতে চান তা নির্বাচন করুন।

১০. এবার উইন্ডোর নিচের দিকের Clear this User’s Password নির্বাচন করুন এবং পাসওয়ার্ড মুছতে Y চাপুন।

১০. তাহলে পাসওয়ার্ড মুছে যাবে এবং পাসওয়ার্ড মুছার একটি নিশ্চতকরণ ম্যাসেজ আসবে।

১১. এবার ESC চাপুন বের হওয়ার জন্য।

১২. Restart লিখে এন্টার করুন তাহলে সিস্টেম রিস্টার্ট নিবে।

এখন দেখুন, যে ইউজারের পাসওয়ার্ড মুছে ফেলেছেন, উক্ত ইউজারের পাসওয়ার্ড ছাড়াই কম্পিউটারে প্রবেশ করছে।

হিরেন বুট সিডি পেতে এখানে http://www.hirensbootcd.net ক্লিক করুন.....................

Level 0

আমি The House of The Dead। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 139 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুব ভালো লাগল। আপনি পরপর টিউন করতেছেন।একটু সময় নিয়ে টিউন করুন। আমার মনে হয় তাতে আপনার ভালো হবে। ধন্যবাদ সুন্দর টিউনের জন্য

    Level 0

    ধন্যবাদ আপনার পরামর্শের জন্য……….

হে হে দারুণ মজা হবে…………..

Level 0

ভাই এটা নিয়ে অনেক টিউন হেয়েছে।

    Level 0

    টিউন হয়েছে ভাল কথা। এটি নতুনদের জন্য কি ভাল হবে না?

ধন্যবাদ…