Activate করুন Microsoft Office 2016 কোন রকম সফটওয়ার এবং প্রোডাক্ট কি ছাড়াই

দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য অংশ হলো Microsoft Office. বর্তমানে এর সবচেয়ে জনপ্রিয় ভার্সন টি হলো Microsoft office 2016. এতে রয়েছে office এর আপডেটেড সব ফিচার এবং অনেক সুযোগ সুবিধা। কিন্তু এটি ইন্সটলের পর সবাইকেই যে সমস্যায় পরতে হয় তা হলো এর Activation. তাই ইন্সটল করার পরই সবাই কে পরতে হয় একটিভেশন এর ঝামেলায়। আর অনেক সময় যে একটিভেটর গুলো আমরা সচরাচর ব্যবহার করি তার সাথে থাকতে পারে ভাইরাস যা ক্ষতির কারণ হতে পারে। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা কোন রকম একটিভেটর এবং সিরিয়াল কি ছাড়াই একটিভেট করবেন আপনাদের Microsoft Office 2016. এই পদ্ধতি ১০০% সেফ এবং ঝামেলাহীন। সহজেই বুঝতে দেখে ফেলুন ভিডিও টিউটোরিয়াল টি ---

শুরুতেই ব্রাউজার ওপেন করে bit.ly/office2016txt এই লিঙ্কে যান এবং সেখানের সব গুলো টেক্সট কপি করুন। তারপর ডেক্সটপে নিউ একটি টেক্সট ডকুমেন্ট খুলে লেখা গুলো পেস্ট করুন। ফাইলটি activator.cmd নামে সেভ করুন। এরপর এর উপর মাউসের ডান বাটন ক্লিক করে run as administrator এ ক্লিক করুন। আপনার নেট কানেকশনটি অন রাখতে ভুলবেন না। কিছু সময় অপেক্ষা করুন। দেখবেন successfully activated লেখা দেখাবে। এরপর চেক করে দেখুন আপনার office 2016 একটিভেট হয়ে গেছে।

আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি কোন সমস্যা হয় তো টিউমেন্ট করতে ভুলবেন না। আর এরকম ট্রিক্স পেতে আমার ইউটিউব চ্যানেল Mech Tech থেকে একবার ঢু মেরে আসতে পারেন। আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।

Level 0

আমি Misbah Mashu। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নতুন কিছু শিখতে চাই, যা জানি তা সবাই কে জানাতে চাই। নিজের সম্পর্কে বলার তেমন কিছুই নাই। আর আশা করি তা দেখারও কেউ নাই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস