Education Board ResultsSSC Exam ResultHSC Exam ResultJSC Exam Result

হ্যালো ভিউয়ার্স, আজকের টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি।

আজকে আপনাদের খুব সহজে যেকোনো পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম দেখিয়ে দিবো। আজকের পর আপনি খুব সহজে জেএসসি, জেডিসি, এসএসসি, দাখিল ও এইচএসসি/আলিম পরীক্ষার ফলাফল দেখতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই টিউটোরিয়ালটিতে.

আপনার পছন্দের একটি ব্রাউজার ওপেন করে নিবেন। যেটা আপনার সবচেয়ে সুইট মনে হয়. তো আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। এবার ব্রাউজারের এড্রেসবারে টাইপ করুন. https://eboardresults.com

eboardresults

এখান থেকে ১ম অপশন টিতে ক্লিক করুন SSC/HSC/JSC/Equivalent Result

SSC/HSC/JSC/Equivalent Result

 

এখানে ক্লিক করার পর এই পেইজটি ওপেন হবে

education board results

এখান থেকে examination অপশন থেকে আপনি আপনার পরীক্ষার নামটি সিলেক্ট করে নিন। যেমন আমি এখানে SSC সিলেক্ট করলাম। year অপশন থেকে আপনি আপনার পরীক্ষার সাল সিলেক্ট করে নিন। তারপর বোর্ড অপশন থেকে আপনি আপনার কাঙ্খিত বোর্ডটি সিলেক্ট করে নিন। এবার রিজাল্ট টাইপ অপশন থেকে আপনি Individual Result সিলেক্ট করে নিন। তারপর এখানে আপনার রোল নাম্বার টাইপ করুন। এখানে একটি কথা মাথায় রাখবেন। যদি আপনি মার্কশিট সহ রিজাল্ট দেখতে চান তাহলে রেজিস্টেশন নাম্বার অবশ্যই দিতে হবে। তারপর এখান থেকে উপরের ক্যাপচাটি এই বক্সে হুবহু টাইপ করে দিন। সব শেষে Get result অপশনে ক্লিক করুন। এখানে একটি কথা না বললে নয়, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে get result এ ক্লিক করলে আপনি MCQ এবং লিখিত পরীক্ষার মার্ক আলাদা আলাদা ভাবে দেখতে পারবেন।

ভিডিওতে স্পষ্টভাবে দেখানো হয়েছে ভিডিওটি দেখতে পারেন.

Level 3

আমি জুয়েল আহমদ লিটন। Mid Level, Pro Bangla, Moulvibazar। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 63 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি জুয়েল আপনাদের উৎসাহ আর উদ্দীপনা পেলে টেকনোলজি সম্পর্কে নতুন কিছু শেয়ার করার চেষ্টা করব।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস