আপনার সিমের অযাচিত টাকা কাটা বন্ধ করুন!

আশাকরি ভালোই আছেন সবাই। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ আপনাদের সামনে আবার একটি নতুন টিউন নিয়ে হাজির হলাম। আশা করি এটা আপনাদের বেশ ভালো লাগবে এবং উপকারে আসবে। আমাদের মোবাইল অনেক সময় নিজের অজান্তেই টাকা কেটে নেয়। আমরা বুঝতেই পারি না কি দ্বারা কি হলো। যদি আপনার ফোনে টাকা কেটে নেয় তাহলে এই টিউনটি আপনার জন্য। মোবাইল এ টাকা কাটার মেইন কারন হলো ভ্যালু এডেড সার্ভস, কলার টিউন, ওয়েলকাম টিউন, মিসকল এলার্ট, সাবক্রিবশন ইত্যাদি। চলুন তাহলে দেখি কিভাবে এগুলো বন্ধ করবেন?

এয়ারটেল সিমের ক্ষেত্রেঃ ১. কলারটিউনঃ *১২১*৩*১#

২. মিউজিক, ইন্টারটেইনমেন্ট, রেডিও সার্ভিসঃ *১২১*৩*২#

৩. এয়ারটেল মোবাইল বেকআপ সার্ভিসঃ *১২১*৩*৩# এগুলো ডায়াল করে বন্ধ করার মাধ্যমে আপনাদের টাকা কাটার সার্ভিস বন্ধ করতে পারবেন।

রবি সিমের ক্ষেত্রেঃ ১. ভ্যা এডেড সার্ভিস বন্ধ করতেঃ *৯#

২. সব সার্ভিস বন্ধ করতেঃ মেসেজ অপশনে গিয়ে ১১১১ লিখে পাঠিয়ে দিবেন রবির যেকোনো অফিসিয়াল নাম্বারে।

বাংলালিংক সিমের ক্ষেত্রেঃ ১. ভ্যালু এডেড সার্ভিস বন্ধ করতেঃ *১২১*৭*১*২*১#

গ্রামীণফোন এর ক্ষেত্রেঃ ১. ভ্যালু এডেড সার্ভিস বন্ধ করতেঃ *১২১*৬*১# মিসকল এলার্ট, কল ব্লক সার্ভিস, জিপি মিউজিক, সাবক্রিবশন। সব সার্ভিস বন্ধ হবে।

টেলিটকের জন্য একটাই পথ আছে সেটা হলো আপনার মেসেজ অপশনে গিয়ে লিখুন T T stop লিখে পাঠিয়ে দিবেন ৫০০০ নাম্বারে।

আজকের টিউনটি করার মুল উদ্দেশ্য হলো আপনাদের ফোনে টাকা কেটে নেয় এটা বন্ধ করার জন্য। আপনারা অনেকেই জানিয়েছেন যে আপনাদের সিম থেকে কিছু কিছু সময় হটাৎ এমনি এমনিই টাকা কেটে নেয়। তাই আমাকে এর সলিউশন হিসেবে একটি টিউন করতে বলছেন। তাই মুলত পোষ্টটি করা। টাকা কাটার মুল কিছু কারন হলো কিছু কাষ্টমার সার্ভিস চালু হওয়া।

কিভাবে কাষ্টমার সার্ভিস থেকে রক্ষা পাবেনঃ আপনাদের ফোনে অফিস থেকে ফোন দিয়ে দুই তিন বা কোনো সংখ্যা চাপতে বললে চাপবেন না। ভ্যালু সার্ভিস বা অয়েলকাম কলার টিউন এগুলো থেকে বিরত থাকুন। সিম এর সাবক্রিবশন অফার আসলে চালু করবেন না। কারন এগুলোতে প্রতি মাসে টাকা কাটবে। আর টাকা ভরলেই কাটবে তাই সাবধান। আপনার মোবাইল ফোনটি বাচ্চাদের থেকে দুরে রাখুন। কারন বাচ্চারা না বুঝে টিপাটিপি করে অনেকসময় ফোনের বিভিন্ন সার্ভিস চালু করে ফেলে। আবার আপনি না জেনে কোনো কোড ডায়াল করবেন না। এতে আপনার অজান্তেই কোনো ভ্যালু সার্ভিস, রেডিও সার্ভিস, মিউজিক সার্ভিস চালু হতে পারে তাই খুব সাবধান। আবার আপনি এনড্রোয়েড ইউজার হলে সিম কম্পানী থেকে কোনো লিংকযুক্ত মেসেজ আসলে সেটার মধ্যে ঢুকবেন না।

এই ছিলো আজকের টিউন। আশা করি সবার ভালো লেগেছে এবং উপকারেও আসবে। এটি ভালো লাগলে জোস দিয়ে উৎসাহিত করবেন। কোনো সমস্যা হলে জানাতে ভুলবেন না। পরবর্তিতা টিউন আসা পর্যান্ত অপেক্ষা করুন আর আমার টিউনার পেজের সাথেই থাকুন। নিজে কপিরাইট থেকে বাঁচুন আর অন্যকে বিরত থাকতে উপদেশ দিন আল্লাহাফেজ।

Level 3

আমি আরাফাত আরজু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 8 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 9 টিউনারকে ফলো করি।

Every soul will taste death, and you will only be given your [full] compensation on the Day of Resurrection. So he who is drawn away from the Fire and admitted to Paradise has attained [his desire]. And what is the life of this world except the enjoyment of delusion.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস