বাংলা সাইটেও আনুন এডসেন্স এর আকর্ষণীয় বিজ্ঞাপন।

গত কয়েকদিন আগে একটি পোষ্টের মন্তব্যে দেখেছিলাম একজন বলেছিল বাংলা সাইটে ভালো বিজ্ঞাপন আসে না এবং অনেক ক্ষেত্রই দেখা যায় সেখানে নির্দিষ্ট কোন একটি বিজ্ঞাপন যা মোটেও আকর্ষণীয় নয়। কিন্তু bangladesh.net বা webbangladesh.com সাইটে গেলেই দেখতে পারেবেন এর সম্পূর্ণ ব্যাতিক্রম তাহলে সেখানে কিভাবে আসে। হ্যাঁ আমি সেটাই সবাইকে জানাবো।

প্রথমেই দেখব বাংলা সাইটে কেন কাঙ্খিত বিজ্ঞাপন আসে না। এডসেন্স এ মূলত এ জাভা স্ক্রিপ্ট এর মাধ্যমে সাইটের কী-ওয়ার্ড ও ট্যাগ এর সাথে সামঞ্জস্যপূর্ণ এড আসে। কিন্তু যারা বাংলা সাইট বানায় তারা অনেকেই আলাদা ইংরেজী কোন কীওয়ার্ড বা ট্যাগ ব্যাবহার করে না। কিন্তু এডসেন্স এ বাংলা না থাকায় সেখান কার বাংলা এড এর কীওয়ার্ড গুলোও ইংরেজীতেই থাকে। তাই বাংলা সাইটের সাথে সামঞ্জস্য না পাওয়ায় বাংলা সাইটগুলোতে নির্দিষ্ট একটি এড শো করে।
নিচের ছবিটি দেখুন এখানে চিন্হিত অংশে একটি নির্দিষ্ট বিজ্ঞাপন দেখাচ্ছে এই সমস্যার কারনে।
untitled16.JPG

আবার নিচের ছবিটি দেখুন এটা বাংলা সাইট হওয়া সত্তেও এখানে ভালমানের বিজ্ঞাপন আছে।
215.JPG

এর কারন হচ্ছে তার পেজ এর সোর্স কোডে দেখুন সাইটের সাথে সামঞ্জস্যপূর্ণ কীওয়ার্ড ও মেটাগুলো দেয়া আছে। আপনারা যারা বাংলা সাইটে ভালমানের এডসেন্স এড ব্যাবহার করতে চান এভাবে করতে পারেন। আর যারা ব্লগিং করেন তারা ট্যাগ এবং লেবেল এর জায়গায় কী-ওয়ার্ড গুলো লিখে দিতে পারেন।
310.JPG

Level 0

আমি প্রযুক্তি প্রেমী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 2157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thanks

গুরু দারুন পোষ্ট।
আরো শিখতে চাই
আপনার কি আর কোন সাইট আছে?

ধন্যবাদ শাকিল ভাই। ভবিষ্যতে আমার কাজে লাগতে পারে।

Level New

হুম

শাকিল ভাই বেশ কিছু দিন ধরে, আমার এক ছোট ভাই তার ওয়েবসাইটের এই সমস্যার সমাধানের জন্য আমার সহযোগিতা চাচ্ছিল, আপনার টিউন পড়ে ভাবলাম সমাধান তাহলে এবার মিললো তবে দুঃখের ব্যাপার, মেটা ট্যাগ গুলো (আপনার দেওয়া স্যাম্পল ট্যাগ গুলো ছাড়াও কিছু কিছু অতিরিক্ত ট্যাগ অ্যাড করেছি অবশ্য) ওয়েব সাইট (ব্লগ) এর ইন্ডেক্স পেজ এ, ব্লগের হেডারে, ব্লগের বডিতে, সব যায়গাতে এড করে করে পরীক্ষা করলাম, কিন্তু কই হলো না তো? কোথাও কি ভুল হচ্ছে? এ ব্যাপারে আপনার সহযোগীতা কামনা করছি। ধন্যবাদ।

@ সুমন – সাইটটা কি ধরনের ব্লগ না ওয়েব?

shakil vai thanks amar site tai ai problem kortoo…… akta notun jinish shikhlam thanks bro

শাকিল ভাই, আমিও সুমন ভাইয়ের মতো একই সমস্যায় জর্জিরত। আপনার সমাধান দেখে চেষ্টা করলাম। কিন্তু হচ্ছে না। আমার সাইট টা ব্লগ নয়।
আমি ভালো মতো খেয়াল করে দেখলাম, যেসব পেইজে ইউনিকোড দিয়ে শুধু বাংলা লিখা আছে, কোনো ইংরেজী লিখা নাই, সেখানেই এমন হচ্ছে।
কিন্তু ভেতরের পেইজ গুলোতে ইংরেজী থাকায় এমন হচ্ছে না।

সমস্যাই বটে…
Its also very important to select proper keywords.

https://adwords.google.com/select/KeywordToolExternal

গুগলের কিওয়ার্ড টুলসটি বেশ সাহায্য করতে পারে।

হ্যালো শাকিল ভাই। আপনার কাছে আমার একটি জিনিস জানার ছিল। যদি আপনার ইয়াহু ইমেইল এড্রেসটি দিতেন!!

@ ফয়সল ভাই আমার ইয়াহূ আইডি [email protected]

Level 0

শাকিল ভাই,
যদিও আজ মাল্টিবুট ডিভিডি সম্পর্কে একটা টিউন হয়েছে তারপরও আমরা আপনার কাছ থেকে এ সম্পর্কে একটা টিউন দেখতে চাই। আপনি কথা দিয়েছিলেন মাল্টিবুট ডিভিডি সম্পর্কে একটা টিউন করবেন। আশা করি আমাদের নিরাশ করবেন না। ধন্যবাদ।
পলাশ।

Level New

SHAKIL AMAR EKTA BLOG ASE ……….ER AGEY 5/6 BAR DIASABLE HOYSE GOOGLE ADSENSE KORE……AMI SHOPNO DEKHI APNAR MOTO MASHE MASHE GOOGLE ADSENSE ER MADHOME TAKA EARN KORAR……KINTU VAI DISABLE HOBAR KARONE A SETA R POSSIBLE HOSSE NA…… JATE DISABLE NA HOY SETAR KONO SOLUTION JANABEN KI ? SHAKIL VAI AMAR SITE TA PLEASE DEKHBEN : http://captchaentryjob.blogspot.com/

খুব ভাল হয়েছ।ইমেইল করুন শাকিল ভাই।ই-মেইল:[email protected]

Level 0

ধারুন পোষ।ট http://www.alamgers.blogspot.com

Level 0

Ami microworkers.com a account khulasi. kinto kibave kaj korbo bujte parsi na.plz, ameke screenshot saho kaj karer borno na dile khusi hobo.

শাকিল ভাই আমি মামুন খুলনায় থাকি, কুয়েটে পড়ি। আপনি কথায় থাকেন? যদি ঢকায় থাকেন তাহলে আপনার সাথে একদিন মিট করতে চাই। Google adsence, Meta Keyword আর কিছু সরাসরি Tips নিতে চাই।

Level 0

basujon.wordpress.com/ k kora jaba

Level 0

bbasujon.wordpress.com/