XP তে Fax সেটআপ করা

যারা windows xp ব্যবহার করেন তারা শুধুমাত্র একটি Fax modem এর মাধ্যেম কম্পিউটারে Fax এর সুবিধা গ্রহন করতে পারেন। প্রথমে আপনার কম্পিউটারে Fax modem আছে কিনা নিশ্চিত হউন। না থাকেল নতুন Fax modem ( সেটি যে কোন কোম্পানীর হতে পারে।) আপনার কম্পিউটারে সেটআপ করে নিন। এবার Start > Printer and Fax এ ক্লিক করে Printer and Fax window চালু করেন। window এর ডান কোণার কমন টাস্ক মেনু স্লাইড বার হতে Setup Faxing এ ক্লিক করেন। এই অবস্থায়  windows xp এর সেটআট ডিস্ক চাইবে। windows xp এর সিডিটি রমড্রাইভে প্রবেশ করান। কিছুক্ষনের মধেই Fax আইকন দেখা যাবে। এবার Fax আইকনে ডাবল ক্লিক করুন।

welcome Fax configuration window হতে Next এ ক্লিক করুন। Select informatiom  হতে আপনার প্রয়োনীয় তথ্য গুলি টাইপ করে Next এ ক্লিক করুন। অতপর Finish এ ক্লিক করুন। Windows security Alert হতে Unblock  ক্লিক করুন । Fax করার জন্য এবার যে কোন প্রোগাম হতে Print command দিন এবং printer name drop down box হতে Fax select করে OK বাটনে ক্লিক করুন। আর Fax Recive অটোমেটিক ভাবে কল আসেল হয়ে যাবে।

পূর্বে আমার ব্লগ এ প্রকাশিত

Level 0

আমি মাইক্রোকাতার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 63 টি টিউন ও 392 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজের জীবনটাকে নিয়ে প্রতিনিয়ত এক্সপেরিমেন্ট করেছি। কোন কিছুই দীর্ঘায়িত করতে পারি না, একগেয়েমী চলে আসে,তাই কোথাও বেশীদিন স্থির হতে পারি না। কাতারের পাঠ চুকিয়ে বর্তমানে কর্মসূত্রে U.A.E তে । টেকি বিয়ষক লেখা-ঝোকার সাইট-ই সবচেয়ে পছন্দের। মাঝে মাঝে আমি টেকি নিয়ে লেখার দুঃসাহস দেখাই, কখনো ভিন্ন কিছুও লিখতে ইচ্ছে করে, কিন্তু...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আসলে জিনিসটা কাজের কিন্তু সমস্যাটা হল এই জন্যে আমাকে একটা ফ্যাক্স মডেম কিনতে হবে।

এটা করলে কী যে কোন জায়গায় ফ্রি ফ্যাক্স করা যাবে?

Level 0

একটা ফ্যাক্স মেশনি ক্রয় করার চাইতে , একটা মডেম হাজারগুনে সাশ্রয়ী। তাছাড়া এটা দিয়ে আমি আমার রিসিভ করা ফ্যাক্স লোকাল নেটওর্য়াক সবাই শেয়ার করে দিতে পারবো।
শফিউল ভাই , এটা নির্ভর করবে আপনার টেলিফোন অপারেটর এর উপর। দেশে মনে হয় ফ্রীর কোন ব্যবস্থা নাই, কিন্তু কাতারে লোকাল ফ্যাক্স ফ্রী।

Level 0

এটা দিয়ে আমি আমার ফ্যাক্স রিসিভ করা বা পাঠানোর সময় একটি কভার পেজ প্রিন্ট হয় এটা বন্ধ করা যায় কিভাবে ?

Level 0

ফ্যাক্স পাঠানোর আগে কভার পেইজ অপশন টি তুলে দিন।

Level 0

প্রিয় বন্ধু, খুবই ভালো ও কাজের টিউন আপনি শেয়ার করেছেন…… শেয়ার করার জন্ন আপনাকে ধন্নবাদ…