একটা ছোট SEO টিপস এর মাধ্যমে আপনি আপনার ব্লগের উন্নতি করুন এবং প্রচুর ভিজিটর পান।

বন্ধুরা তোমরা সবাই কেমন আছ? আজ অনেক দিন পরে আমি টেকটিউনসে টিউন করলাম। এর আগে আমি মাঝে মাঝেই টিউন করতাম কিন্তু এখন আর সময়ের অভাবে করা হয়ে উঠে না। আর এখন আমি একটু ফ্রি, তা ভাবলাম; এখন থেকে আবার মাঝে মাঝে টিউন করবো।

আচ্ছা আমরা তো আজ কাল সবাই ব্লগ করবার জন্য উঠে পড়ে লেগেছি, আমরা কি জানি যে ব্লগ করার জন্য আমাদেরকে সবার আগে কোন বিষয়টি সম্পর্কে ধারনা থাকতে হবে? হ্যা ঠিকই ধরেছো! SEO বা Search Engine Optimization। আমি বলব; আপনি ব্লগ করতে নামবার আগে ভাল করে আগে "সার্চ ইন্জিন অপটিমাইজেশন" বা "এসইও" শিখুন। আর এই এসইও সম্পর্কে আমার সবচাইতে প্রিয় বন্ধু "Nasir Uddin Shamim" তার  তার নিজেস্ব ইংরেজি ব্লগে এত সুন্দর করে কিছু ব্লগ পোষ্ট লিখেছেন যা আমি অন্য কোন বাঙ্গালী ইংরেজি ব্লগারের ব্লগে পাইনাই। আপনি চাইলে সেই অসাধারন পোষ্ট গুলে পড়ে উপকৃত হতে পারেন। আচ্ছা ঠিক আছে আজ আর কথা বাড়াবো না এবার কাজের কথায় আসি।

সার্চ ইন্জিন অপটিমাইজেশন টিপস:

DeeperCloud
DeeperCloud

প্রথমে google keyword tool থেকে আপনার প্রয়োজনীয় keyword পছন্দ করুন এবার http://www.deeperweb.com এ যান ওখানের search box এ আপনার মূল টি keyword টি দিয়ে search করুন এবার ডান পাশে দেখুন DeeperCloud নামে একটা box আছে। ওখান থেকে আপনি আপনার ব্লগ পোষ্টের লেখার মধ্যে বন্ড tags এবং phrases গুলে ব্যবহার করুন। দেখবেন ভালে ফল পাবেন। এছাড়াও এখানে অন্যান্য box খেকে যেমন: answers search,metrics search,resources search,blogs search ইত্যাদি ব্যবহার করে নতুন নতুন aticles আইডিয়া পেতে পারেন। “ আমি আমার এখন আমার সব পোষ্টগুলোতেই এই tags এবং phrases গুলো ব্যবহার করি এবং ইদানিং অনেক ভিজিটর পাই” আরেকটি কথা আপনি চাইলে deeperweb এর firefox একটি addon রয়েছে সেটিও এখান থেকে ইনস্টল করে ব্যবহার করতে পারেন।

এই ছোট সার্চ ইন্জিন অপটিমাইজেশন টিপসটি পূর্বেই আমি আমার ব্লগে প্রকাশ করেছিলাম। [http://markbiplob.com/seo-tips.html]

আমাকে ফেসবুকে অখবা টুইটারে ফলো করুন । আমার ব্লগের পোষ্টগুলোর নিয়মিত আপডেট পেতে [http://markbiplob.com]   চোখ  রাখুন।

ধন্যবাদ সবাইকে...

Level 0

আমি মার্ক বিপ্লব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 180 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার ভাললাগে নতুন কিছু জানতে আর জানাতে।আমি খুব একরোখা স্বাধীন ভাবে চলতেই বেশি ভালো লাগে।গান আর কম্পিউটার এই দুইটিই আমার বেচে থাকার সম্বল মাঝে মাঝে গলা ছেড়ে গান করি।স্বপ্ন দেখি নতুন দিনের আর নতুন কিছু আবিস্কার করার। আমাকে ফেসবুকে অখবা টুইটারে ফলো করুন । আমার ব্লগের পোষ্টগুলোর নিয়মিত আপডেট পেতে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

vala hoise …

Level 2

Thanx

আরও বিষদ বিবরণ হলে বুঝতে সুবিধা হতো। ধন্যবাদ।

নিয়মিত টিউন চাই মার্ক। ধন্যবাদ। তবে ব্যাপারটা আগেই জানতাম আমি।

নিয়মিত টিউন করুন… আপনার জ্ঞান অন্যদের মাঝে ছড়িয়ে দিন… নিজেও প্রশান্তি পাবেন, অন্যেরাও উপকৃত হবে… ধন্যবাদ টিউনের জন্যে…

Level 0

ধন্যবাদ। ভাই, আমি আমার সাইট url সাবমিট করেচি google এ। কিন্তু সার্চ দিলে আসেনা। আমাকে হেল্প করলে কৃতজ্ঞ থাকবো।আমি কিভাবে আমার সাইট টি গুগল সার্চ এ আনতে পারি?আমি এ বেপারে একদন নতুন। টিটি থেকে হেল্প নিয়ে সাইট তা বানালাম।