MS Word 2007/2010 দিয়েই তৈরি করুন Bookmark সম্পন্ন PDF ফাইল

ইতিপূর্বে আমি দেখিয়েছিলাম কীভাবে MS Word থেকে Word ফাইলকে PDF ফাইলে রূপান্তর করতে হয়। আজ দেখাব কীভাবে MS Word এর সাহায্যে Bookmark সম্পন্ন PDF ফাইল তৈরি করতে হয়। যারা PDF ফরম্যাটে অধ্যায়ভিত্তিক বই তৈরি করতে চান তাদের জন্য এ টিউন উপকারে আসবে আশা করি।

 

 

  • প্রথমে আপনার কাঙ্ক্ষিত Word ফাইলটি Open করুন এবং এক এক করে শিরোনামগুলো সিলেক্ট করে Heading 1 সিলেক্ট করুন অথবা Ctrl+Alt+1 প্রেস করুন।

 

  • যদি কোনো উপশিরোনাম থাকে তাহলে যথাক্রমে Heading 2 ( Ctrl+Alt+2 ) এবং Heading 3 (Ctrl+Alt+3 ) সিলেক্ট করুন।

  • শিরোনাম ও উপশিরোনামগুলোকে ভালোমত বুঝানোর জন্য Change Style অপশনটি ব্যবহার করতে পারেন। এ ব্যাপারে আমি বিস্তারিত বললাম না, আপনারা সহজেই বুঝবেন।

 

  • যদি সূচিপত্র দিতে চান তাহলে Word ফাইলটির একেবারে শুরুতে মাউস রাখুন এবং References ট্যাব থেকে Table of Contents অপশনটির মাধ্যমে সুচিপত্র যোগ করুন।

 

  • এবার Word ফাইলটিকে PDF ফরম্যাটে Save করার পালা যা আমি পূর্বের টিউনেই দেখিয়েছি। শুধুমাত্র শেষ ধাপটি একটু ভিন্ন হবে। এ ক্ষেত্রে Publish as PDF or XPS উইন্ডোর Options… এ Create Bookmark using: অপশনটি Mark করে Publish করুন।

ব্যস, হয়ে গেল।

ধন্যবাদ।

Level 0

আমি তাহমিদুল ইসলাম তন্ময়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 492 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

শেয়ার করার জন্য ধন্যবাদ

অনেকদিন পর তোর টিউন দেখলাম। ব্যস্ত নাকি? 8)
ভাল হৈছে। :mrgreen:
কিপিটাপ……… 🙂
ধইন্যাপাতা ল। 😀

দোস্ত, আউটলুকটা চ্রম তয় তর ব্লগ ভিসিটরগো একটা কইরা ম্যাগনিফাইং গেলাস ধরাইয়া দিস; ছবি পরিষ্কার দেখার জন্য।

কিভাবে MSWORD এর ফাইলকে PDF ফাইল এ ট্রান্সফার করতে হয়?

আপনার ঐ টিউনটার LINK টা দিবেন প্লিজ।

তন্ময় ভাই খুবই , সুন্দর টিউন , কাজে লাগবে ।
অফ টপিক -আপনাদের মিজিক আয়ালবাম টা কালেকশনে রাখলাম । আমার তো দারুন লেগেছে ।
ভাই গানের লিড ভয়েস টা কার ?

    @অপু.পশ্চিমবাংলা: ধন্যবাদ 🙂

    গানটা একজন শিল্পীর, নাম রুমি। আমরা জাস্ট ঐ গানটা নিয়ে নিজেরা নিজেরা মিউজিক ভিডিও বানাইছি। শিল্পীর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই 😛

তোর মিউজিক অ্যালবাম বাইর হৈল কবে?? 😮
আমারে কইলি নাতো!!?!?!?

Level 0

ভাল লাগলো। শেয়ার করার জন্য ধন্যবাদ।

উন্মাদ তন্ময়, আমি আপনার কাছে একটি প্রশ্ন করব আশা করি উত্তর দিবেন।
আপনি যে পদ্ধতিটার কথা বললেন এই নিয়মে Bookmark সম্পন্ন PDF ফাইল তৈরি করলাম। এই পদ্ধতি কোন Contents এর Headlineএ ক্লিক করলে নিদিষ্ট জায়গায় কার্সর যায় ঠিক আছে। কিন্তু আমি একটি পিডিএফ ফাইল দেখেছিলাম যাহার Contents এর Headlineএ একবার ক্লিক করলে নিদিষ্ট জায়গায় কার্সর যায় আবার Headlineএ ক্লিক করলে Contents এর নিদিষ্ট জায়গায় কার্সর ফিরে আসে। এইরকম করা যাবে কিনা আপনার এই পদ্ধতিতে জানাবেন।

    @ওহাব: আপনি যেরকম বললেন ওরকম পিডিএফ আমি এখনো দেখিনি। যদি ওরকম পিডিএফ বানানো্র কৌশল দেখি, তাহলে আমি অবশ্যি আপনাকে জানাবো