হার্ড ডিস্কের ব্যাড সেকটর রিপেয়ার

অনেক সময় হার্ডডিস্কে ব্যাড সেকটর পড়ে। ব্যাড সেকটর হলো কিছু মেমোরি নষ্ট হয়ে যাওয়া।অর্থাৎ হার্ডডিস্কের যেখানে ব্যাড সেকটর পড়ে, সেখানে কোনো তথ্য সংরক্ষিত হয় না।
হার্ড ডিস্কের মেমোরির যে অংশটুকু দীর্ঘ সময় ধরে ফাঁকা বা অব্যবহ্রত থাকে, সেখানে ব্যাড সেকটর পড়ে।তাছাড়া পিসি চলতে চলতে হটাৎ বিদুৎ চলে গেলে হার্ড ডিস্কে ব্যাড সেকটর পরতে পারে
তাই ইউপিএস ব্যবহার করা উচিত আর হার্ডডিস্ক মাঝে মাঝে ডিফ্রাগমেন্ট করা উচিত।
আসুন এবার ব্যাড সেকটর কিভাবে রিপেয়ার করবেন তা জেনে নেই
প্রথমে এই লিঙ্ক থেকে
http://download1806.mediafire.com/ai5azcb17ijg/7vcc2vjdy2fc3nd/HDD+Regenerator+2011.zip
HDD Regenerator 2011.zip ফাইলটি নামান এবং আনজিপ করুন
hr2011 ফাইলটি ইন্সটল করুন






Launch the program থেকে টিক উঠিয়ে দিয়ে ফিনিস করুন। প্রোগ্রামটি রান করবেন না

এবার HDD Regenerator.exe এবং hddreg.exe ফাইল দুটি কপি করে C:\Program Files\HDD Regenerator
ফোল্ডারে কপি এন্ড রিপ্লেস করুন



এবার HDD Regenerator ফাইলটি রান করুন। দেখুন রেজিষ্টার্ড ভার্সন হয়ে গেছে

যদি বুটেবল সিডি তৈরী করতে চান তাহলে Bootable CD / DVD তে ক্লিক করুন। পেনড্রাইভ দিয়ে না করাই উত্তম কারন পেনড্রাইভ দিয়ে করতে গিয়ে আমার পেনড্রাইভ সমস্যা করেছিল

সিডি সিলেকট করুন

ব্রান সিডি সিলেকট করুন

তৈরী হয়ে গেল বুটেবল সিডি
আর যারা সিডি তৈরী করতে পারেন নাই তারা চিন্তা করবেন না
Click here to repair physical bad sectors on damaged drive surface directly under windows
 (XP/Vista/7) এ ক্লিক করুন

হার্ড ডিস্কটি সিলেকট করে Start Process এ ক্লিক করুন

Enter Choice  এ 1 দিয়ে এন্টার করুন

আবার Enter Choice  এ 2 দিয়ে এন্টার করুন

বাস কাজ শুরু হয়ে গেছে। এবার আপনি প্রায় এক ঘন্টার একটা ঘুম দিয়ে আসুন

দেখুন স্কেন এর বিভিন্ন ধাপ



কাজ শেষ। এখন ক্লোজ করার জন্য যেকোন একটা কি প্রেস করুন

উপভোগ করুন একটি সুস্থসবল হার্ড ডিস্ক

Level 0

আমি নুরমোহাম্মদ ভুইয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 602 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জীবনে অনেক হেরেছি, কিন্তু কখন হারতে শিখিনি http://www.facebook.com/jadobd


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thanks… Nice Tune…

আমার অনেক দরকার ছিল ।অনেক উপকার করলেন ভাই।

Level 0

daaaarruuun tune, erokom tune aarooo chai,, u r welcome

Level 0

দারুন টিউন কাজে লাগবে

কাজে লেগেছে। ধন্যবাদ শেয়ার করার জন্য। প্রিয়তে রেখে দিলাম।

Nice tunes bro thanks.প্রিয়তে রেখে দিলাম।

hi nurmohammad bhai, amar pc tay xp setup dile bad sector dekhay tokhon ami ki korbo.

    @Mohammad Arif:আপনার ভাল হয় আপনি সিডি ব্রান করে বুটেবল সিডি দিয়া স্কান সিন আশা করি ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ

    Bhalo, but amar pc te cd writable na ami ki pen drive diye korte parbo. ar ata a software diye ki pendrive bootable kore xp set up deya jabe.
    Thanks

Level 2

খুব ভালো লাগলো

Level 0

খুবই কাজের জিনিস, আপনাকে ধন্যবাদ দিলেও কম হয়। তারউপর আবার কি দিছেন।ভঅল থাকবেন।

Level 0

Darun ekta software. Thanks for the nice tune.

Amar ekta portable Harddisk ache, jeta bad sector pore nosto hoye geche. eai software ta diye scan kora suru korlam, but 48 hours ektana scan korar por jokhon dekhlam matro 1% scan hoyeche tokhon dhorjo haralam.

Noor bhai any idea how to resolve the problem

    @polash365: পলাশ আপনার হার্ড ডিস্কের অবস্থা খুবি খরাপ বুজতে পারছি।আপনার জন্য সবচেয়ে ভাল সুলুশন হল বুটেবল সিডি দিয়ে স্কান দিন তবে তার আগে হার্ড ডিস্ক NTFS এ ফরমেট করে একটি ড্রাইভ করে নিন।আমারটারো ভাই অবস্থা খুব খারাপ ছিলো পরে NTFS এ ফরমেট করে একটি ড্রাইভ করে দিছি তারাতারি হয়ে গেছে

    @DIBAKOR: টেকটিউনস বিজ্জাপনের জায়গা না নীতিমালা পড়ে নিন https://www.techtunes.io/terms/
    ১.১৪ কোন রকমের এ্যাডসেন্স বা এফিলিয়েট জাতীয় এ্যাড ও লিংক এবং এফিলিয়েট লিংক দিয়ে করা সর্টলিংক (Short Link) দিয়ে টিউন করা যাবে না।
    ১.১৫ টিউনে এমন কোন লিংক, সাইট ও ব্লগের ঠিকানা ও লিংক ব্যবহার করা যাবে না যাতে এফিলিয়েট জাতীয় এ্যাড ও লিংক বা এফিলিয়েট ফাইল হোস্টের লিংক অবস্থান করে।
    ১.১৬ রেভিনিউ, পয়েন্ট বাড়ানোর উদ্দেশ্যে টিউনে কোন প্রকার এফিলিয়েট ফাইল হোস্টের লিংক, এফিলিয়েট ফাইল হোস্টের লিংক দিয়ে করা সর্টলিংক (Short Link) ব্যবহার করা যাবে না। এধরনের অন্যান্য এফিলিয়েট ফাইল হোস্ট ব্যবহার করা যাবে না। সফটওয়্যার, গেমস বা অন্য যে কোন কিছু রিভিউ এর ক্ষেত্রে এর মূল প্রোডাক্ট পেইজের লিংক দিন। আর তা সম্ভব না হলে নন-এফিলিয়েট ফাইল হোস্টিং ব্যবহার করুন। শুধুমাত্র টেকটিউনস বান্ধব ‘নন-অ্যাফিলিয়েট ফাইল হোস্ট’ ও ‘নন-অ্যাফিলিয়েট লিংক ও সর্টলিংক’ ব্যবহার করুন। টেকটিউনস বান্ধব ও টেকটিউনস নিষিদ্ধ ফাইল হোস্ট, লিংক ও সর্টলিংক এর পূর্ণ তালিকা এখান থেকে দেখে নিন।
    ১.১৭ রেভিনিউ, পয়েন্ট বাড়ানোর উদ্দেশ্যে টিউনে কোন প্রকার অ্যাফিলিয়েট লিংক, ইউআরএল শর্টেনার বা সর্টলিংক (Short Link) ব্যবহার করা যাবে না। শুধুমাত্র টেকটিউনস বান্ধব ‘নন-অ্যাফিলিয়েট ফাইল হোস্ট’ ও ‘নন-অ্যাফিলিয়েট লিংক ও সর্টলিংক’ ব্যবহার করুন। টেকটিউনস বান্ধব ও টেকটিউনস নিষিদ্ধ ফাইল হোস্ট, লিংক ও সর্টলিংক এর পূর্ণ তালিকা এখান থেকে দেখে নিন।

Level 0

ভাইরে এটাই এতদিন খুজতেছিলাম

Level New

ভাই আমার HDD তে একটা মাত্র ব্যাড সেক্টর আছে। আপনি যে ভাবে বলেছেন সেভাবেই আমি কাজ করেছি কিন্তু কাজ হয়নি।

Level 0

নুরমোহাম্মদ ভুইয়া-ভাই কে অসংখ ধন্যবাদ এই খুবই দরকারি টিউনের জন্য । আমি YouTube এর ভিডিও Tutorial দেখে এই HDD Regenerator এবং Parted Magic এর Badblocks সম্পর্কে জানতে পারি । আমি Badblocks দিয়ে চেষ্টা করেছিলাম । প্রায় ৩০ ঘন্টা সময় নিয়া মাত্র ১৮% কমপ্লিট হবার পর কারেন্ট চলে যায় । এর পর আর চেষ্টা করিনি তবে HDD Regenerator software টি যোগার করে বুটেবল CD তৈরী করে রেখেছিলাম । কিন্তু Badblocks অভিজ্ঞতার পর HDD Regenerator দিয়ে কোনো কাজ হবে কিনা সন্দেহ ছিলো । তবে আপনার টিউন দেখার পর মনেহয় শেষবারের মতো চেষ্টা করবো …দেখি কিছু হয় কিনা ?
আরেকটা প্রশ্ন: অনেকে বলেন HDD Physically Damage হলে software দিয়ে repair করা যায়না-এটা কি সত্য ? তাহলে HDD Regenerator দিয়ে কিভাবে সম্ভব??

HDD Physically Damage হলে software দিয়ে repair করা যায়না কথাটা সত্য।বুটেবল সিডি দিয়ে ট্রাই করুন কাজ তারাতারি হবে ভাল থাকবেন

Level 0

ভাই আমি WIN 7 এ চেষ্টা করলাম কিন্তু ফাইল দুটি রিপেলেস করার পর HDD REGENARATOR ওপেন হয় না। রিপেলেস না করলে ওপেন হয়। একটু সাহায্য করেন প্লিজ

Vai ami soft download dite partesina valo ekta link den