যেভাবে বানাবেন ভিডিও টিউটোরিয়াল !!! মিডিয়াফায়ার লিঙ্কসহ সফটওয়ার

বিসমিল্লাহির রহমানির রহিম

আসসলামুয়ালাইকুম,সবাই কেমন আছেন ? আমি আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালই আছি । কথা আর না বাড়িয়ে চলুন শুরু করি আমার আজকের টিউন । আর এর বিষয় হলো ভিডিও টিউটোরিয়াল ।

ভিডিও টিউটোরিয়াল বানাবেন কেনোঃ

অনেকেই ইউটিউব সহ অন্যান্য ওয়েবসাইটে নানা ধরণের ভিডিও টিউটোরিয়াল দেখে থাকেন । সেগুলো অবশ্যই উপকারী । কারণ পড়ে শেখার চেয়ে বাস্তব দেখে দেখে শিখাই শ্রেয়,কেননা এতে জিনিসটি সহজেই আপনার আমার সকলেরই মনে ঢুকে যায় । আর এইটাই ডিজিটাল শিক্ষা প্রদ্ধতি ।

কিন্তু জানেন কি একটু চেস্টা করলে আপনিও বানাতে পারেন এই ভিডিও টিউটোরিয়াল । এতে আপনারা নিজেদের টিউটোরিয়াল শেয়ার করতে পারবেন ইউটিউবে । ফলে টিউটোরিয়ালগুলো পাবে আরো বিচিত্রতা ।

যা দিয়ে বানাবেন ভিডিও টিউটোরিয়ালঃ

ভিডিও টিউটোরিয়াল বানানোর অনেক সফটওয়ার আছে । তার মধ্যে আমার কাছে সুপার স্ক্রিন রেকোর্ডারটাই সবচেয়ে ভালো মনে হয়। জিলসফট প্রডাক্টশন এর বানানো এই সফটওয়ার পারে ভিডিও টিউটোরিয়াল বানানোর দায়িত্ব নিতে । এছাড়াও আর অনেক সফটওয়ার আছে এ কাজ করার জন্য । আর এ কাজ করার জন্য ব্যবহার করতে পারেন Zeallsoft Super Screen Recorder  যার আসল মূল্য $69.95 যা বাংলাদেশি টাকায় প্রায় ৬০০০ টাকা  

কেনো ব্যাবহার করবেন Zeallsoft Super Screen Recorder v4 :

এটি সবচেয়ে সরল ভার্সন । সবাইকে তাই এটি ব্যবহার করার পরামর্শ দেওয়া হলো । সফটওয়ারটির কাজ খুব সহজ । যারা কম্পিউটারের Copy-Past করার যোগ্যতা রাখেন তারাও পারবেন এর কাজ ।এতে আপনারা সেট করতে পারবেন আপনাদের পছন্দমত কি-বোর্ড সর্টকাট ।

ব্যাবহার করতে পারেন Zeallsoft Super Screen Recorder v4.2  ও :

 তেমন কোন বিশেষ পার্থক্য নেই । শুধু আপিয়ারেন্স ভিন্ন । তাছাড়া নতুন ভার্সন বলে আডভান্স কিছু যুক্ত রয়েছে ।

মিডিয়াফায়ার আনলক কোডঃ          andystonecold

ব্যাবহার করতে পারেন Zeallsoft Super Screen Recorder v4.3  ও :

এটি এই সফটওয়ারের লেটেস্ট ভার্সন । এটিকে আমার কাছে ইউসার ফ্রেন্ডলি মনে হলো না । তাই এটা সম্পর্কে আর কিছু লিখলাম না ।

যেভাবে ডাউনলোড করবেন সফটওয়ারটিঃ

সফটওয়ারটির v4 ভার্সনটি ডাউনলোড দেওয়ায় কোন খটকা নেই ।কিন্তু  v4.2 ভার্সনে একটু খটকা আছে । আর তা হলো এটি মিডিয়াফায়ার থেকে ডাউনলোড দিতে হলে আনলক কোডটি দিয়ে প্রথমে ফাইলটিকে আনলক করতে হবে ।নতুদের জন্যই মূলত এটি পয়েন্ট আকারে দেয়া হলো ।

 

টিপসঃ

এইভাবে তো আপনি ভিডিও ক্যাপচার করতে পারবেন । কিন্তু আপনি যদি আপনার কম্পিউটারের স্ক্রিন্সট নিতে চান তাহলে কি করবেন । যারা উইন্ডোজ ৭ ব্যবহার করেন তারা      Al Programs> Accessories >Sniping Tool                              এর মাধ্যমে এ কাজটি করতে পারবেন । কিন্তু যেকোন উইন্ডোজে স্ক্রিণসট তুলতে আপনি ব্যবহার করবেন আপনার কি-বোর্ডের Print Screen Sys Rq এই সুইচটি চেপে   Accessories থেকে Paint                   বের করে Clt V চাপবেন । তা যদি না করতে চান তাহলে Zeallsoft Super Screen Recorder v4.2/v4.3  ব্যবহার করতে পারেন ।

বিঃদ্রঃ পোস্টটা যথাসম্ভব ছোট করার চেষ্টা করেছি যাতে পাঠক পড়তে পড়তে ঘুমিয়ে না যান । তাই কোন জিনিস না ভুঝলে নিচের লিঙ্কে যোগাযোগ করুন ।

 মোঃ আসেফ হাবীব তিসাদ  

Level New

আমি মোঃ আসেফ হাবীব তিসাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 325 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই, Zeallsoft Super Screen Recorder v4.3 এর ডাউনলোড লিঙ্কটা দেন(ক্র্যাক/প্যাচ/সিরিয়াল কী সহ)। ইউজার ফ্রেন্ডলি হোক আর না হোক, লেটেস্ট জিনিস ব্যাবহার করার মজাই আলাদা।

দূর মিয়া । patch crace কই ???

এইটা ভাল লাগে নাই। মাউস মুভমেন্টের উপরে বেসিস করে টিউটোরিয়াল বানাতে গেলে ঝামেলা করে ফেলে। তাছাড়া রেকর্ডিংএ অনেক বেশি নয়েজ নেয়, যা অন্য নরমাল সফটওয়্যারে নেয় না।

Level 2

এটা কি ফ্রি ?

Level 2

লিঙ্ক এ ফাইল ডিলিট দেখায় ?????