Google SketchUp এর পাঠশালা [পর্ব-০৩] :: 2D Drawing

টিউন বিভাগ গুগল
প্রকাশিত
প্রিয় টেকটিউনবাসি, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে  Google SketchUp এ কিভাবে 2D Drawing করা যায়।
শুরুতেই বলে রাখি আমার এই টিউটোরিয়ালটা লেখার ইচ্ছা ছিলো ৬ষ্ঠ বা ৭ম পর্বে। কিন্তু পরে মনে হলো প্রথমেই যদি Theory কপচাই তাহলে সবাই অতিষ্ঠ হয়ে উঠবে তাই ঠিক করলাম কাজ শেখাতে শেখাতে মাঝে মাঝে Theory শেখানো যাবে। তো এখন থেকে এই পদ্ধতিতে টিউন করব।
 Google SketchUp এর মূলকথা হলো প্রথমে ড্রয়িং করে তার থেকে মডেল বানানো। তাই Google SketchUp ভালো করে শিখতে হলে প্রথমেই ভালো করে ড্রয়িং করা শিখতে হবে। এখানে একটা কথা বলে রাখি ভাল মডেল তৈরি করতে গেলে প্রথমেই দেখতে হবে একটা বস্তুকে কিভাবে একটা 2D ড্রয়িং থেকে বের করে আনা যায়।মনে করা যাক আমরা একটা গ্লাস বানাবো, এর জন্য প্রথমেই চিন্তা করতে হবে  কিভাবে একটি গ্লাস এর জন্য আমরা ড্রয়িং করব , ড্রয়িং কথা থেকে শুরু করব......... ইত্যাদি।
এ ড্রয়িং করার জন্য ৬টা টুলস আছে। এগুলো হলো-
         Rectangle Tool
        Line Tool
         Circle Tool
        Arc Tool
         Polygon Tool
         Freehand Tool
নীচে প্রত্যেকটা নিয়ে আলোচনা করা হলো।

Rectangle Tool

প্রথমেই আমরা আসি  Rectangle  টুল নিয়ে, নাম শুনে বুঝতেই পারছেন এটা দিয়ে চতুর্ভুজ (আসলে আয়তক্ষেত্র) আকা হয় প্রথমে Rectangle এর আইকনে ক্লিক করুন তারপর আঁকা শুরু করুন। খুবই সহজ প্রথমে ক্লিক করুন যেকোন স্পেসে, তারপর মাউস পয়েন্টার সরিয়ে অন্য জায়গায় নিয়ে যান এবার আবার ক্লিক করুন। ব্যস আপনার  Rectangle  তৈরি। এখানে লক্ষ্য করবেন আপনি যখন  Rectangle  কে শেপ দিচ্ছেন তখন নিচে একটি বক্সে আপনার  Rectangle  এর ডাইমেনশন (দৈর্ঘ্য,প্রস্থ) দেখাচ্ছে।

লক্ষ্য করলে দেখবেন যখন আপনি Square বানাতে চান তখন এটা চিত্রের মতো কর্ণ show করে আর এটা বর্গ তৈরি হয়।

যখন আপনি চিত্রের মত Square শেপ আনেন তাহলে আবার এটা কর্ণ show করে আর এটা তখন গোল্ডেন রেশিও এর  Rectangle  হয়।
কিন্তু আপনার যদি নির্দিষ্ট Dimension এর  Rectangle  লাগে তাহলে আপনি কি করবেন? মনে করেন আপনার ১০ ফুট বাই ২০ ফুট একটি  Rectangle  দরকার কি করবেন? খুব সহজ চিত্রের মত Dimension বক্স এ 10',20' লিখুন। বলেনতো এইটা লিখতে হবে কখন  Rectangle  আকার পরে নাকি  Rectangle  আঁকার মাঝে। আসলে যেকোন সময় লিখলেই হয়।
আপনি যদি শুধু প্রস্থ পরিবরতন করতে চান তাহলে চিত্রের মত লিখুন। অর্থাৎ প্রথমে শুধু কমা তারপর প্রস্থের যে ভ33লু চান সেটা।
বিঃদ্রঃ আপনি যদি ফুট সাইন (') না দেন তাহলে সেটা ২২ ইঞ্চি ধরবে। আচ্ছা যদি আমি সেন্টিমিটার এর

Polygon Tool

পরবর্তী টুল হলো Polygon (বহুভুজ) প্রথমে Polygon আইকনে ক্লিক করুন এবার দেখবেন নিচে side বক্স আসছে এইখানে আপনি যে মান দিবেন আপনি ততভুজ আঁকতে পারবেন। যেমন ৩ দিলে ত্রিভুজ, ৪ দিলে চতুর্ভুজ, ৫ দিলে পঞ্চভুজ, ৬ দিলে ষড়ভুজ ইত্যাদি।
এর পরে বক্সে Radius এর মান চায়।  Radius  মানে বহুভুজটি যে পরিবৃত্তের ব্যসার্ধ তার মান। নিচের চিত্র দ্রষ্টব্য।

Circle Tool

এবারের টুল হল  Circle  টুল।এটা প্রায়  Polygon  টুল এর মত বলতে গেলে কোন পার্থক্য নাই।এই টুল দিয়ে আপনি বৃত্ত আঁকতে পারবেন। প্রথম প্যারামিটার সাইড এর সংখ্যা যতবেশী হয় বৃত্ত তত স্মুথ হবে। আর রেডিয়াস হল ব্যসার্ধ।
Radious এর বক্স।
Side এর বক্স।
বৃত্ত আঁকা হয়ে গেলেও আপনি যদি চিত্রের মত ইনপুট দেন তাহলে সাইড এর সংখ্যা পরিবর্তন করতে পারবেন।
১২ সাইড এর বৃত্ত। খুব বেশি স্মুথ না।
২৪ সাইড এর বৃত্ত। মোটামূটি স্মুথ।
৪৮ সাইড এর বৃত্ত। খুব সুন্দর স্মুথ।

Arc Tool

তারপরের টুল হল Arc টুল। এটা দিয়ে বৃত্তচাপ আঁকা যায়। এর দুইটা প্যারামিটার, Length আর Bulge।  Length  মানে হল বৃত্তচাপের দৈর্ঘ্য। নিচের ছবিতে নীল লাইনটা হল বৃত্তচাপের Length ।

Arc টুল এর অন্য প্যারামিটার হলো  Bulge । এর মানে হলো বৃত্তচাপের দৈর্ঘ্য হতে বৃত্তচাপের উপর সর্বোচ্চ লম্ব দূরত্ব। নিচের ছবিতে নীল লাইনটা হল  Bulge  ।

Freehand Tool

পরের টুল হলো Freehand টুল। নাম শুনেই বোঝা যায় এই টুল দিয়ে মনের মাধুরী মিশিয়ে আঁকাআঁকি করতে হয়। সো মাউস নিয়ে লেগে পড়ুন।

Line Tool

আর শেষের টুল হলো ২২ টুল। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ টুল। এটা দিয়ে আমরা লাইন ড্র করতে পারি। এই টুল ব্যবহারের মাত্র একটা প্যারামিটার। এটা হল লেন্থ। আপনি যদি ১ ফুট দৈর্ঘের লাইন আঁকতে চান তাহলে প্রথমে start point সিলেক্ট করুন তারপরে যেদিকে লাইন আঁকতে চান সেদিকে মাউস পয়েন্টার নিয়ে যান তারপরে ১২ অথবা ১' লিখে এন্টার চাপুন।

এটা আমার টিউটোরিয়াল সাইট। সাইটে ঘুরে এসে মন্তব্য করলে খুব খুশি হব।

আমার টিউন কেমন লাগলো তা জানাতে ভুলবেন না কিন্তু এবং যেকোন সমস্যা থাকলে প্লিজ জানাবেন। কোন ভুল করে থাকলে সরি। টিউন তা কিভাবে আরো ভালো করা যায় তা জানাতে ভুলবেন না।

Level 0

আমি তন্ময়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

চরম টিউন, নতুন করে আবার শেখা হচ্ছে :mrgreen:

খুবই ভালো একটি টিউন…
ধন্যবাদ…
পরের টিউন টি কবে পাচ্ছি???

Level 0

thanx dia choto korte chaina

এইটাই চাইসি ২ডি দিয়াই শুরু করবার চাই 😀 ধইন্না

প্রিয় টিউনার,

আপনাকে এই চেইনটি চলমান করার জন্য অনুরোধ করা গেল। দয়া করে আপনার চেইন টিউনটি নতুন পর্ব যুক্ত করুন এবং নিয়মিত আপডেট করুন। ধন্যবাদ।