ওরাকল ডেটাবেস টিউটোরিয়াল [পর্ব-০১] :: Database কে সাথে নিয়ে চলা?

Bismilla Hir Rahmanir Rahim,

আজকে আমি আপনাদের   সম্মন্ধে বলব। এই  নতুনদের জন্য। আমি নিজে ও কম জানা লোক।

আজকের দুনিয়াতে Database খুবই গুরুত্ব পুন বিষয়।  একটা company যত বড় তার Database ও তত বড়।

আজকের দুনিয়া কাঁপানো নাম Facebook, Google, Yahoo থেকে শুরু করে বেক্তিগত পর্যায়ে Database প্রয়োজন।

Database কি?

Database হচ্ছে Data'র সগ্রহশালা। যেখানে Data জমা থাকে। যেমন Oracle, IBM DB.

DBMS কি?

একটা software System যেটা আমাদের বিভিন্ন application এর জন্য Database তৈরি ও পরিচালনা করতে সুবিধা দেয়।

DBMS System কি?

DBMS Software এর সাথে data এবং   application Software ।

আমারা theory তে যাব না। আমারা প্রথম topic(Database-Oracle 10g) টার উপর সামনে আগাব।

Why Oracle?

  • Oracle zero % data loss.
  • User friendly
  • Oracle যেকোন Flatform এ সম্বব // Window, Linux

Facebook, Google, Yahoo ...... সবাই backup server এর জন্য Oracle use করে।

আজকে এ পর্যন্ত। পরে Oracle 10g নিয়ে হাজির হব ইনশাআল্লাহ।

আমার এ অল্প চেষ্টা ভুল ত্রুটির জন্য ক্ষমা।

Level 0

আমি আমিমুল ইহসান শাকিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Student


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

খুবই ছোট টিউন। ডাটাবেস বিশাল পাঠ্য। দয়া করে বেশি করে লিখবেন। ধন্যবাদ।

None Stop Write Tune.

Level 0

এমন টিউনি চাচ্ছিলাম। ধন্যবাদ, পরবর্তী টিউনের আশায় রইলাম

ফেসবুক,টুইটার No-Sql নামে ডাটাবেজ ব্যবহার করে

ধন্যবাদ, পরবর্তী টিউনের অপেক্ষায় রইলাম

Excellent! Go ahead. Many many thanks and waiting for next tune.