খুব সহজ এবং নিরাপদে পুরো ফোল্ডার Hide করুন CMD এর মাধ্যমে

আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লহ।

আমার  পক্ষ টেকি'র সকল ব্যবহারকারীদের  কে জানাই আন্তরিক ভালোবাসা।

 

আজ আমি আপনাদের একটি অতি পুরোনো তবে খুবই কার্যকর একটি পদ্ধতিতে আপনার কমপিউটার এর যেকোন Folder হাইড করার পদ্ধতি শেখাবো।এখানে Folder Hide করার জন্যে আমরা CMD (Windows Command Prompt) এর সাহায্য নিবো।এই ধরণের পোস্ট আগে হয়ে থাকলে আমাকে মাফ করবেন।আর তাছারা এটা একদম এ নতুন কম্পিউটার ব্যবহারকারীদের জন্যে সহায়ক একটি টিউন তবে অভিজ্ঞদেরও কাজে লেগেও যেতে পারে  :mrgreen:

আসুন আগে জেনে নেই এই পদ্ধতির সুবিধাবলীঃ

  • কোনো অতিরিক্ত সফটওয়্যার ব্যবহার করা লাগবেনা।
  • এটি উইন্ডোজ এর একটি কমান্ড ব্যবহার করে করা হবে।
  • আপনার ফাইল থাকবে ঝামেলামুক্ত ও নিরাপদ।
  • বিপরীত কমান্ড ব্যতীত কোনোভাবেই একে ফিরিয়ে আনা যাবেনা যা আপনার ফাইল এর সর্বোচ্চ নিরাপত্তা দেবে।
  • এই পদ্ধতির অসুবিধাবলীঃ
  • কোড ভুলে গেলে Folder ফিরিয়ে আনতে পারবেন না।

আসুন শুরু করি...

১ম ধাপ- Start মেনুতে গিয়ে Run এ প্রবেশ করুন

অথবা Windows Button+R চাপুন

অথবা Start মেনুতে গিয়ে Run লিখে Search দিয়ে Run ওপেন করুন।

২য় ধাপ- তারপর Run Box-এ CMD টাইপ করুন এবং Enter চাপুন।

৩য় ধাপ- CMD লিখে Enter চাপলে নিচের মত Window আসবে=

৪র্থ ধাপ- এই ধাপটি মনোযোগ সহকারে দেখুন।এই কালো বক্সে এই কোডটি লিখুনঃ

attrib +h +s D:/foldername লিখুন এবং Enter চাপুন

এখানে লক্ষ্য করুন D:/ হচ্ছে আপনার Drive

আপনি আপনার যে Drive এর Folder হাইড করতে চান সে Drive এর Letter বসান এবং Foldername এর স্থলে আপনি যে Folder লক করতে চান সেই Folder এর নাম হুবুহু লিখুন।

যেমনঃ

Attrib +h +s E:/Music

আমি এখানে আমার E Drive এর Music Folder টি লিখেছিঃ

কোড লিখে Enter চাপুন।সঠিকভাবে কাজটি করে থাকলে আপনার কাঙ্ক্ষিত Folder টি Hide হয়ে যাবে।

৫ম ধাপ- Hide হওয়া Folder কে আবার Show করতে আগের কোড এর প্লাস (+) এর যায়গায় শুধু মাইনাস (-) বসিয়ে Enter দিলেই হবে।

যেমনঃ

attrib -h -s D:/foldername

নিচের Screenshot টি দেখুনঃ

আশা করি কাজটি আপনি সফলভাবে সম্পন্ন করেছেন এবং Folder Hide করার পদ্ধতিটি শিখে ফেলেছেন।

এরোকম আরো মজার মজার Tools ও Tips পেতে LifeNews24 এর সাথে থাকুন।

ধন্যবাদ

আমাকে ফেসবুকে পেতেঃ  সৈয়দ সাঈদুর রহমান

প্রথম প্রকাশঃ নিরাপদে ফোল্ডার HIDE করুন

Level 2

আমি সৈয়দ সাঈদুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি টেকি এর একজন নিয়মিত পাঠক।তবে মাঝে মধ্যে ইন্টারেস্টিং বিষয় নিয়ে টিউন করার চ্রেস্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

windows reinstall দিলে ফোল্ডারটি হাইড থাকবে কি? যদি হাইড না থাকে তাহলে এই টিউনের —–।windows reinstall দিলে ফোল্ডার হাইড থাকে এরকম একটি সফওয়্যার এর নাম হলো উইনমেন্ড।পুনরায় সফটি ইন্সটল করার সময় সঠিক পাসওয়ার্ড না দিলে ফাইল শো করে না।মাত্র আরাই মেগাবাইটের এই সফটির সিমাবদ্ধতা হলো এতে ইউনিভার্সেল শিল্ড এর মতো কিবোর্ড শটকার্ট দেয়া যায় না।ইউনিভার্সেল শিল্ড এর সিমাবদ্ধতা হলো windows reinstall দিলে ফোল্ডার হাইড থাকে না।মজার এবং ভালো ব্যাপার হলো উইনমেন্ড সফটটি ফ্রি ওয়্যার।

    @S Rahman: ইনমেন্ড সফটটি portable থাকলে আমাকে দিবেন???
    আমার মেইল [email protected]

khub easy thanks

S Rahman @ Windows Re install দিলে হাইড থাকবে কিনা তা চেক করা হয়নি

IHK শাওন @ আপনাকেও অসংখ্য ধন্যবাদ মন্তব্য করার জন্য

অনেক ঝামেলা মনে হইলো ভাই, এর থেকে ফোল্ডার Hide সফত গুলো ই সহজ।

Level 0

খুব ভালো। ফাইল হাইড সফট গুলোর ব্যাবহার তো সবাই জানে। পিসিতে ফাইল হাইড সফটের উপস্থিতি মানেই প্রাইভেট ফাইল ইন্সিকিওর হয়ে যাওয়া। এটা সেদিক থেকে অনেক ভালো, কেও জানতেই পারবে না যে পিসিতে ফাইল হাইড করা আছে। লেখক কে অনেক ধন্যবাদ এই ট্রিক টি শেয়ার করার জন্য।

রাহাতুল ইসলাম @ ভাই আসলে সহজ জিনিসটারেই Screenshot দিয়া বিস্তারিত আঁকারে দিয়েছি তো তাই হয়তো আপনার কাছে ঝামেলা মনে হল।আর আপনি যদি Folder Hide সফটওয়্যার ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে ওঁটাই করেন তবে এটার সবচেয়ে বড় সুবিধা হল যে কেও জানতেই পারবে না যে পিসিতে ফাইল হাইড করা আছে।যেটা Foisal ভাই বললেন।কমেন্ট করার জন্যে ধন্যবাদ।

ফয়সাল ভাই @ আপনি আমার এই টিউন করাটা সার্থক করেছেন কারণ আপনি আমার পোস্ট এর মুল উদ্দেশ্য টা বুঝেছেন।অসংখ্য ধন্যবাদ ভাই

Level 0

VAI KEY Ja DELAN KAJ TO HOY NA AMI 100 BAR Try korce