ব্লগস্পট ব্লগে [পর্ব-০৪] :: কাস্টম ব্লগার টেমপ্লেটে Quick edit pencil বাটন যোগ করুন

Quick Edit Pencil , কুইক এডিট পেনসিলের সাহায্যে ব্লগারগন খুব দ্রুত ব্লগার পোস্ট এডিট করতে পারেন। স্ট্যান্ডার্ড ব্লগার টেমপ্লেটে Quick Edit Pencil ডিফল্ট হিসেবে থাকে কিন্তু অনেক কাস্টম ব্লগার টেম্পলেটে Quick Edit Pencil থাকে না। আজকের টিউটরিয়ালে আমি দেখাবো কিভাবে কাস্টম ব্লগার টেম্পলেটে Quick Edit Pencil বাটন যোগ করতে হয়। আগ্রহী ছাত্রগণ ক্লাসে বসে পড়ুন।

 

১ম পদ্ধতিঃ

১# দেখে নিন আপনার ব্লগার ব্লগে Quick Edit Pencil আছে কিনা।  থাকলে এত বড় পোস্ট পড়ে কষ্ট করবেন কেন! তবে না জানা থাকলে জেনে নিতে পারেন।

চলে আসুন এই ঠিকানায়  LAYOUT > BLOG POST >  EDIT

২#  “Show Quick Editing” যদি ‘আনমার্ক’ থাকে তবে টিক মার্ক করুন।

৩# সেভ করে দেখুন আপনার ব্লগে Quick Edit Pencil অপশান দেখায় কিনা।

 

২য় পদ্ধতিঃ

আপনার ব্লগে Quick Edit Pencil এখনো অনুপস্থিত থাকলে এবার নিচের পদ্ধতি অনুসরণ করুন।

১#  TEMPLATE > EDIT HTML  এ যান এবং নিচের কোডটি সার্চ করুন।.

 

<b:includable id='postQuickEdit' var='post'>

 

<b:if cond='data:post.editUrl'>

 

<span expr:class='"item-control " + data:post.adminClass'>

 

<a expr:href='data:post.editUrl' expr:title='data:top.editPostMsg'>

 

<img alt='' class='icon-action' src='http://www.blogger.com/img/icon18_edit_allbkg.gif'/>

 

</a>

 

</span>

 

</b:if>

 

</b:includable>
২# খুব সহজে খুঁযে পেতে  CTRL F key চাপুন। একটি সার্চ ট্যাব খুলবে। নিচের কোডটি লিখুন।

 

<b:includable id='postQuickEdit' var='post'>

 

উপরের কোডটি থাকলে হাঁফ ছাড়ুন। অর্ধেক কাজ শেষ। আর না থাকলে প্রথম দেয়া কোডটা নিচের কোডের ঠিক উপরে বসিয়ে দিন।
<b:includable id='comments' var='post'>

এরপর নিচের ধাপ অনুসরণ করুন।

 

৩# নিচের কোডটি খুঁজে বের করুন।

<div class='post-footer-line post-footer-line-1'>
৪# উপরের কোডের ঠিক নিচে নিচের কোডটি বসিয়ে দিন।

<b:include data='post' name='postQuickEdit'/>

দেখুনতো এরকম দেখায় কিনা?

 

<div class='post-footer-line post-footer-line-1'>

<b:include data='post' name='postQuickEdit'/>

 

৫# টেমপ্লেট সেভ করুন এবং আপনার ব্লগ রিলোড করুন। এরপরেও অনুপস্থিত থাকলে আপনার ব্রাউজারের ক্যাশ মেমরি মুছে ফেলে রিলোড করে দেখুন।

তয় পদ্ধতিঃ

এত কিছু করার পরেও যদি না হয় তবে মেজাজটা কেমন খারাপ হয় বলেন তো। হাল ছাড়বেন না। মেজাজ খারাপ দিয়ে কিচ্ছু হয় না। শুধু শুধু আশপাশের মানুষগুলোর সাথে সম্পর্ক নষ্ট হয়।

 

১# TEMPLATE > EDIT HTML এ যান এবং নিচের কোডটি খুঁজে বের করুন।
'data:post.editUrl'

এবার টেম্পলেটে নিচের কোডটি লক্ষ্য করুন।

<b:if cond='data:post.editUrl'>

<span expr:class='&quot;item-control &quot; + data:post.adminClass'>

<a expr:href='data:post.editUrl' expr:title='data:top.editPostMsg'>

<span class='quick-edit-icon'> </span>

</a>

</span>

</b:if>

২# Quick Edit Pencil বাটন অন করতে নিচের চার নম্বর লাইনটি দিয়ে উপরের ৪ নম্বর লাইনকে প্রতিস্থাপন করুন।

<b:if cond='data:post.editUrl'>

<span expr:class='&quot;item-control &quot; + data:post.adminClass'>

<a expr:href='data:post.editUrl' expr:title='data:top.editPostMsg'>

<img alt='' class='icon-action' src='http://www.blogger.com/img/icon18_edit_allbkg.gif'/>

</a>

</span>

</b:if>

৩# সেভ করুন। আশা করি এবার আপনার ব্লগে  কুইক এডিট বাটন দেখা যাবে।

 


 

অনেক দিন পর ব্লগ লিখলাম। আশা করি নতুনদের ভালো লাগবে।

 

Level 2

আমি সরদার ফেরদৌস। Asst Manager, Samuda chemical complex Ltd, Munshiganj। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 94 টি টিউন ও 463 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি ফেরদৌস। জন্ম সুন্দরবনের কাছাকাছি এক জনপদে। ইসলামি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ থেকে লেখাপড়া করেছি এপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। এরপরে চাকরি করছি সামুদা কেমিকেল কমপ্লেক্স লিমিটেডের উৎপাদন বিভাগে সহকারী ম্যানেজার হিসেবে। এছাড়া আমি বাংলা উইকিপিডিয়ার একজন প্রশাসক।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই
লেভেল এ পোষ্ট সংখ্যা নিদ্ধারন করবো কি ভাবে ? দয়াকরে জানালে উপকৃত হবো ।

    @zaman: আশা করি আপনি উত্তর পেয়েগেছেন।

    এটা খুবই সহজ। আপনি লেবেল গেজেটটি ক্লিক করলে দেখবেন সংখ্যা দেখাবে কিনা জিজ্ঞেস করছে। ওটাতে টিক মার্ক দিয়ে দিন।

লেভেল এ পোষ্ট সংখ্যা নির্ধারন করার জন্য, চলে যান, Layouy > Add a Gadget > Labels > যখন লেভেল ট্যাব ওপেন হবে, তখন দেখবেন একদম নিচে সেভ বাটন এর আগে “Show number of posts per label” এই কথা টি লিখা আছে, Show number of posts per label এই ঘর টা টিক দিয়ে দিলে ই লেভেল এ পোষ্ট সংখ্যা নির্ধারন করতে পারেবন। ধন্যবাদ

Level 0

ভাই
আমার প্রয়োজন হলো ,কোন নিদ্ধারীত লেভেল এ ক্লিক করলে ঐ লেভেল এর আওতায় সব পোষ্ট শো হয়,আমি চাচ্ছি ৩ বা ৪টি পোষ্ট যেনো শো করে ।

    Level 0

    @zaman:

    লেভেল লিংক এর শেষে ?&max-results=3 যোগ করুন

Vrey good post