Video Editing টিউটোরিয়াল [পর্ব-৩] | Video Masking, Background Change এটি খুবই মজার কাজ। না দেখলে মিস করবেন।

Masking করে আপনি সাগরে দোরাতে পারবেন অনায়াশে, পারবেন উড়তে আকাশে। Double চরিত্র বানাতে পারবেন। তার জন্য প্রয়োজনিয় ভিডিও তৈরী করতে হবে। আজকাল খবর পরায়ও দেখা যায় ব্যাকগ্রাউন্ড চেন্স করে নিয়েছে।
আপনার প্রিয় ব্যক্তির পাসে নিজেকে স্থন দেয়া সম্ভব এই টুলসটির মাধ্যমে। তবে একটু নিখুত ভাবে কাজ করতে হবে।
Masking করে অনেক ফানি ভিডিও তৈরী করা যেতে পারে।
আমার মনে হচ্ছে এখানের প্রায় সবাই Ulead এর কাজ মোটামুটি পারে তাই বিগেইনিং টিউনে মজা পাচ্ছে না তাই একটু মজা দেয়ার জন্য আজকের এই টিউনটি।সময় সুযোগ মত নতুনদের জন্য টিউন করবো।

এটি একটি ধারাবাহিক টিউন। পড়ুন, সব গুলো পর্ব

Video editing টিউটোরিয়্যাল(Part-1):Image Slide Show
Video editing টিউটোরিয়্যাল(Part-2): Audio Interchanging +
Video Editing টিউটোরিয়াল(Part-4): Logo, Animated Logo and animated Text

আসুন শুরু করি।
ধরুন একটা ভিডিওতে আমি হাটছি এখন আমি চাচ্ছি শুধু আমাকে রেখে ব্যাকগ্রাউন্ডে সমুদ্র পারের একটা ভিডিও যুক্ত করতে। দেখে মনে হবে যেন আমি সমুদ্র পারেই হাটছিলাম।

তার জন্য প্রথমে আমার চার পাশের কালারের দিকে নজর দিতে হবে।

এরকম কাজ করতে হলে আমাকে এক রঙ্গের ব্যাকগ্রাউন্ড নিতে হবে। বিদেশি ছবির সুটিং দেখেছেন কি কখনো তারা নিল কালারের বড় কাপর ব্যাকগ্রাউন্ডে ব্যাবহার করে।

শুধু ব্যাকগ্রাউন্ড নয় আসলে আমরা যে অংশটুকুকে ট্রান্সপারেন্ট করতে চাই তা ভিডিওর মধ্যে আলাদা হতে হবে।

sshot-3 Video editing টিউটোরিয়্যাল(Part-3): Video  Masking,Background Change

চিত্রে দুটি ভিডিওকে Import করেছি।

প্রথমে যে ভিডিওটা পিছনে রাখতে চান সেটা ড্রাক করে টেনে Video track এ এনে ছেড়ে দিন। ব্যাকগ্রাউন্ডে যেকোন ভিডিও নিতে পারেন। কিন্তু যেটা Overlay হবে তার জন্য একটু কস্ট করে এক কালারের ব্যাকগ্রাউন্ড আছে এমন ভিডিও বেছে বের করুন।

sshot-4 Video editing টিউটোরিয়্যাল(Part-3): Video  Masking,Background Change

5 Video editing টিউটোরিয়্যাল(Part-3): Video Masking,Background  Change
5 Video editing টিউটোরিয়্যাল(Part-3): Video Masking,Background Change

টাইমলাইনের সিলেকশন পয়েন্টার সরিয়ে একটা অংশ কেটে নিলাম। ডানপাশের অংশ ডিলেট করে দিলাম।

যে ভিডিওটার ব্যক্তিকে রাখবেন সেটা ড্রাক করে টেনে Overlay track এ এনে ছেড়ে দেন।

আমি একটা গানের কিছু অংশে মিল পেয়েছি তাই কেটে নিচ্ছি। কাটতে নিশ্চয় সমস্যা নেই।

sshot-6 Video editing টিউটোরিয়্যাল(Part-3): Video  Masking,Background Change

Overlay track এর ভিডিওটার সাইজ চিত্রের মত করে বড় করে নিতে হবে।

Fit to screen এ ক্লিক করলেই বড় হয়ে যাবে।

sshot-7 Video editing টিউটোরিয়্যাল(Part-3): Video  Masking,Background Change

এবার আসল কাজ Overlay track এর ভিডিওটাতে ক্লিক করে এ অবস্থায় ডানপাশে Attribute এ ক্লিক করুন দেখুন Mask & Chroma key বাটন দেখা যাচ্ছে এখানে ক্লিক করুন।

sshot-8 Video editing টিউটোরিয়্যাল(Part-3): Video  Masking,Background Change

এবার চিহ্নিত মার্ক-1 Apply Overlay Options এ টিক দিন।

চিহ্নিত মার্ক-4   Type এর স্থানে Chroma key থাকবে।

চিহ্নিত মার্ক-2 পেন্সিল দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে (চিহ্নিত মার্ক-3 )ভিডিওর অংশে ব্যাকগ্রাউন্ড অংশে কারাল সিলেক্ট করেন। দেখুন সাথে সাথেই সিলেক্ট কৃত কালার ট্রানেসপারেন্ট হয়ে গেছে এবং পিছনের ভিডিওটা দেখা যাচ্ছে।

Color similarity  “27” দেখা যাচ্ছে এটা আমি 70 থেকে কমিয়েছি। Color similarity  কমিয়ে বারিয়ে Adjust করে নিতে হবে।

sshot-9 Video editing টিউটোরিয়্যাল(Part-3): Video  Masking,Background Changesshot-10 Video editing টিউটোরিয়্যাল(Part-3): Video  Masking,Background Change

দেখুন 23 দেয়ায় একটু ভাল দেখাচ্ছে। ভাল মানের ভিডিও এবং নিখুত এক কালারের ব্যকগ্রাউন্ড নিতে পারলে Color similarity বেশি থাকলেও ভাল আউটপুট পাওয়া যাবে।

নিচেরটা দেখুন  মোটামুটি নিখুত।

sshot-29

চিত্রের মত Transparency বাড়িয়ে জল ছাপের মত ইফেক্ট করতেও পারেন।

sshot-11 Video editing টিউটোরিয়্যাল(Part-3): Video  Masking,Background Change

Type এ  Mask Frame দিয়ে বিভিন্ন ফ্রেম নিয়ে ইফেক্ট তৈরী করতে পারেন।

কয়েকটা নিয়ে ট্রাই করে দেখুন।

sshot-12 Video editing টিউটোরিয়্যাল(Part-3): Video  Masking,Background Change

এবার ভিডিওটা সেভ করুন চিত্রের মত।

sshot-13

Level New

আমি চেস্টায় সাইদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 866 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আপুনি যদি অভিমান করে, আমাদের নতুনদের জন্য টিউন না করে এড়িয়ে যান। তাহলে আমরা তো শিখা থেকে বঞ্ছিত হলাম। আশা করি ধারাবাহিক ভাবে টিউন করবেন।

    না ভাই অভিমান না, আমি এই টিউনটিই প্রথমে লিখেছিলাম। পুরো রেডি ছিল।
    পরে নতুনদের কথা ভেবে দুটো বিগেনিং টিউন করেছি।
    উপরেতো বলেছি
    সময় সুযোগ মত টিউন করবো। মানে পরবর্তি পর্বগুলো।

Level 0

খুব সুন্দর হইছে এই পর্বটা। আজকে সবার আগে দেখলাম আপনার টিউন। আমি আজকে প্রথম দর্শক আপনার টিউনে। ধন্যবাদ

    ধন্যবাদ। প্রথম দর্শক হলেও প্রথম কমেন্টার হতে পারলেন না সেটা আউয়াল ভাইয়ের দখলে 😀 😀

    Level 0

    আরে ভাই বুঝলেন না, আউয়াল ভাইকে চান্স দিলাম কমেন্ট করবার জন্য । আর আমি তো প্রথম দর্শক আছি।

Level 0

balo ভাই

Level 0

ভাল হয়েছে । ধন্যবাদ,,,,,,,,,,,

    Level 0

    এবার চিহ্নিত মার্ক- এ মার্ক গুলো সহজ উপায়ে কিভাবে দিতে হয় ।

    আপনি মনে হয় কিভাবে ছবিতে মার্ক সহজে দেয়া যায় তাই জানতে চেয়েছেন।

    ছবির উপর রাইট ক্লিক করুন
    Paint ওপেন করুন এবং পেন্সিল সিলেক্ট করে মার্ক করুন। নিচ থেকে কালার চেঞ্জ করতে পারবেন।

সাঈদ ভাই আমরা তেমন বুজে উঠতে পারছিনা। তাই বেসিক টিউন আশা করি।

    আউয়াল ভাই আমি সবসময় বিস্তারিত সহজ করে লেখার চেস্টা করি।
    আপনি যদি নাও বুঝতে পারেন, শুধু নির্দেশনা অনুযায়ী কাজ করেন আউটপুট পাবেন আমার বিশ্বাস।
    ভিডিও এডিটং হল গেমের মত লেখতে লেখতে শিখতে হয় বোরিং লাগে না।

Great tune bro………………..
Thanks 😀

টিউনের জন্য ধন্যবাদ

Level 0

আমি পড়ছি ও প্রিয়তে রাখছি। ধন্যবাদ আপনাকে।

valo tune>—————————->ভাল টিউন
Computer Tips & Tricks
http://www.a2zbd.info

    কমেন্টের জন্য ধন্যবাদ। মাউসের ওটা কি জাভাস্ক্রিপ্ট দিয়ে করা।

Level 0

ভাই Part-২ টিউনের লিন্কে চাপ দিলে Not Found্Sorry, but you are looking for something that isn’t here. আসে

    রাত্রিরে আমি লিঙ্ক এডিট করে ছিলাম তারপর আপডেট করার পর চেক করিনি। ধন্যবাদ দেখিয়ে দেয়ার জন্য।

দারুন হইছে ভাই। টেষ্ট করে দেখি।

বেশ মজা লাগলো। ধন্যবাদ শেয়ার করার জন্য।

ভাই আপনি শিক্ষিয়ে যান আমরা শিখে যাই, মনে হচ্ছে আপনাকে অনেক দেরিতে খুজে পেলাম।
আসলে এমন কেহ‍ু কে খুজছিলাম যে এই কাজ গুলো খুব ভাল জানে।
অনেক ধন্যবাদ তারা তারি করেন আর দেরি সহ্য হচ্ছে না।
প্লিজ তারা তারি ……………………………………………………………………………….

ভাই Ulead Video Studio 10 এ Hollywood FX কিভাবে use করতে হয় জানাবেন কি? ধন্যবাদ, প্রিয়তে।

    ভাই আমি Hollywood FX সতন্ত্র ভাবে ইউজ করেছি। এই পর্বের কাজের জন্য বেশী উপযোগী প্লাটফর্ম হচ্ছে Ulead studio Cut
    আপনি Ulead এ এক্সপার্ট হলে এটায় কাজ করতে অসুবিধা হবে না। Masking এর জন্য আমি Ulead studio Cut ব্যবহার করি।

priote …. dhonnobad vai … 🙂

চেষ্টায় সাঈদ ভাই। খুভ সুন্দর হয়েছে। ধারাবাহিক ভাবে সবগুলো টিউন চাই।

Level 0

অনেক ভাল লাগল ভিডিও এডিটিং এর উপর আমার অনেক আগ্রহ কিন্তু উযুক্ত টিপস পাইনাই তাই কিছু এতদিন শিখতে পারি নাই তবে এখন মনে হচ্ছে এখন কিছু শিখতে পারব তবে একটা প্রশ্ন ভাই ইউলিড দিয়ে কি প্রপার ভিডিও এডিটিং সম্ভব আর একটা কথা যানতে চাই ইউলিডের উপর আর কোন টিউন করবেন না

সুন্দর টিউন। তবে ক্রোমার করতে গেলে একেবারে এক কালারের ভিডিও পাওয়া বেশ মুশকিল হয়ে থাকে। আর এক কালারের ভিডিও ছাড়া এটি তেমন নিখুত হয় না। এই কাজটি করার জন্য কি অন্য কোন ভাল সফওয়্যারের সন্ধান আপনার জানা আছে। আর আপনার কাছে যদি ভাল 3D ব্যাকগ্রাউন্ড ইফেক্ট থাকে তবে তা শেয়ার করলে খুব ভাল হয়। কিংবা কোন ভাল ডাউনলোড লিংক দিলে আমি ডাউনলোড করে নিতাম। মাস্কিং এর ক্ষেত্রে ইউলিডে ডিফল্ট ভাবে যেসকল অবজেক্ট ব্যবহার করা হয় সেগুলো ছাড়া অন্য কোন অবজেক্ট ব্যবহার করা যায় কি? গেলে তা কিভাবে? আমি বিয়ের প্রোগ্রাম এডিটিং করি। এডিটিং করতে গিলে আমার কিছু কমন সমস্যায় পড়তে হয় সমাধান থাকলে জানাবেন। সমস্যা গুলো হলো-
১। অনেকগুলো ভিডিও Track থাকে ফলে একটি একটি করে অডিও Mute করতে হয়। এটি কিভাবে সহজে করা যায়।
২। Ulead 10 এ অনেক সময় সাউন্ড ছেড়ে ছেড়ে দেয়। ফলে বাধ্য হয়ে ১০ এ এডিট করে ১১ এ ইনকোডিং করি।
৩। কোন কাজ করতে করতে হঠাৎ প্রোগ্রাম বন্ধ হয়ে যায়।
৪। আমি Hollywood FX Gold, Ulead এ ব্যবহার করি। কিন্তু ইফেক্ট দিতে গেলে সময় অনেক বেশি নেয়।

আপনার ক্লাসের ছাত্র হিসাবে আশাকরি এর উত্তরগুলো পাবো। আর একটি কথা Ulead studio Cut এর কটি ডাউনলোড লিংক দিলে খুব ভাল হয়।