গ্রাফিক্স ডিজাইনার ও ওয়েব ডিজাইনার দের জন্য কিছু আনকোরা রিসোর্স।

যারা  গ্রাফিক্স ডিজাইন ও ওয়েব ডিজাইন নিয়ে কাজ করি তখন কিছু ফন্ট, ইমেজ,প্যাটার্ন ইত্যাদি কাজে লাগে ।তাদের জন্য কিছু ওয়েব সাইট নিয়ে আসলামঃ১.  http://www.brusheezy.com/

এই ওয়েবসাইট থেকে আপনি ফটোশপ এর যাবতীয়  ব্রাশ, প্যাটার্ন, টেক্সটার, ইত্যাদি অনেকটা ফ্রী তে ডাউনলোড করতে পারবেন।


২.  http://www.colourlovers.com/

এই ওয়েব সাইট টি ও অনেক Useful এই খানে আপনি সুন্দর সুন্দর কালার প্যালাট ব্যাবহার করতে পারবেন।এই ওয়েব সাইট টি থেকে ডাউনলোড করতে আপনাকে আগে রেজিস্টার করতে হবে। এই খানে ওয়েব এর জন্য একটি কেটেগরি রয়েছে। এই রিসোর্স গুলো ব্যাবহার করে আপনি আপনার ডিজাইন এ প্রফেশনাল লুক দিতে পারেন।


৩. http://www.textureking.com/

এই ওয়েব সাইট থেকে আপনারা হারেক রকম এর Texture ইমেজ পাবেন।যারা ওয়েব ডিজাইন নিয়ে কাজ করেন তাদের অনেক সময় ব্যাকগ্রাউন্ড হিসেবে Texture ব্যবহার করতে হয়।


এই ওয়েব সাইট থেকে আপনি ফ্রী তে  যে কোন  ইমেজ খুজে বের করে টা ব্যাবহার করতে পারবেন।


৫. http://www.iconfinder.com

এই ওয়েব সাইটটি তে অনেক আইকন পাবেন এবং টা PNG ফরম্যাট এ ব্যাবহার করতে পারবেন।


৬. http://www.dafont.com/ 

আমার দেখা বেস্ট  টাইপোগ্রাফি এর জন্য ওয়েব সাইট এইখানে সার্চ করে  যে কোন ফন্ট খুজে বের করতে পারবেন। টা ও আবার ফ্রী তে।


 

৭. http://www.divine-project.com/

এই ওয়েব সাইট Psd to WordPress এ কনভার্ট করতে পারবেন।এই খানে কিছু টিউটোরিয়াল আছে টা দেখতে পারেন।    http://www.divine-project.com/downloadhttps://www.youtube.com/watch?v=1rwe9v2cJyg


৮. http://960.gs/

এই ওয়েব সাইটটি  দিয়ে আপনি গ্রিড সিস্টেম অনুসরণ করে যে কোন web Template বা সাইট  তৈরি করতে পারেন , এই খানে ডাউনলোড করার সময় আপনি তিন ধরনের গ্রিড পাবনেন।আপনার যেটি দরকার সেটি ডাউনলোড করে নিন।

ধন্যবাদ সবাইকে পোস্টটি পড়ার জন্য।

এই টিউন টি আগে আমার ব্লগ  প্রকাশ হয়েছে।
ফেসবুক এ আমি

                                                                               আমার সকল পোস্ট পড়তে  নিচের ইমেজটিতে ক্লিক করুন

Level 0

আমি রিদম দত্ত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 270 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

হাই আমি রিদম , জানি না তেমন কিছু তবে যা জানি তা সবার মাঝে শেয়ার করার চেষ্টা করি,টেকনোলজি কে অনেক ভালোবাসি টেকনোলজি ছাড়া এক সেকেন্ড ও চলতে পারি না।বর্তমানে পড়াশোনার পাশাপাশি আর্ট ওয়েব ইউ আই ইউএক্স ডিজাইন ও ওয়েব প্রোগ্রামিং নিয়ে কাজ করছি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

thanks

alihasan045: আপনাকে ও ধন্যবাদ।

Level New

Thanks for sharing !!

informer1 :ধন্যবাদ টিউমেন্ট এর জন্য।