ব্লগারে/ব্লগস্পটে ফ্রিতে তৈরি করুন নিজের একটি সাইটঃ ২য় পর্ব(কিভাবে ব্লগারে টিউন দিতে হয়)

ব্লগারে/ব্লগস্পটে তৈরি করুন নিজের একটি সাইটঃ ১ম পর্ব(নতুন ব্লগ তৈরী)

ব্লগারে/ব্লগস্পটে ফ্রিতে তৈরি করুন নিজের একটি সাইটঃ ২য় পর্ব (কিভাবে ব্লগারে নতুন টিউন দিতে হয়)

নিয়ে নিন ২০১৬ সালের সেরা ১০টি ব্লগার টেমপ্লেটঃ পর্ব ৩

আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন, এই কামনাই, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমার আজকের টিউন সম্পূর্ন নতুনদের জন্য যারা নিজের একটি ফ্রী ব্লগ বা ওয়েবসাইট খুলতে চাচ্ছেন,নিজের প্রতিভা বা জ্ঞানকে গোটা বিশ্বের কাছে তুলে ধরতে চাচ্ছেন অথবা নিজের ব্লগে অ্যাড বসিয়ে অর্থ উপার্জন করতে চাচ্ছেন। কিন্তু আপনি জানেন না কিভাবে একটা ফ্রী ব্লগ বা সাইট খুলবেন। তাদের জন্য আমার আজকের টিউন।

কিভাবে ব্লগারে একটি ব্লগ সাইট খুলতে হয়? কিভাবে ডিজাইন করতে হয়? কিভাবে অ্যাড বসাবেন? অ্যাফ্লিয়েট, ব্লগার টিপস এন্ড ট্রিক্স...ইত্যাদি নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। এর আগে আমি দেখিয়ে ছিলাম কিভাবে ব্লগার দিয়ে একটি ফ্রী ব্লগ তৈরী করতে হয়, যারা আগের টিউন দেখেন নিন তা এখান থেকে দেখে নিন।  আর আজকে আমি আপনাদের দেখাব ড্যাশবোর্ড পরিচিতি(ব্লগার নিয়ে টিউন করতেই ড্যাশবোর্ড সমন্ধে পরিচিত হবেন), বিশেষ করে কিভাবে ব্লগারে নতুন টিউন দিতে হয় তা  দেখাবো। আর এর জন্য আপনার ব্লগার অ্যাকাউন্ট ওপেন করুন  তাহলেই নীচের চিত্রের মতো একটি পেজ ওপেন হবে।

make a post at blogger

তারপর newpost এ ক্লিক করুন। তাহলেই নীচের চিত্রের মতো একটি পেজ ওপেন হবে। ১ চিহ্নিত স্থানে আপনার ব্লগের টাইটেল দিন। ৩ চিহ্নিত স্থানে আপনার কাংখিত টিউন লিখুন। ২ চিহ্নিত বাটন দিয়ে যদি আপনার টিউনে ছবি অ্যাড করতে চান তবে ক্লিক করে ছবি আপলোড করতে পারবেন।

ব্লগারে টিউন

ডানপাশে অবস্থিত label এ আপনার টিউনের লেবেল বা ক্যাটেগরি লিখুন। পারমালিঙ্ক দিন। পারমালিঙ্ক আপনার টিউনের এস ই ও ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ন, আপনার টাইটেল যা আছে তা অটোমেটিক পারমালিঙ্ক হয়ে যাবে। ইচ্ছা করলে আপনি কাস্টম পারমালিঙ্ক লিখতে পারেন।

How to Make a post blogger

 

তারপর Publish বাটনে ক্লিক করুন। আপনারা কাজ শেষ, টিউনটি আপনার ব্লগে পাবলিশ হয়ে গেছে। একই ভাবে আপনি ব্লগে পেজ ক্রিয়েট করতে পারেন। ধৈর্য নিয়ে আমার টিউন পড়ার জন্য ধন্যবাদ, টিউনে সব  কিছু তুলে ধরতে পারিনি, ইউটিউবে ভিডিও টিউটেরিয়াল দেখলে খুব সহজে বিস্তারিত বুঝতে পারবেন ...এখানে।

ভালো লাগলে অবশ্যই টিউমেন্ট করবেন খারাপ লাগলে মাফ চাই, খারাপ টিউমেন্টে লিখার অনুপ্রেরনা হারাই। আপনাদের বেশি সাড়া পেলে  চেইন টিউন নিয়ে হাজির হব,ইনশাআল্লাহ। পরবর্তী টিউনে কিভাবে  ভালো টেমপ্লেট নির্বাচন করবেন তা  দেখাবো, ইনশাআল্লাহ। যে সব বন্ধুরা জব সার্চ করছেন তারা আমার ফেসবুক পেজে লাইক দিলে আশা করি  অনেক উপকৃত হবেন... ফেসবুক পেজ...আমার ব্লগ। ভালো থাকবেন...  সুস্থ থাকেন এই কামনাই শেষ করছি, আল্লাহ হাফেজ।

সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।

Level 2

আমি আব্দুল্লাহ আল রায়হান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 44 টি টিউন ও 39 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এই গুরুত্বপূর্ণ ও সহজবোধ্য টিউনের জন্য আপ্নাকে অনেক ধন্যবাদ।…

আপনাদেরও অনেক অনেক ধন্যবাদ…