MBR এবং GPT এর মধ্যে পার্থক্য

আসসালামু আলাইকুম। আশাকরি সবাই ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভাল আছি। আজ একটি টিউটোরিয়াল আপলোড করলাম। MBR vs GPT. BIOS ফিচার এ GPT নতুন সংযোজন। কেন এটা বর্তমানে জনপ্রিয় হয়ে উঠেছে। MBR এর কিছু লিমিটেশন এর জন্যই GPT এসেছে। কারন বর্তমানে Storage এর পরিমান বাড়ছেই, তার সাথে আমাদের requirements এবং ডিস্ক এর সাইজ ছোট হচ্ছে। মুলত এই কারনেই GPT র আবির্ভাব।

MBR এর লিমিটেশনঃ

১. MBR ২ টেরাবাইট সাপোর্ট করে।

২. 4 টি primary পার্টিশন সাপোর্ট করে। যদি বেশি পার্টিশন দরকার হয় তাহলে একটি extended করে নিতে হবে। এবং extended এর মধ্যে আপনি অনেক logical partition বানাতে পারবেন।

লিঙ্কটি দিলাম।এখানে সুন্দর ভাবে বোঝানোর চেষ্টা করেছি

https://www.youtube.com/watch?v=mAXwED0J0r0

MBR কি তা এখানে দেয়া আছে

GPT এর সুবিধাঃ

*ডিস্ক ড্রাইভ এর সাইজ অনেক বড় হতে পারবে এবং এই সাইজ নির্ভর করবে OS এবং এর ফাইল সিস্টেম এর উপর।

* এটা unlimited partition সাপোর্ট করে OS এর উপর ভিত্তি করে। যেমনঃ

উইন্ডোজ ১২৮ টা পার্টিশন সাপোর্ট করে তাই এখানে extended partition করার কোন প্রয়োজন নেই।

* এই পার্টিশন সহজে নষ্ট হয় না। হলেও নিজে নিজে ঠিক করার চেষ্টা করে। এই জন্য GPT তার পার্টিশন ইনফরমেশন ডিস্ক এর আলাদা আলাদা জায়গায় রেখে দেয়।

* CRC check করে। যদি ডাটা corrupt হয় তাহলে অন্য লোকেশন থেকে তা তুলে আনে।

আপনাদের মতামত জানাবেন। আপনাদের মতামত ই আমার কাজের অনুপ্রেরণা হয়ে থাকবে। যেকোন সমস্যা বা প্রশ্ন থাকলে টিউমেন্টে লিখবেন, আমি সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, ইনশাআল্লাহ। আশা করি আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে একটা টিউমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাজেশন দিবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ্য থাকবেন, আল্লাহ হাফেজ।

 

Level 0

আমি মোঃখালেদ মোশাররফ মিথুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I like to share tech things with people. I don't know anything so i am student here. Also whatever i know ,want to share with you guys. Best of luck.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ডিস্ক কি তাহলে জিপিটি পরিবর্তন করে ব্যাবহার করা ভাল হবে?

    জী ভাই। GPT এর পার্টিশন সুবিধা, এরর চেকিং MBR এর চেয়ে অনেক ভালো। মুলত MBR কে replace করার জন্যই GPT তৈরি করা হয়েছে।