কিভাবে হোয়াইট বোর্ড অ্যানিমেশন তৈরী করবেন ইউটিউব চ্যানেল এর জন্য

হোয়াইট বোর্ড অ্যানিমেশন :

আসসালামুয়ালাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা যারা ইউটিউব ব্যবহার করি তারা বেশির ভাগ লোকই হোয়াইট বোর্ড অ্যানিমেশন সম্পকে জানি মূলত হোয়াইট বোর্ড অ্যানিমেশন ব্যবহার করা হয় ভিউয়ারদের দৃষ্টি আকষন করার জন্য আজকাল যারা ভাল হোয়াইট বোর্ড অ্যানিমেশন তৈরী করতে পারে তারা ইন্টারনেট থেকে ভাল টাকা আয় করতেছে যাইহোক এখন কাজের কথায় আসি হোয়াইট বোর্ড অ্যানিমেশন তৈরী করতে বিভিন্ন software ব্যবহার হয় VideoScribe তার মধ্যে একটি.

এক নজরে সফটওয়্যারটি ফিচারগুলো
এটির মাধ্যমে পছন্দমত টেক্সট, ফন্টযুক্ত ও তাতে অ্যানিমেশন দেয়া যাবে।

হোয়াইট বোর্ড ভিডিও অ্যানিমেশনের ব্র্যাকগ্রাউডে পছন্দের মিউজিক দেওয়া যাবে।

চাইলে মিউজিক ছাড়াও ভিডিও অ্যানিমেশনে ভয়েস যুক্ত করা যাবে সফটওয়্যারটির সাহায্যে।

সহজেই রেখাচিত্রের মাধ্যমে ভিডিও তথ্য দেয়ার সুবিধা রয়েছে এতে।

ভিডিওকে আরও সুন্দর করতে সফটওয়্যারটিতে ডিফল্টভাবে অনেক ছবি রয়েছে। চাইলে কম্পিউটার থেকে ছবি নিয়েও ভিডিওতে যুক্ত করা যাবে।

আজ আমি VideoScribe এর একটি বেসিক টিউটোরিয়াল দিব দয়া করে দেখে নিবেন এটা বিস্তারিত লিখা আনেক কঠিন এবং আপনাদের বুঝে ওঠা কঠিন হবে। তাই এটি ভিডিও আকারে দিলাম। নিচের ভিডিওটি দেখুন আশাকরি আপনারা সবাই পারবেন

আপনাদের কোন বুঝতে আসুবিধে হলে অবশ্যই আমাকে জানাবেন। আমি আপনার সমস্যা সমাধান করতে সদা প্রস্তুত।তার সাথে আপনার মতামত এবং আপনি কি ধরনের টিউটোরিয়াল চান সে বিষয় Comment করুন, অবশ্যই আমি সেই বিষয়ে টিউটোরিয়াল করব। পরিশেষে বলতে চাই, আপনি নিজে শিখুন, আর আপনার বন্ধুও শেখার জন্য শেয়ার করুন। বিদায় নিচ্ছি ভাল থাকবেন।

 

Level 2

আমি বেলাল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 58 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস