রিডমিক কিবোর্ডে Custom Theme যোগ করুন আপনার পছন্দ মতো

টিউন বিভাগ টিউটোরিয়াল
প্রকাশিত
জোসস করেছেন
Level 12
কন্টেন্ট রাইটার, টেল টেক আইটি, গাইবান্ধা

বন্ধুরা আশাকরি সকলেই ভালো আছেন। মোবাইলে বাংলা কিংবা ইংরেজি লেখায় সবার পছন্দের কিবোর্ডটি হলো Ridmik keyboard. কিবোর্ডকে মনের মতো করে সাজাতে দরকার একটি পছন্দের Theme। পছন্দের Theme যুক্ত করার কথা মাথায় আসলেই চলে আসে Custom Theme এর কথা। তাই আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি রিডমিক কিবোর্ডে Custom Theme যুক্ত করবেন।

এজন্য আপনাকে প্রথমে Google play store থেকে Ridmik keyboard টি ডাউনলোড করে নিতে হবে। আপনাদের যাদের পুরাতন ভার্সন রয়েছে তারা প্রথমে এ অ্যাপটি আপডেট করে নিন।

১. অ্যাপটি Open করুন। তারপর এখানে দেখতে পারবেন একটি সেটিং আইকন। আপনি এখানে ক্লিক করুন।

২. তারপর Preference & layout এ ক্লিক করুন।

৩. তারপর এখান থেকে উপরে চলে যান Theme এ

৪. তারপর উপরের দেখতে পারবেন Make Now। আপনি এখানে ক্লিক করুন।

৫. তারপর নিচে দেখতে পাবেন Choice image।  আপনি এটার উপর ক্লিক করুন।

৬. তারপর আপনাকে আপনার ছবিটি সিলেক্ট করতে বলবে। আপনি এখান থেকে gallery, Camera অথবা Downlode যেকোনো একটি সিলেক্ট করতে পারেন। আপনার যে জায়গায় পছন্দের ছবিটি রয়েছে।

৭. এরপর আপনার পছন্দের ছবিটি সিলেক্ট করুন।

৮. তারপর আপনি ফটোটির যে জায়গাটুকু নিতে চান সে অংশটুকু সিলেক্ট করে নিন। তারপর উপরে দেখতে পারবেন Crop লেখা, আপনি এখাটাতে ক্লিক করুন।

৯. উল্লেখ যে, এখানে ছবি Crop করতে কিছুটা সময় নিতে পারে লোডিং এর সময়।

১০. তারপর আপনার Background Theme যদি বেশি উজ্জ্বল হয়, তাহলে উপরে Brightness কমানোর জন্য এটি ধরে বাম দিকে নিয়ে যান।  তাহলেই আপনার Theme এর Brightness কমে যাবে এবং কিবোর্ডের কী গুলো সঠিকভাবে দেখা যাবে।

১১. এরপর আপনি যদি এটি Save করতে চান তবে নিচে দেখতে পারবেন Save লেখা, আপনি এখানে ক্লিক করুন। তাহলেই আপনার কিবোর্ডের Theme টি সেভ হয়ে যাবে। আপনি চাইলে এখানে যেকোনো ছবি দিতে পারেন। আপনি চাইলে এখানে নিজের ছবি ও দিতে পারেন।

১২. উল্লেখ্য যে, এখানে Save করার পর কিছুটা সময় নেবে Theme সেট হতে। আপনি চাইলে Save এ ক্লিক করার পর এখান থেকে বেরিয়ে আসতে পারেন। এটি তখনই Save হয়ে যাবে, যখন আপনি Save এ ক্লিক করবেন।

১৩. এরপর আপনি যেকোনো জায়গায় এসে পরিক্ষা করে দেখুন, আপনার Theme টি সঠিকভাবে কাজ করছে কি না।

বন্ধুরা এই ছিল আজকের টিউন। টিউন সম্পর্কে কোনো মতামত থাকলে টিউনমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ

Level 12

আমি মো আতিকুর ইসলাম। কন্টেন্ট রাইটার, টেল টেক আইটি, গাইবান্ধা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 333 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 60 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

“আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ্ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন।” —হযরত মোহাম্মদ (সঃ)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস