আপনার যোগ্যতা অনুযায়ী চাকরি খুঁজে দিবে গুগল

Level 12
কন্টেন্ট রাইটার, টেল টেক আইটি, গাইবান্ধা

বন্ধুরা সকলেই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভাল আছেন। জীবিকা নির্বাহের জন্য প্রত্যেকেরই একটি কর্মের প্রয়োজন। কর্মজীবনে প্রত্যেকেরই প্রথম পছন্দ হয়ে দাঁড়ায় একটি চাকরি। সেটি হোক সরকারি কিংবা বেসরকারি কোন প্রতিষ্ঠানে। তবে বর্তমান সময়ে একটি চাকরি পাওয়া কিন্তু মোটেও সহজ নয়।

সরকারি চাকরিকে অনেকে সোনার হরিণ বলে থাকে। তবে সরকারি কিংবা বেসরকারি হোক চাকরি বর্তমানে সোনার হরিণের মতোই। যেকোনো মূল্যে জীবিকা নির্বাহের জন্য একটি চাকরি দরকার। অনেকেই তো লক্ষ লক্ষ টাকা খরচ করে, একটি ভালো মানের চাকরি পাবার আশায়। অনেকে আবার চাকরির খোঁজই পায় না। যাদের একটু কাছের লোক রয়েছে তারা খুব সহজেই চাকরির খবর পেয়ে যেতে পারে। আর যাদের নেই তারা বসে থাকে বিভিন্ন পত্রিকার ওপর নির্ভর করে। তবে এভাবে করে কি আপনার যোগ্যতা অনুযায়ী সঠিক চাকুরী পাওয়া সম্ভব? আমি বলব মোটেই না।

এমন যদি হতো যে কেউ আপনাকে আপনার যোগ্যতা অনুযায়ী চাকরির অফার করতো, তবে বিষয়টি কেমন হতো। নিশ্চয়ই সেটি অনেক ভালো হতো। এক্ষেত্রে অপনাকে পত্রিকার সমস্ত চাকরির বিজ্ঞপ্তি পড়তে হতো না। আপনার যোগ্যতা অনুযায়ী চাকরির অফার গুলো আপনার কাছে চলে আসতো। ফলে আপনি আপনার যোগ্যতা অনুযায়ী চাকুরী খুঁজে পাবেন।

বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি গুগলের একটি পরিষেবা বা অ্যাপ ব্যবহার করার মাধ্যমে আপনার যোগ্যতা অনুযায়ী  চাকরি পাবেন। এতে শুধু চাকুরীই নয়, বরং আপনি এখানে খুঁজে পাবেন অনেকগুলো ফিচার। তবে চলুন দেখে নেয়া যাক আজকের টিউনের বিষয়টি সম্পর্কে।

আপনার যোগ্যতা অনুযায়ী চাকরি খুঁজে পাবার জন্য একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। অ্যাপটি আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন অথবা আপনি চাইলে এখানে ক্লিক করেও ডাউনলোড করতে পারেন। গুগল প্লে স্টোরে গিয়ে 'Kormo App' লিখে সার্চ করলে অ্যাপটি প্রথমে চলে আসবে। এই অ্যাপটি গুগলের তৈরি। তাই অ্যাপে আপনি সর্বোচ্চ মানের সেবা পাবেন এটিই আশা করা যায়। তবে চলুন অ্যাপ ব্যবহারের প্রসেস গুলো দেখে নেওয়া যাক।

যেভাবে 'Kormo' অ্যাপটি ব্যবহার করবেন

১. একটি মোবাইলে ইন্সটল করে ওপেন করার পর নিচের মত দেখতে পাবেন। এবার আপনি আপনার মোবাইলের যেকোনো একটি জিমেইল এড্রেস দিয়ে এটি লগইন করে নিবেন। তারপর নিচের Continue লেখার উপর ক্লিক করে পরবর্তী পৃষ্ঠায় চলে যাবেন।

২. এ পর্যায়ে আপনার অ্যাপটিতে রেজিস্ট্রেশন করার কাজ শেষ। এবারে পৃষ্ঠা থেকে আপনাকে আপনার পছন্দ অনুযায়ী যে কোন তিনটি ক্যাটাগরির পেশা সিলেক্ট করতে হবে। আপনি এখানে আপনার পছন্দ অনুযায়ী সর্বোচ্চ তিনটি ক্যাটাগরি এর পেশাই সিলেক্ট করতে পারবেন। আপনার পছন্দের পেশাগুলো সিলেক্ট করার পর নিচের 'Continue' এ ক্লিক করতে হবে। তবে মনে রাখবেন এখানে কিন্তু আপনার পছন্দের ৩ টি ক্যাটাগরির অপশন সিলেক্ট করা যাবে।

৩. তারপর আপনাকে নতুন একটি পেজে নিয়ে আসবে যেখানে আপনি যে এরিয়ার ভিতরে আপনার পছন্দের চাকুরীটি খুঁজতে চাইছেন সেটি দিয়ে দিতে হবে। নির্দিষ্ট এলাকার সিলেক্ট করার মাধ্যমে আপনি আপনার পছন্দের এলাকার চাকুরী খুঁজতে পারবেন।

৩. তারপর আপনাকে অ্যাপ এর ভেতরে নিয়ে যাবে এবং আপনার প্রোফাইলটি আপডেট করতে হবে। আপনার যে যে যোগ্যতা রয়েছে সেগুলো সিভি আকারে আপনার প্রোফাইলে আপলোড করতে হবে।

৪. এজন্য আপনি উপরে দেখতে পাবেন প্রোফাইল। এখানে ক্লিক করার মাধ্যমে আপনি আপনার যোগ্যতা গুলো যোগ করে রাখতে পারবেন। আপনি যদি চাকরি খুঁজতে চান, তবে অবশ্যই প্রোফাইল বিভাগে আপনার প্রয়োজনীয় তথ্যগুলো দিয়ে দিবেন।

৫. এখানে আপনি আপনার যোগ্যতা গুলো যুক্ত করার মাধ্যমে আপনার যোগ্যতা অনুযায়ী চাকরি গুলো হোমপেজে খুব সহজেই পেয়ে যাবেন। এজন্য অবশ্যই আপনাকে এই জায়গাগুলোতে সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে।

৬. এখানে আপনি আপনার কাজের দক্ষতা এবং শিক্ষাগত যোগ্যতা গুলো সঠিকভাবে দিয়ে দিবেন। যাতে করে আপনার কাজ পাওয়া সহজ হয়।

৭. এরপর আপনি যদি অ্যাপটির হোমপেজে চলে আসেন তবে একটু নিচে দেখতে পাবেন আপনার কাজের পছন্দের উপর ভিত্তি করে কিছু ভিডিও রয়েছে। এইসব ভিডিও গুলো আপনার যোগ্যতার ওপর ভিত্তি করে আপনাকে সাজেস্ট করা হবে। যার মাধ্যমে আপনি আপনার কাজের অভিজ্ঞতা আরও বাড়াতে পারবেন। আপনি যদি আপনার পছন্দের পেশাগুলো সম্পর্কে অভিজ্ঞতা বাড়াতে চান তবে এই সব ভিডিও গুলো দেখতে পারেন।

৭. এখান থেকে আপনার যদি কোন কাজ পছন্দ হয় তবে সে সার্কুলার টির উপর ক্লিক করে Apply করতে পারেন। কোন একটি নিয়োগ বিজ্ঞপ্তিতে কিভাবে Apply করবেন সেটি হয়তোবা আপনাকে দেখাতে হবে না। এখানে সিম্পল কিছু প্রসেস এর মাধ্যমে আপনার পছন্দের কাজটিতে যোগ দেওয়ার অনুরোধ রাখতে পারবেন। সেই কম্পানি বা প্রতিষ্ঠানগুলো আপনার যোগ্যতা বিবেচনা করে তখন নিয়োগ দেওয়ার জন্য ডাকলে যেতে পারেন।

উল্লেখ্য যে, এখানে যেসব চাকুরীর বিজ্ঞপ্তি গুলো দেওয়া থাকে সেখানে নিচে সেই কাজের জন্য বেতনের অংকটি ও দেওয়া থাকে। যার ফলে আপনি আপনার যোগ্যতা অনুযায়ী কাজের ধরন এবং পারিশ্রমিক নির্ধারণ করতে পারবেন। এখান থেকে কোন কাজের পারিশ্রমিক যদি আপনার মনের মত না হয় তবে সেটিতে আপনি চাইলে এপ্লাই না-ও করতে পারেন। তবে এখানে কিছু কিছু চাকুরীর বেতনের ক্ষেত্রে আলোচনা সাপেক্ষ দেওয়া থাকে। সেই চাকরিগুলোতে আপনাকে নিয়োগ দেওয়ার জন্য ডাকা হলে সেখানে জানিয়ে দেবে যে আপনার মাসিক বেতন কত হবে।

বর্তমানে একটি চাকরি খুঁজে পাওয়া খুবই দুষ্প্রাপ্য ব্যাপার। কেননা এদেশে জনসংখ্যার চাইতে কাজের ক্ষেত্র সংকুচিত। ফলে কোন প্রতিষ্ঠানে একটি পদের জন্য হাজার হাজার আবেদন পড়ে যায়। তবুও এসব আবেদন এর ভিড়ে অনেক চাকরি রয়েছে যেগুলো সবাই জানতে পারে না। গুগলের এই অ্যাপের মাধ্যমে আপনারা খুব সহজেই আপনার পছন্দের এবং যোগ্যতা অনুযায়ী চাকরি খুঁজে পেতে পারেন। আশা করছি অ্যাপটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে, যারা প্রতিনিয়ত চাকরি অনুসন্ধান করে থাকেন। এখানে আপনি আপনার যোগ্যতা অনুযায়ী চাকরি খুঁজে পেতে পারবেন।

বন্ধুরা আজ তবে এ পর্যন্তই। দেখা হচ্ছে তবে পরবর্তীতে টিউনে আরো নতুন কিছু নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত টেকটিউনস এর সঙ্গে থাকার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি এখানেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু।

Level 12

আমি মো আতিকুর ইসলাম। কন্টেন্ট রাইটার, টেল টেক আইটি, গাইবান্ধা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 332 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 60 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

“আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ্ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন।” —হযরত মোহাম্মদ (সঃ)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস