ব্লগারে সম্পুর্ণ একটি ব্লগ তৈরির টিউটোরিয়াল (পর্ব-১১: ব্লগের সৌন্দর্য্যবর্ধন-২[এক্সক্লুসিভ])

ব্লগারে সম্পূর্ণ ব্লগ তৈরি

আসসালামুয়ালাইকুম।গত পর্বে আমরা ব্লগের সৌন্দর্যবর্ধনের জন্য কিছু কোড ব্যবহার করে ব্লগকে সুন্দর করে তুলেছিলাম।আজকের পর্বে আমরা আরো কিছু নতুন জিনিস ব্লগে যোগ করব যা ব্লগকে ভিজিটরের কাছে অনেক বেশী আকর্ষনীয় করে তুলবে।আজকের পর্বে আমাদেরকে টেমপ্লেট এডিট করে ব্লগের পরিবর্ধন করতে হবে বিধায় আগে ব্লগের বর্তমান টেমপ্লেটটি ডাউনলোড করে ব্যাকআপে রাখুন যাতে কোন সমস্যা হলে পুনরায় আগের টেমপ্লেটে ফিরে যাওয়া যায়।বর্তমান টেমপ্লেট ডাউনলোড করার জন্য Design>Edit HTML>Download full Template এ ক্লিক করে ডাউনলোড করুন।

এনিমেটেড ফেভিকন যোগকরা


ফেভিকন হচ্ছে কোন সাইটের এড্রেসবারে ঠিকানার সাথে থাকা ছোট আকৃতির লোগো যা সাইটের পরিচয় বহন করে।যেমন,টেকটিউনস এর উপরে এড্রেসবারে তাকালে টেকটিউনস এর ফেভিকনটি দেখতে পাবেন।

ব্লগারে বানানো সবগুলো ব্লগেই ডিফল্ট ফেভিকন হিসেবে B এর মত ফেভিকন থাকে।আপনি চাইলে এটি পরিবর্তন করে দিতে পারেন।তবে যারা ব্লগার টেম্পলেট ডিজাইনার ব্যবহার করে ব্লগ বানিয়েছিলেন তারা এটি পরিবর্তন করতে পারবেন না।

আমার ব্লগসাইটে ঢুকলে উপরে ফেভিকনের দিকে তাকালে দেখতে পাবেন আমার টিউনার ইমেজ এবং কিছু লেখাসহ ফেভিকন ডান থেকে বামে যাচ্ছে।আপনি যদি এই রকম বানাতে চান তাহলে নিচের স্টেপগুলো অনুকরণ করুন।

১। এই লিঙ্কে প্রবেশ করুন।

২।একবারে নিচের দিকে Source Image: লেখা বক্সের পাশে ব্রাউজ বাটনে ক্লিক করে আপনার কম্পিউটার থেকে ফেভিকনের জন্য ঠিক করা ইমেজটি সিলেক্ট করে দিয়ে নিচে লেখা Scrolling Text (optional): এর জায়গায় ফেভিকনের পাশে স্ক্রোলিং করা যে লেখা দেখাতে চান তা লিখে Generate Favicon লেখাতে ক্লিক করে কিছুক্ষন অপেক্ষা করুন।

৩। কিছুক্ষন অপেক্ষা করলে নিচে ফেভিকনটির অনেক ধরনের প্রিভিউ দেখতে পাবেন।এখানে ২য় নাম্বারটির উপর মাউসের রাইট বাটন ক্লিক করে সেভ এজ (Save as)দিয়ে কম্পিউটারের যেকোন জায়গায় সেভ করুন।

৪।এবার ব্লগারে বা যেকোন ইমেজ হোস্টিং সাইটে ছবিটি আপলোড করে লিঙ্কটি সংগ্রহ করে রাখুন।ব্লগারে আপলোড করতে পোস্টিং এডিটর খুলে ইমেজটি আপলোড করে HTML View দিয়ে লিঙ্কটি সংগ্রহ করতে পারেন।

৫।সার্বশেষ ফেভিকনটি ব্লগারে সেট করার জন্য Design থেকে Edit HTML এ ক্লিক করে Exapnd বক্সে টিকমার্ক দিয়ে  নিচের কোডটি খুজে দেখুন।যদি খুজতে সমস্যা হয় তাহলে ctrl+F চেপে কোডটি লিখে সার্চ দিন।

</b:skin>

৬। কোডটি খুজে পেলে নিচের কোডটি এটার ঠিক উপরে কপি করে পেষ্ট করুন।

<link href='ADD YOUR FAVICON LINK HERE' rel='icon' type='image/gif'/>

এখানে ADD YOUR FAVICON LINK HERE এর জায়গায় ৪ নাম্বারে বলা লিঙ্কটি কপি করে পেস্ট দিয়ে SAVE বাটনে ক্লিক করুন।

উড়ন্ত টুইটার পাখি যোগকরাঃ

টুইটার সম্পর্কে আপনারা অনেকেই জানেন।আপনার ব্লগে উড়ন্ত টুইটার পাখি আকৃতির শেয়ারিং বাটন যুক্ত করতে চাইলে নিচের স্টেপগুলো অনুসরন করুন।

১।আপনার যদি আগে থেকেই টুইটার একাউন্ট থাকে তাহলে ইউজার নেম(যেই নাম দিয়ে টুইটারে লগিন করেন) সংগ্রহ করে রাখুন।যাদের নেই তারা নতুন একাউন্ট করতে এই লিঙ্কে প্রবেশ করে নতুন একাউন্ট তৈরি করে নিন।

২।এবার Design থেকে Edit HTML এ ক্লিক করে Exapnd বক্সে টিকমার্ক দিয়ে  নিচের কোডটি খুজে দেখুন।যদি খুজতে সমস্যা হয় তাহলে ctrl+F চেপে কোডটি লিখে সার্চ দিন।

</body>

৩। কোডটি খুজে পেলে নিচের কোডগুলো ঠিক তার উপরেই পেষ্ট করুন।এখানে Your Twitter Username এর জায়গায় আপনার ইউজার নামটি লিখে দিবেন।

<!-- Twitter Bird Widget for Blogger by Way2blogging.org -->
<script type="text/javascript" src="http://bloggerblogwidgets.googlecode.com/files/way2blogging.org-tripleflap.js">
</script>
<script type="text/javascript">
 var twitterAccount = "Your Twitter Username";
 var tweetThisText = " <data:blog.pageTitle/> : <data:blog.url/> ";
 tripleflapInit();
</script>
<span style="font-size:11px;position:absolute;"><a title='Blogger Widget by Way2blogging.Org' href="http://www.way2blogging.org" target='_blank'>Blogger Widgets</a></span>
<!-- Twitter Bird Widget for Blogger by Way2blogging.org -->

৪। SAVE বাটনে ক্লিক করে সেভ করুন।

HTML মারকিউ ট্যাগ ব্যবহার

এইচটিএমএল মারকিউ ট্যাগ ব্যবহার করে বিভিন্ন টেক্সট ইমেজ স্ক্রোলিং করে দেখাতে পারেন।বিভিন্ন সময় বিভিন্ন নোটিস বা গুরুত্বপুর্ণ ম্যাসেজ বা রিসেন্ট পোস্টের লিঙ্ক ব্লগের ভিজিটরদের জানানোর জন্য মারকিউ ট্যাগ সবচেয়ে উৎকৃষ্ট।নিচে মারকিউ ট্যাগ বিভিন্ন ব্যবহার এর কোড সমুহ দিলাম।আর ব্লগারে HTML ব্যবহারের নিয়ম জানার জন্য ৬ষ্ঠ পর্বটি দেখুন।

মারকিউ ট্যাগ টেকটিউনস এ সাপোর্ট করে না বিধায় এই লিঙ্কে প্রবেশ করে মারকিউ কোডসমুহ এবং আউটপুট দেখে নিন।

ড্রপ-ডাউন মেনু যোগকরা

অনেক সময় লেভেল বা ক্যাটাগরির সংখ্যা বেশী হয়ে গেলে এবং তা ব্লগে প্রদর্শন করলে ব্লগ লোড হতে অনেক সময় লাগে।এতে অনেক ভিজিটর কমে যাওয়ার সম্ভাবনা আছে।তাই ক্যাটাগরি সমুহ কে ড্রপডাউন মেনু আকারে সিলেক্ট করার সুবিধা থাকলে তা ব্লগের জন্য অনেক আকর্ষনীয় হয়।ব্লগারের জন্য ড্রপডাউন মেনু তৈরি করা কিছুটা সময়ের ব্যাপার।সবচেয়ে ভাল হয় ড্রপডাউন জেনারেটর ব্যবহার করে তৈরি করা।ড্রপডাউন মেনু তৈরি করার জন্য প্রথমে, এই লিঙ্কে প্রবেশ করুন।সাইটটিতে প্রবেশ করলে নিচের চিত্রের মত ড্রপডাউন জেনারেটর বক্স দেখতে পাবেন।

এখানে প্রথমে মেনুর স্টাইল এবং পর্যায়ক্রমিকভাবে টেক্সট এর জায়গায় ক্যাটাগরির নাম ও তার লিঙ্ক দিয়ে Generate বাটনে ক্লিক করলে নিচে বক্সে ড্রপডাউন মেনু এর কোডগুলো পাওয়া যাবে।এইকোডগুলো কপি করে HTML/Javascript গেডগেট খুলে তাতে পেষ্ট করে সেভ করুন।ক্যাটাগরির সংখ্যা বেশী হলে একই ভাবে পুনরায় করে আগের গুলোর সাথে যুক্ত করে একত্রে কোড তৈরি করে নিন।একটু খেয়াল করলে বুঝতে পারবেন আগের কোডগুলোর শেষ কোন জায়গায় বর্তমান কোডগুলো যোগ করতে হবে।

ইমেজ স্লাইডশো প্রদর্শন

অনেকে চান ব্লগে বিভিন্ন ইমেজ স্লাইডশো আকারে দেখানোর জন্য।এটি আপনি জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে করতে পারেন।বিভিন্ন স্টাইলের স্লাইডশো দেখানোর জন্য অনেকগুলো জাভাস্ক্রিপ্ট আছে তবে সবগুলো ব্লগারে সাপোর্ট করে না।আমি নিচে একটি স্লাইডশো এর কোড দিলাম যেটির ডেমো দেখতে এই সাইট ঘুরে আসতে পারেন।

<script type="text/javascript">
<!--
var image1=new Image()
image1.src="1st image link"
var image2=new Image()
image2.src="2nd image link"
var image3=new Image()
image3.src="3rd image link"
var image4=new Image()
image4.src="4th image link"
var image5=new Image()
image5.src="5th image link"
var image6=new Image()
image6.src="6th image link"
var image7=new Image()
image7.src="7th image link"

//-->
</script>

<img src="firstcar.gif" name="slide" width="795" height="300" />
<script>
<!--
//variable that will increment through the images
var step=1
function slideit(){
//if browser does not support the image object, exit.
if (!document.images)
return
document.images.slide.src=eval("image"+step+".src")
if (step<3)
step++
else
step=1
//call function "slideit()" every 2.5 seconds
setTimeout("slideit()",2500)
}
slideit()
//-->
</script>

এইকোডগুলো কপি করে HTML/Javascript গেডগেট খুলে তাতে পেষ্ট করে সেভ করুন।এখানে লাল রঙ দেয়া জায়গায় ছবিগুলোর লিঙ্ক এবং সবুজ রঙের জায়গাগুলোয়া আপনার ব্লগের সাথে সামঞ্জস্য করে সাইজ ঠিক করে দিতে পারেন।

Level 0

আমি নিশাচর নাইম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 1182 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

তেমন কিছু জানি না, কিছু জানলে তা অন্যদের শিখানোর চেষ্টা করি যতটুকু সম্ভব।জ্ঞান নিজের মাঝে সীমাবদ্ধ না রেখে সবার মাঝে ছড়িয়ে দেয়াই প্রকৃত সার্থকতা।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক দিন পড়ে একটা ভাল টিউন ধন্যবাদ

আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব ভাষা খুঁজে পাচ্ছি না ।
আপনার টিউটোরিয়াল দেখে একটা ব্লগ দাড় করিয়েছি ।
প্লিজ দেখে বলবেন আর কি সেট করলে ভাল হয় ।
shikkharalo.blogspot.com
এক কোটি ধন্যবাদ 🙂

    দেখে আসলাম তবে পোস্ট না থাকায় ব্লগ সুন্দর হল কিনা বুঝতে কষ্ট হচ্ছে।তবে ডিজাইন আরো সুন্দর করার চেষ্টা করুন করুন আর এখানে করা আপনার কিছু পোস্ট ওখানে ব্যাকআপ হিসেবে রাখুন তাহলে সুন্দর দেখা যাবে।

আপনি কেন হাবিয়ে যান আমাদের ছেড়ে।আমরা তো আপনার আপেক্ষায় বসে থাকি।কথা দেন হারিযে যাবেনা ?

    আমিতো নিয়মিত আছি টেকটিউনস এ।টিউন করা হয় না তবে কমেন্ট করি।আমার টিউনের ব্যাপারে বা অন্যকোন ব্যাপারে কিছু জানার থাকলে সর্বশেষ যে টিউন করেছি সেটিতে কমেন্ট করলে ভাল হয়।

Followers টুলবার টা বানাবো কি ভাবে আপানার সাইটে আছে যেটাতে সাইন ইন করে মেম্বার হতে হয়।

    Design>Add a gadget>Followers লেখার পাশে + চিহ্ন তে ক্লিক করে ব্লগে যোগ করতে পারবেন।

    Experimental লেখা +চিনোটা নেই। এখন কি করবো ?

    + চিহ্ন না থাকলে already added লেখা থাকবে।তারমানে এটা ব্লগে অলরেডি যুক্ত করা আছে।এই দুইটা ছাড়া অন্যকিছু থাকার সম্ভাবনা নেই।

    আপনার মেইলে একটা ছবি পাঠিয়েছি দেখেন তো কিসের সমস্যা।

    আপনার ব্লগটির ভাষা বাংলা থেকে পরিবর্তন করে ইংরেজী করে দিন।এরপর গেডজেটটি সেট করুন এবং এক বা দুইদিন অপেক্ষা করুন।আশাকরি কাজ হয়ে যাবে।কাজ হলে জানাবেন।এই ধরনের সমস্যায় আগে পড়িনি তাই ধারণা ছিল না।

    কোন জায়গা থেকে দেবো সেটিং থেকে না ডেসবোট থেকে ? ডেসবোডে ইংলিস uk দেওয়া আছে আর সেটিং এ তো ইংরেজী নাই । আমার কিন্তু ডেসবোটের এখানে আন্য লেকের ব্লোক add করা আছে তাতে কোন সমস্য হচ্ছে না তো।আমি আর ওগুলা ডিলেট করতে পারছিনা কি ভাবে করতে হবে জানা থাকলে জানাবেন প্লিজ আমার মনে হয় ওর জন্য সমস্যা হচ্ছে।

পরীক্খা তাই অন্য সময় দেখবো। প্রিয়তে রেখে দিলাম।

ধন্যবাদ

Level 0

আমার ব্লগ সাইট বেশকিছুক্ষন লোডিং হয়ে দেখায় যে
The connection was reset
The connection to the server was reset while the page was loading.
The site could be temporarily unavailable or too busy. Try again in a few
moments.
If you are unable to load any pages, check your computer’s network
connection.
If your computer or network is protected by a firewall or proxy, make sure
that Firefox is permitted to access the Web.
তবে লগিন করে Edit ও করতে পারি। কিন্তু ভিউ দিলে Edit কৃত ব্লগ কিছুক্ষন থেকে তারপরো উপরের মতো দেখায়।
এখন কী করতে পারি? আমার ব্লগের নাম http://www.amrprithibi-sharfuzzaman.blogspot.com

    এটি সম্ভবত আপনার ব্রাউজারের কুকির কারনে হচ্ছে।ওগুলো পরিষ্কার করুন।সবচেয়ে ভালহয় নিচের সফটওয়ারটি ডাউনলোড করে ব্রাউজারের কুকিসহ অন্যান্য অদরকারী জিনিষগুলো ডিলিট করে পিসি নিয়মিত পরিষ্কার রাখুন।

    http://www.piriform.com/ccleaner/download/standard

Level 0

অসাধারণ টিউন! সত্যি অনেক কাজে লাগবে। নতুন একটা সাইট তৈরি করলাম
সম্পূর্ণ ভৌতিক সাইট। বাস্তব ঘটনা সমৃদ্ধ।
http://thehorribleghost.blogspot.com/

    আপনাকেও ধন্যবাদ।ভৌতিক জিনিষে আমার আগ্রহ কম। 😈

নাইম ভাই এবার আমার ব্লগে একটু ঘুরে আসুন আর কেমন হল মন্তব্য করে আসুন । ভাল হলে সবই আপনার জন্য হয়েছে ।

    ভালো হয়েছে তবে টেমপ্লেটটি পরিবর্তন করলে আরো সুন্দর দেখাবে।টেম্পলেট পরিবর্তন করার নিয়ম জানতে ৬ষ্ঠ পর্বটি ঘুরে আসুন এবং পছন্দমত টেমপ্লেট ডাউনলোড করতে রনি ভাইয়ের নিচের পোস্টটি ঘুরে আসুন।

    http://www.somewhereinblog.net/blog/ronyiutee/29328890

</b:skin>

৬। কোডটি খুজে পেলে নিচের কোডটি এটার ঠিক উপরে কপি করে পেষ্ট করুন।

<link href='ADD YOUR FAVICON LINK HERE' rel='icon' type='image/gif'/>

"উপরে পেস্ট করুন…"

উপরে মানে কি ?

    উপরে পেস্ট মানে এই কোড টা (<link href=’ADD YOUR FAVICON LINK HERE’ rel=’icon’ type=’image/gif’/>)</b:skin> এর আগে কপি করে পেস্ট করতে হবে।এখানে শুধু ADD YOUR FAVICON LINK HERE এর জায়গায় গিফ ইমেজটি যেখানে হোস্ট করেছিলাম সেটার লিংক বসিয়ে দিবেন।এরপর নিচে সেভ বাটনে ক্লিক করলেই হবে।

ভাই কেমন আছেন।..আপনার এই ধারাবাহিক টিউন এর মাধ্যমে আনেক কিছু জানলাম। অনেক ধন্যবাদ আপনাকে..ভাই Blogspot কি প্রথম আলো নিউজ অথবা্ ‍শেয়ার মাকের্ট এর SCROLL দেওয়া যাবে…যদি যাই তাহলে পক্রিয়া টি জানালে আরো উপকৃত হতাম…

    দেয়া যাবে তবে আপনাকে রেগুলার আপডেট করতে হবে অর্থাৎ ফিড দিয়ে স্ক্রলিং টেক্সট দেয়ার কোন পদ্ধতি সম্পর্কে আমার জানা নেই।নিচের কোডগুলো HTML/JavaScript গেডজেটে পেস্ট করে দিয়ে স্থান নির্ধারিত করে দিলেই হবে।এখানে Your Link এর জায়গায় লিংক এবং Text এর জায়গায় যেটি লিখবেন সেটি দিতে হবে।

    <marquee behavior="scroll" align="middle" direction="left" bgcolor="#99FFFF" scrollamount="4" onmouseover="this.stop()" onmouseout="this.start()"><a href="Your Link">Your Text</a> # <a href="Your Link">Text</a> # <a href="Your Link">Text</a></marquee>

Blogspot কি প্রথম আলো নিউজ অথবা্ ‍শেয়ার মাকের্ট এর SCROLL দেওয়া যাবে…?

Level 0

ভাই অনেক কিছু শিখলাম, কিন্তু "এবার ব্লগারে বা যেকোন ইমেজ হোস্টিং সাইটে ছবিটি আপলোড করে লিঙ্কটি সংগ্রহ করে রাখুন।ব্লগারে আপলোড করতে পোস্টিং এডিটর খুলে ইমেজটি আপলোড করে HTML View দিয়ে লিঙ্কটি সংগ্রহ করতে পারেন। " এটা পারলাম না। আমি আপলোড করতে পারছি না।দয়া করে সাহায্য করবেন।

    Level 0

    ফেভিকনটি ব্লগারে সেট করতে গেলে এই msg আসে

    We were unable to save your template
    Please correct the error below, and submit your template again.
    Your template could not be parsed as it is not well-formed. Please make sure all XML elements are closed properly.
    XML error message: The reference to entity "s" must end with the ';' delimiter.

    কি করবো??

    Level 0

    ভাই ব্লগে ক্যটাগরি বা ট্যাব তৈরী করব কিভাবে জানাবেন

    এই টিউটোরিয়ালের দুই নাম্বার পর্বটি পড়লে আপনার প্রথম ও শেষ প্রশ্নটির উত্তর পেয়ে যাবেন।ফেভিকনের ব্যাপারটি আগেই বলেছি যে, আপনি যদি ব্লগার টেমপ্লেট ডিজাইনার ডিজাইন করা টেমপ্লেট ব্যবহার করেন তাহলে ফেভিকন সেট করতে পারবেন না।

    দ্বিতীয় পর্বঃ https://www.techtunes.io/tutorial/tune-id/46378/

We were unable to save your template
Please correct the error below, and submit your template again.
Your template could not be parsed as it is not well-formed. Please make sure all XML elements are closed properly.
XML error message: The value of attribute "href" associated with an element type "null" must not contain the '<' character.

আমি ফেবিকন এড করতে চাইলে এই কথা বলে ।

    আপনি যদি ব্লগার টেমপ্লেট ডিজাইনার দিয়ে ডিজাইন করা ব্লগার টেম্পলেট ডিজাইনার ব্যবহার করে থাকেন তাহলে এটি পরিবর্তন করতে পারবেন না।

আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব ভাষা খুঁজে পাচ্ছি না ।
আপনার টিউটোরিয়াল দেখে একটা ব্লগ দাড় করিয়েছি ।
প্লিজ দেখে বলবেন আর কি সেট করলে ভাল হয় ।
rajonspi.blogspot.com

    দেখে আসলাম।হোমপেইজে পোস্টের সংখ্যা কমিয়ে দেন।সুন্দর লাগবে।

নিশাচর নাইম – ভাই সালাম নিবেন , আমি যদি ডোমিন নেম ক্রয় করে তা আমার ব্লোগের জন্য ব্যবহার করি তবে কি ব্লোগে ঢুকতে পারা নাপারার যে সমস্যা তা কি থাকবে ? । নিজেষ্য ডোমিন ব্যবহার করলে ব্লোগারের হোষ্টের কি কোন সমস্যা হবে ? আমি আমার প্রতিষ্ঠারে জন্য ব্লোগারে একটি সাইট তৈরী করেছি য়া ব্লোগ সাইট না , এতে কি কোন সমস্যা হবে ? দয়াকরে প্রশ্নগুলর উত্তর দিলে খুব উপকৃত হতাম ।

নাইম ভাই আশা করি আমাকে সাহায্য করবেন।গতকাল আমি আমার ব্লগ এর tempelete পরিবর্তন করছি। কিন্তু এটার পর আমার ব্লগ এর গুগল ফীড কাগ করছে না। ইমেইল দিয়ে registation করতে গেলে লেখা আসে The feed does not have subscriptions by email enabled

আমি অনেক চেষ্টা করছি। আগের ফীড delet করে নতুন ফীড তৈরি করার জন্য। কিন্তু তা হচ্ছে না। আমাকে এরর meassage দেখায় তা হল
he URL does not appear to reference a valid XML file. We encountered the following problem: Error on line 15: The reference to entity "zx" must end with the ';' delimiter.

একটু বলেন কোথায় ভুল করছি।

    গুগল ফিডের জন্য তো আলাদা কোন ইউআরএল যুক্ত করতে হয় না।আপনাকে ফিডবার্নার(http://www.feedburner.com/) দিয়ে ফিড বার্ন করে ফিড URL টি Settings>Site feed এ গিয়ে যুক্ত করে দিলেই হবে।আপনি যে কোড ওখানে যুক্ত করতে চেয়েছেন সেটি valid কোড নয় তাই এই ম্যাসেজ শো করেছে।

    ভাই http://www.feedburner.com/ এ গিয়ে ফিড বার্ন করতে গেলে এই লেখাটা আসে the URL does not appear to reference a valid XML file. We encountered the following problem: Error on line 15: The reference to entity "zx" must end with the ‘;’ delimiter.

আপনার জন্নই ব্লগ বানাতে সাহস পেলাম চেষ্টা করছি ব্লগ টাকে সুন্দর করার জন্য আশা করি আর ভাল ভাল জিনিস পাব আপনার কাছ থেকে

ভাইরে আপনি একখান জিনিয়াস। থামেন, নিজের ব্লগটা খুইলা নি, আপনার সব পোস্ট চুরি করমু 😀

Level 0

নিশাচর নাইম ভাই ,আমি আপনার ব্লগ দেখেছি,খুব সুন্দর হইছে। এখন আমাকে বলুন,কি ভাবে আমি আমার ব্লগ এ নিজের বানানো home page upload করব,এবং এখানে কি data base ভিত্তিক(mysql এরকম)dynamic page upload করা যায় ।
আমার ব্লগ http://mohammad-kabir.blogspot.com

আশা করি আমার ঊত্তর খুব তাড়াতাড়ি দিবেন।

Level 0

i am very glad to learn about you as a symphatic man.so i hope you will help me. friend,i have a blog site,i know something about it.but i don’t know the major SEO address in which i will get fruthfull results.please help me by giving the most important seo address.and also tell me how can i make a RSS feed with my blog.thanks.i just yesterday send you as a facebook friendship.my email: [email protected].

drop menu link kaj kore na..update chai!!!

Level 2

@নিশাচর নাইম ভাই আপনার এই টিউন টিতে যে ইমেজ স্লাইডশো প্রদর্শন করেছেন সেটা আমি অনেক দিন ধরে খুজতে ছিলাম এটা অনেক পছন্দ হয়েছে যার জন্য আসঙ্খ ধন্যবাদ…। কিন্তু আক্তা হেল্প লাগবে ভাই টা হল যে ছবি গুলতে লিঙ্ক অ্যাড করব কি ভাবে জানালে অনেক অনেক উপকৃত হবে।

Naim Vai , you are nice by this post.
Really Helpful for Beginers. I am learning .
Can u please give me the link of Episode 10.
This is not available at this moment.

ধন্যবাদ…

ভাই সমাধান তো পেলাম না।