বেসিক টিউটোরিয়ালস (পার্ট-১) – যেভাবে উইন্ডোজে আইএসও ফাইল(ISO) সিডিতে/ডিভিডিতে রাইট বা বার্ন করবেন…(স্ক্রিনশটসহ টেক্সট টিউটোরিয়ালের পাশাপাশি রয়েছে ভিডিও টিউটোরিয়াল)

আজ থেকে নতুন একটা চেইন টিউন করা শুরু করলাম যেখানে প্রোদের জন্যে অতি সাধারণ কিন্তু নতুনদের জন্যে খুবই দরকারী বেসিক বিষয়ের উপর টিউটোরিয়ালগুলো থাকবে। এখানে এমন কিছু সাধারণ বিষয়ও হয়তো থাকবে যেগুলো নিয়ে এর আগে টিউন করা হয়েছে। কিন্তু অবশ্যই সেসব বিষয়ে যেসকল টিউন করবো সেগুলো হবে সম্পুর্ণ ভিন্ন। তো শুরু করা যাক "বেসিক টিউটোরিয়ালস" চেইন টিউনের প্রথম পর্ব।

যেভাবে উইন্ডোজে আইএসও ফাইল(ISO) সিডিতে/ডিভিডিতে রাইট বা বার্ন করবেন...

প্রথমের বলে দিচ্ছি এই চেইন টিউনের টিউনগুলো করা হয়েছে নতুনদের তথা নিউবায় দের কথা মাথায় রেখে, তাই প্রো লেভেলের কেউ আবার মাইন্ড খায়েন না... সিডি/ডিভিডি বার্ন বা রাইট করার হাজারো সফটওয়্যার থাকলেও আমি দু'টি ফ্রিওয়্যারকে নিচ্ছি যাতে কিজেন, প্যাচ এর কোন ঝামেলা না থাকে। তো শুরু করি।

ImgBurn দিয়ে সিডি রাইট করাঃ

ImgBurn একটি ছোট্ট সাইজের অসাধারণ ইউটিলিটি সফটওয়্যার যা দিয়ে খুবই সহজে সিডি রাইট করতে পারবেন।

প্রথম ধাপঃ

প্রথমেই ImgBurn [ ইমেজ বার্ন] ডাউনলোড করে নিন। ডাউনলোড করতে নিচের ছবিতে ক্লিক করুন। দ্বিতীয় ধাপঃ

ImgBurn ইন্সটল করে নিন। ইন্সটলেশনের সময় আস্ক টুলবারও ইন্সটল হয়, যা বাড়তি ঝামেলা হিসেবে দেখা দিতে পারে নতুন ইউজার দের জন্য। তাই এই নিশপ্রয়োজনীয় টুলবারটিকে ইন্সটল করতে চাইলে নিচের চিত্রের মত করে টিক উঠিয়ে দিনঃ

সিডি রাইট

তৃতীয় ধাপঃ

এবার সিডি ড্রাইভে কোন ব্ল্যাঙ্ক সিডি/ডিভিডি* প্রবেশ করান।

সতর্কতাঃ

*ব্ল্যাঙ্ক সিডি/ডিভিডি বলতে বোঝায় যে সিডিতে কোন কিছুই রাইট করা হয়নি।

*আপনার যদি সিডি রাইটার বা ডিভিডি রাইটার না থাক তবে আপনি সিডি রাইট করতে পারবেন না।

চতুর্থ ধাপঃ

এবার যেকোনো আইএসও ইমেজ ফাইল-এ রাইট ক্লিক করে "Burn using ImgBurn" সিলেক্ট করুন. পঞ্চম ধাপঃ

ইমেজ বার্নের নতুন একটি উইন্ডো ওপেন হবে যেখানে সোর্স এবং ডেস্টিনেশন ফিল্ড সহ আরো নানা ইনফরমেশন থাকবে। আপনি চাইলে ডিফল্ট সেটিংস ই রেখে দিতে পারেন নয়তো নিজের মত করে কাস্টোমাইজ করে নিতে পারেন। এরপর নিচের স্ক্রিনশটের মত করে Write বাটনে ক্লিক করুন। ষষ্ঠ ধাপঃ

এবার সিডি রাইটিং প্রসেস শুরু হয়ে যাবে পাশাপাশি একটি লগ স্ক্রিন ওপেন হবে, যা আপনাকে সিডি রাইট করার সময়কার যাবতীয় তথ্যাদির লগ দিবে।

আপনার সিডি রাইট করার সকল ধাপ শেষ, এবার কিছুক্ষণ অপেক্ষা করুন। সিডি রাইট শেষ হলে আপনাকে একটি সাক্সেসফুল মেসেজ দিবে যা অনেকটা নিচের স্ক্রিনশটের মতঃ ব্যাস এবার আপনার কাজ শেষ। আপনি সিডি রাইট করে ফেলেছেন 😈

যদি কেউ রাইট করতের ব্যর্থ হন তবে এই টিউটোরিয়াল ভিডিও টি দেখে নিতে পারেনঃ

http://www.youtube.com/watch?v=2yZcmgLqdwM

ISO Recorder দিয়ে সিডি রাইট করাঃ

প্রথম ধাপঃ

এখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন এবং ইন্সটল করে ফেলুন।

দ্বিতীয় ধাপঃ

এবার ব্ল্যাঙ্ক ডিস্ক ঢুকিয়ে নিন। যে  ইমেজ বা আইএসও ফাইল বার্ন করবেন সেটাতে রাইট ক্লিক করে Copy image to CD সিলেক্ট করুন।

তৃতীয় ধাপঃ

নতুন একটি উইন্ডো ওপেন হবে যেখানে ইমেজ ফাইলের সোর্স সহ কিছু তথ্য থাকবে,  স্পিড সিলেক্ট করে Next এ ক্লিক করুন।

চতুর্থ ধাপঃ

এবার বার্নিং প্রসেস শুরু হয়ে যাবে। এটা ১০০% না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

১০০% কমপ্লিট হয়ে গেলে আপনাকে একটা সাক্সেস্ফুল মেসেজ দেখাবে নিচের মত করেঃ

ব্যস আপনি সিডি রাইট করে ফেলেছেন... Chill :mrgreen:

যদি কেউ রাইট করতের ব্যর্থ হন তবে এই টিউটোরিয়াল ভিডিও টি দেখে নিতে পারেনঃ

উইন্ডোজ সেভেন দিয়ে সিডি রাইট করাঃ

আপনি যদি উইন্ডোজ সেভেন ব্যবহার করে থাকেন তবে আপনি উপরের সফটওয়্যারগুলোর মত করেই সিডি রাইট করতে পারবেন, কিন্তু তখন উপরের সফটওয়্যারগুলোর প্রয়োজন পড়বে না... অর্থাৎ সেভেনে ডিফল্টভাবে আইএসও ফাইল বার্ন করার সুবিধা আছে...

প্রথম ধাপঃ

আইএসও ফাইলে রাইট ক্লিক করে Burn disc image এ ক্লিক করুন।

দ্বিতীয় ধাপঃ

উপরের মত করে একটি উইন্ডো ওপেন হবে, সেটাতে বার্ন এ ক্লিক করলেই সিডি রাইট হওয়া শুরু হবে এবং রাইট হয়ে যাবে... 😀 খুবই সোজা...

যদি কেউ রাইট করতের ব্যর্থ হন তবে এই টিউটোরিয়াল ভিডিও টি দেখে নিতে পারেনঃ

*উইন্ডোজ সেভেন ডিফল্ট বার্নার দিয়ে রাইট করা ডিস্ক অন্য উন্ডোজ সেভেন ছাড়া অন্য কোন অপারেটিং সিস্টেমে ওপেন করার চেষ্টা করলে অনেক সময় ওপেন করা যায়না বা ওপেন করতে চাইলে নানাবিধ সমস্যা দেখা দেয় তাই সকলকে ডিফল্ট বার্নার ব্যবহার না করে থার্ডপার্টি সফটওয়্যার ব্যবহার করতে অনুরোধ জানানো হচ্ছে। (কৃতজ্ঞতা স্বীকারঃ লাকি এফ এম ভাই আমাকে এই সমস্যাটার কথা জানানোয় আমি এড করে দিয়েছি, তাকে ধন্যবাদ এর জন্য :mrgreen:)

শেষ কথাঃ

আমি আগেই বলেছি বেসিক টিউটোরিয়ালস এর টিউটোরিয়ালগুলো হবে খুবই সাধারণ বিষয়ের উপর এবং টিউনগুলো অনেকটা নতুন দের উপযোগী করে লিখা হবে। কমেন্টে জানান কার কেমন লাগলো আর চেইন টিউটোরিয়াল টিউন চালাবো কিনা সে সম্পর্কেও জানান। কোন কোন বিষয়ে টিউন চাচ্ছেন সেটাও জানান। আপনাদের সকলের কমেন্টের অপেক্ষায় রইলাম।

আমার সকল টিউনগুলো দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুন।

ডিজে আরিফ এর টিউনার পাতা

Level 0

আমি ডিজে আরিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 60 টি টিউন ও 1479 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি আরিফ, সাধারণ একজন আরিফ! চাই অসাধারণ কিছু করতে, সম্ভব কিনা জানিনা কিন্তু ইচ্ছাশক্তির বলে অনেক কিছুই করতে চাই। ব্লগিং - এর সাথে পরিচয় খুব বেশি দিনের না, তবুও বিষয়টাকে ব্যাপকভাবে উপভোগ করছি। ভালো মানের ব্লগার হওয়ার ইচ্ছা আছে। বর্তমানে আমি দশম শ্রেণীতে ঢাকার স্বনামধন্য বিদ্যালয়ে পড়ালেখা করছি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাল যারা খুবই নতুন তাদের অনেক উপকারে আসবে। তবে Nero টা বাদ পড়েছে। ওটা বাই ডিফল্ট রাইটার এর সাথে দেয়া হয় তো তাই ওটার টিউটোরিয়াল দিলে ভাল হতো। ধন্যবাদ টিউনটির জন্য। 🙂

    নতুনদের জন্যেই করা, নিরো টা আসলে সবগুলো রাইটারের সাথে দেয় না, যেমন আমার দু'টো আছে, একটা বেনকিউ আরেকটা স্যামসাং। বেঙ্কিউ এর সাথে আমি নিরোর ডিভিডি পেয়েছি কিন্তু স্যামসাং এর সাথে স্যামসাং এর নিজস্ব কি যেন একটা নাম সেই সফট এর ডিভিডি দিয়েছে… তাই একদম সহজগুলোই এখানে দেইয়ার চেষ্টা করেছি…

    Level 0

    সফটওয়ারগুলোর ডাউলোড করার লিংকটা দিয়ে দেন। তাহলে ভাল হবে। আর এটার আরেকটা পবর্ দেন যেখানে অডিও সিডি, ভিডিও সিডি ডিভিডি রাইট করার পদ্ধতিসমূহ আলোচনা করবেন। ধন্যবাদ।

    নিরোর সুবিধা হল আইএসও ৭০০ মেগার হলে বাকিটা মাল্টিসেশান করা যায় 😀

    অন্তু ভাই আমিতো দুইটা সফট নিয়ে আলচনা করসি আর দু'টোরই ডাউনলোড লিঙ্ক দিসি… আপনি বোধহয় পুরোটা পরেন নি…
    শাওন ভাই – তা বটে…

ভাল লাগল ধন্যবাদ চালিয়ে যান!!!

ডিজে ভাই বুটেবল ডিস্ক কিভাবে করব ? উইন্ডোজ এক্সপি ডাউনলোড দিছি । আইএসও ফাইল ! কিভাবে বুটেবল সিডি করব ?

    একটা বুটেবল সিডি বা ডিভিডি কিনে আনো। তারপর ImgBurn ওপেন করে Mode -> Build এ ক্লিক করো ->Advanced ->Make Image Bootable করে বুটেবল ইমেজ তৈরী করা যায়। যেহেতূ উইন্ডোজ এক্সপি ডাউনলোড দিসো আইএসও ফাইলে, তাই সেটা বুটেবল [সাধারণত বাজারে প্রাপ্ত সবগুলোই বুটেবল হয়] সিডিতে রাইট করলেই হয়ে যাবে, তেমন কিছু করতে হবে না…

vai jaan net-e win7 er 3/4 part iso file pawa jai, egulo kivabe burn kore butable cd/dvd kora jai ektu janaben pls, onek upokar hobe…valo thakben…thanks for your good post

    মূলত সেগুলো রার পার্ট আকারে থাকলেও সেগুলো একটাই আই এসও ফাইল। অর্থাৎ সবগুলো ডাউনলোড করে একই ফোল্ডারে রেখে প্রথম ফাইল ওপেন করলেই সবগুলো ওপেন হয়ে যাবে, সেক্ষেত্রে ডাউনলোড হয়ে গেলে Winrar দিয়ে এক্সট্র্যাক্ট করে নিন, তারপর উপরে দেয়া ImgBurn সফটওয়্যার দিয়ে বার্ন করে ফেলুন। ব্যাস…

khub valo laglo.onek normal but so usefull and important topics.asa korbo cd/dvd write kora nie aro tune korben.jate kore amora sob kichu easy vhabe korte pari.

sorry for english

    ঈনশাল্লাহ করার চেষ্টা করবো, আরো অনেক টিউনার আছেন তারাও হয়তো করবেন… 😛

ভালো উদ্দ্যেগ। স্বাগত জানায়।

ধন্যবাদ

ভালো উদ্দ্যোগ বাকী গুলো তারাতারি পোস্ট করুন। নতুন কম্পিউটার ইউজারদের অনেক উপকার হবে।

    ঈনশাল্লাহ বাকিগুলোও তাড়াতাড়ি পোস্ট করার চেষ্টা করবো…

Level 0

nokia pc suite sara nokia die kivabe net conect kora jai? Keo blte paren

নিরো ব্যবহার করি, বিধায় নিরো নিয়ে যদি একটি বার লিখতেন ভাল হত। তবু ও অনেক সুন্দর। ভাল থাকেন।

Level 0

কিভাবে File ISO করতে হয় জানালে খুশি হব।

    ImgBurn ওপেন করুন ->Create image file from disc সিলেক্ট করুন ->এবার যেই সিডি বা ডিভিডিকে ISO করবেন সেটা Source এ দেখিয়ে দিন। তার পর ক্রিয়েট বাটনে ক্লিক করলেই আইএসও হয়ে যাবে…

Level 0

Thank you boss.

Level 0

ভাই, আমি Boot-able সিডি তৈরী করতে পারছি না । মানে একবার একটা Xp-র সিডি Edit করেছিলাম কিন্তু Boot পায় না । কীভাবে/কোথায় এই Boot ফাইল পাবো ?

    মডিফাই করার সময় বোধহয় দরাকাররী ফাইল করাপ্ট হয়ে গেছে। একদম ফ্রেশ বুটেবল কপি ইউজ করুন…

আমার কাছে Infra Recorder টাই বেষ্ট মনেহয়।
ভাল ধন্যবাদ। চালিয়ে যাও।

    আমার কাছে আল্ট্রা আইএসও টা সবচেয়ে ঝাক্কাস মনে হয়…

আরিফ, নতুনদের জন্য খুবই ভাল চেইন টিউন শুরু করেছ। go on! 🙂

    অনেক ধন্যবাদ মেহেদী ভাই… ঈনশাল্লাহ চালিয়ে যাবো…

অসাধারন একটা টিউন,
প্রিয়তে নিয়ে নিলাম,অনেক অনেক ধন্যবাদ সুন্দর ও কাজের টিউনটি করার জন্য।

হু… অনেক সুন্দর লাগলো।
…. এন্টি-হ্যাকারের ব্লগ