সি++,জাভা,এইচটিএমএল, জাভাস্ক্রিপ্ট, পিএইচপি এর বাংলা ভিডিও টিউটোরিয়াল!!!সবাইরে ওয়েলকাম!!!কারো একফোটা কামে দিলেই আমি ধন্য!! B-)) B-)) !:#P

কম্পিউটার প্রোগ্রামিংয়ে হাতেখড়ি শুধুই নিজের ইচ্ছায় আর কখন যে এইটা নেশায় পরিনত হইছে টেরই পাই নাই!!! আর ওয়েব ডেভেলাপিংটা শুধুই ঝোঁকের বশে শুরু করছিলাম!! শিখতে যায়া একটা জিনিস খেয়াল করছি যে কিছু কিছু সাইটের ভিডিও টিউটোরিয়াল বিগিনার লেভেলে এতো বেশি কামে দেয় যা বেশিরভাগ বই থাইকাও পাওয়া যায় না!! আর সামুতে মাঝে মইধ্যে কালে ভদ্রে এইসব নিয়া ২ ১ টা পোস্ট পাইতাম যার কোনোটাই মিস করতাম না!!! অনেক ভাইয়ার পোস্ট থাইকা এতোই হেল্প পাইছি যা বলার মতো না অথবা বলতে গেলে নাম মনে করতে পারমু না আবার নাম মনে পড়লে নিক মনে পড়বো না!! আবার হয়তো আমার দূর্বল মস্তিষ্ক কয়েকজনের নাম মনে করতে পারবো আর তখন বাকিরা আইসা আমারে গদাম দিয়া যাইবো!!! :-P যাই হোক এতে উনাগো দোষ নাই আমার নিজেরই মেজাজ খারাপ লাগে যখন অকৃতজ্ঞ পোলাপাইন দেখি!! X(

যাউকগা বেশি পেচাল পাইরা কাম নাই যেইডা কইতে নিছিলাম-------সামুতে আর টেকটিউনসে ডেইলী ১ টা না ১ টা হেল্প চায়া পোস্ট পাই বিশেষত পিএইচপি, এইচটিএমএল এগুলা নিয়া!! তাই আমি ছোটো মানুষ হয়া একটা বড় প্রজেক্ট হাতে নিছি! সেইটা হইলো ......একটা সাইট বানাইলাম যেইখানে এইচটিএমএল, পিএইচপি, জাভাস্ক্রিপ্ট, জাভা, সি++ এইসবের উপরে ভিডিও টিউটোরিয়াল থাকবো পুরাপুরি বাংলায়! এখহনকার মতো সি++ , এইচটিএমএল আর পিএইচপি দিয়া শুরু করছি যদি সেইরকম সাড়া পাই তায়লে কনটিনিউ করমু ইনশাললাহ!আর এককেবারেই কম সময়ে ডিজাইন করা সাইট তার থাইকাও কম সময় দিছি ডিজাইনের পিছে চিন্তা করায় তাই দেখতে শুনতে খুব ভালো হয় নাই সাইট! আস্তে আপডেট করমু নে সময় পাইলে! আর পুরাপুরি নিজের হাতে এইচটিএমএল আর সিএসএস দিয়া ডিজাইন করা তাই আমি নিজেই খুব ভালো কিছি আশা করি নাই!! :-P :-P! আর আপনাদের কারো কোনো আর্জি থাকলে কোনো ভিডিও টিউটোরিয়াল দরকার হইলে জাস্ট একবার আওয়াজ দিবেন দেখবেন এই বান্দা জান দিয়া দিবো!! =p~ !:#P
যাই হোক বড় ভাইয়েরা প্লিঈঈঈঈইজ যেকোনো এডভাইস বা যে কোনো আইডিয়া থাকলে ছোটো ভাই ভাইবা জানাইবেন আশা করি! আর ছোটো ভাইয়েরা(যদিও কেউ নাই মনে হয়! :-P )
প্লিঈঈঈঈজ ফিডব্যাক দিতে ভুইলো না!!
কারো যদি একফোটা উপকারে আশে বা কামে লাগে তায়লেই আমি খুশি আর প্লিঈঈঈঈজ আমর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিওর আপডেট পাইতে হইলে!! আর ভালো হোক খারাপ হোক আপনাদের মতামত গুলা আপাতত ইউটিউব কমেন্টে দিয়া আসবেন অথবা আমারে মেইল করবেন নিচে সবগুলার এড্রেস দেওয়া আছে

আপনাদের আগ্রহের উপরে নির্ভর করতেছে আমার নেক্সট স্টেপ! যদি তেমন সাড়া পাই তায়লে একটা ফোরাম বানামু আর একটা পিকচার সেকশন থাকবো যেইখানে দুনিয়ার তামাম মজার আর ফানি পিকচার পাইবেন যাতে পড়ালেখা কইরা মাথা গরম হইলে মাথা ঠান্ডা করবার পারেন! আর বই পত্র সেকশন টা আপাতত খালি আছে! আপনাদের চাওয়া অনুযায়ী আপলোড করার ইচ্ছা আছে! অতএব মেইল করেন আমারে কার কোন বই লাগবো! যতদিন ফোরাম চালু না হইতেছে ততদিন মেইলই ভরসা!

সাইটে কিছু ছোটো খাটো কাজ চলতাছে যার জন্য হয়তো আপনারা ২ ১ টা মিসটেক অথবা আজাইরা ঝামেলায় পড়বেন! আগেই সরি বইলা নিতাছি এগুলার জন্য আর সমস্যাগুলা জানাইতে ভুলবেন না!
বিডিগিকস ইউটিউব চ্যানেল : http://www.youtube.com/user/BDGEEKS

বিডিগিকস ওয়েবসাইট : http://www.bdgeeks.com

ফেসবুক পেজ : https://www.facebook.com/pages/BDGeeKs-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE-%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%93-%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%89%E0%A6%9F%E0%A7%8B%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B2-/237173582992285

ফেসবুক গ্রুপ : https://www.facebook.com/groups/246213358748174/

ইমেইল এড্রেস : [email protected]

Level 0

আমি ফয়সাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 84 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

অনেক অনেক ধন্যবাদ । আমি c++ এবং জাভা মুটামুটি পারি । আমার graphics programming এর উপর আগ্রহ বেশি । যদি OpenGL বা java এর একটা বাংলা tutorial থাকতো তাহলে উপকৃত হতাম ।

    @Shaiful: ভাইয়া এগুলা একটু এডভান্স লেভেলের! আগে বিগিনারস লেভেলেরগুলা দিয়া নেই! তারপর আস্তে আস্তে সামনে আগামু ইনশাললাহ!

দারুন ভাই চালায় জান । আমরা আছি ।

    @অর্জুন: অশেষ ধন্যবাদ ভাই আপনারে! আপনাদের ফিডব্যাকের উপরেই নির্ভর করতেছে কতদুর নিতে পারবো আপনাদের! নিয়মিত ভিজিট করতে আর শেয়ার করতে ভুলবেন না! 😀
    কোনো সমস্যা হলে বা সাইটে কোথাও সমস্যা দেখলে জানাবেন প্লিজ

Level New

ভালো ভাই চালাইয়া যান ।আপনাদের মত লোকদের ই আমরা খুঁজছি ,ধন্যবাদ ।

    @kamal ahammed: লজ্জা দিলেন ভাই! আমি আপনাদেরকে খুজছি যারা পাশে থাইকা সাপোর্ট দিতে পারবো!কোনো সমস্যা অথবা যে কোনো উপদেশ থাকলে জানাবেন! আর ভাই শেয়ার করতে ভুলবেন না! যেখানেই কারো প্রয়োজন মনে করবেন শেয়ার করে দিবেন প্লিজ! অনুরোধ রইলো! ভালো থাকবেন কামাল ভাই!:D

Level 0

awesome, awesome,awesome,awesome, 1 trillion awesome
ki bolbo? bhasha khuje pachhina, ashole shotti kotha bolte ki, Allah khub rare kichhu manushke emon manoshikota die create korechhen,jara manusher upokar koratai life r motto bibechona kore, apnar 1st tutorial ta dekhe apnake amar temon chhele mone holo, apni life e onek boro hon,ei doa kori, actually amake doa korte hobena, coz emon manoshikota je chheler , Allah take emnitei shofolkam korben.

    @learner: হিহিহিহি এমন একটা কমেন্ট যে কোনো মানুষের স্পিরিট ১০০ গুন বাড়ায়া দিতে পারে! আসলে এগুলা তেমন কিছু না ভাইয়া আমি শুধু নিজের বেস্ট টা দিতে চেষ্টা করছি! কিন্তু ভিডিও টিউটোরিয়াল লাইনে নতুন হওয়ায় একটু নার্ভাসনেস আর একটু ভয় মিলায়া খুব একটা ভালো হয় নাই! তবে আপনারা যদি পাশে থাকেন তায়লে এর থাইকা অনেক ভালো টিউটোরিয়াল দেওয়া সম্ভব! আপনার কমেন্ট আর দোয়াটা সযত্নে বাধায়া রাখতে পারলে ভালো লাগতো!!

    ধন্যবাদ দিয়া ছোটো করমু না আপনারে! ভালো থাকবেন!পাশে থাকবেন!:)

শুনে ভালো লাগলো, অনেক দিন থেকে এগুলো শিখতে পারছিলাম না কোন ভিডিও টিউটোরিয়াল না থাকায়, এখন শিখতে পারবো, আপনাকে অনেক ধন্যবাদ

    @উদাসী মিরাজ: শুরু কইরা দেন ভাই টিউটোরিয়াল গুলা দেখতে থাকেন আর প্রাকটিস করতে থাকেন! এক্কেবারেই সোজা!!! কোথাও কোনো সমস্যা হইলে আমি তো আছিই!:D মেইল করেন নায়লে ফেসবুক পেজে অথবা গ্রুপে পোস্ট দেন সাহায্য পায়া যাবেন!

Level 0

@ ফয়সাল
তুমি কি পলাশ এর ভাই ফয়সাল frm ইতালি? আমি আদনান। পলাশ কে বলো চিনবে frm শাহীন।

    @billi: হুম ভাই চিনতে পারছে পলাশ তবে আমি চিনি নাই!>:P>:P>:P
    আশা করি পাশেই আছো চিনা নেওয়ার টাইম পাওয়া যাইবো!!
    কওনো সাহায্য অথবা উপদেশ বা পরামর্শ যাই থাকুক জানাইতে ভুইলো না!

      Level 0

      @ফয়সাল:
      ইনশাল্লাহ, যাক টিটি এই ফার্স্ট পরিচিত কাউকে পেলাম। আমাকে স্কাইপি অ্যাড করো ad.mahmud

@ ফয়সাল – নিঃসন্দেহে খুব ভালো উদ্যোগ। দোয়া রইল আপনার জন্য। চালিয়ে যান।

    @marufbillah: ধন্যবাদ ভাইয়া! যাদের দরকার হতে পারে বা কাজে লাগতে পারে তাদের সাথে শেয়ার করতে ভুলবেন না!ভালো থাকবেন!:D

Level 2

vai ami c++ ki janina kintu shikte chai.ata shikte hole ki valo computer knowledge dorkar?

    @motaleb52: তেমন কোনো কম্পিউটার নলেজ দরকার নেই যেটা দরকার সেটা হলো দ্রুত ও স্বচ্ছ চিন্তা শক্তি আর নিজের ইচ্ছা! আপনি আমার টিউটোরিয়াল গুলা দেখতে থাকুন এখানে যথেস্ট সহজ করে এবং প্রত্যেকটা স্টেপ দেখানো আছে!! এরপরেও কোনো সমস্যা হলে ফেসবুক গ্রুপ ও পেজ আছে আর আমার মেইল এড্রেস দেওয়া আছে জানাবেন যে কোনো সময়! 😀 ভালো থাকবেন!

Level 2

valo laglo apnar kotha gulo apni 2 ta link disen kontay jabo
?

    @motaleb52: ভাইয়া আপনি সাইটের যেই লিংক দেওয়া আছে ঐখানে গেলে খুশি হব আমি! অথবা ইউটিউব চ্যানেলে দেখলেও পারেন! আপনার ইচছা!
    আপনাকে অফিসিয়ালি আমার সাইটে ওয়েলকাম!:D

ভাই, বহুত ইচ্ছা আছিল CSE তে পড়ব। হইল না। আল্লাহকে অসংখ্য ধন্যবাদ এমন ১টা সুযোগ করে দেওয়ার জন্য। কি বলে যে আপনাকে কৃতজ্ঞতা জানাবো বুঝছি না। কিন্তু ১টা প্রশ্ন । কোনটা দিয়ে শুরু করব?

    @তমাল: ভাই এখন ইন্টারনেটের যুগে সবাই CSE না পইড়াই কম্পিউটার মাস্টার!;);)
    কোনো চিন্তা নিয়েন না! আগে ভাইবা দেখেন কোনটা চান আপনি! ওয়েব ডেভেলপিং নাকি কম্পিউটার প্রোগ্রামিং??? যদি ওয়েব ডেভেলপিং শিখতে চান তায়লে HTML দিয়া শুরু করেন তারপর পিএইচপি আর জাভাস্ক্রিপ্ট!! আর কম্পিউটার প্রোগ্রামিং শুরু করার জন্য C++ এর উপরে কিছু নাই! আর আমি কয়েকদিনের মধ্যে জাভার টিউটোরিয়ালও আপলোড করবো ইনশাললাহ! তখন ইচ্ছে মতো choose করতে পারবেন!

হা হা। ঠিক কইছেন ভাই। তাইলে আগে ওয়েব ডেভেলপিংটাই শিখি। কি বলেন? আর হ্যা, ফেবু তে এড মাইরা দিসি কিন্তু। থ্যাঙ্কস।

    @তমাল: আপনার ইচ্ছা ভাই! তবে ওয়েব ডেভেলপিং করে মজা পাবেন এইটার গ্যারান্টি আমি দিতে পারি! তায়লে শুরু কইরা দেন ভাই!! আমার সাইটে আপনারে অফিসিয়ালি ওয়েলকাম!! আর বিডি এর গিকস হিসাবে নাম লেখাইলেন মনে রাইখেন কিন্তু !!:P:P
    আর ভাইয়া যদি আমারে ফ্রেন্ড রিকয়েস্ট পাঠায়া থাকেন তায়লে আপনারে সরি বলতে হইবো ভাই! আমি ফেবুতে থাকি না খুব একটা তাই সবাইরে এড কইরা ঝামেলা বাড়াই না 🙁 :(! বিডিগিকসের যে পেজ আছে ঐখানে জয়েন করেন আমি ঐখানে রেগুলার আপডেট দিমু ইনশাললাহ!
    আবারো সরি বলতেছি ভাই যে আপনারে ফ্রেন্ড লিস্টে নিতে পারতাছি না 🙁 🙁 :(! আসলে বিডিগিকস পেজটাই কইতে গেলে আমার একাউন্ট! ঐখানে থাকা মানেই আমার লগে টাচে থাকা!

Level 0

ভালো ভাই চালাইয়া যান ।
আপনাদের মত লোকদের ই
আমরা খুঁজছি ,
egulan niei porasuna korachi.
ENGLISH MEDIUM A. TAI BUJHTE OSUBIDHA HOITO. APNAR BANGLA VIDEO TUTORIAL GULO PAYE MONE KONO OSUBIDHA HOBE NA.
MANY MANY ধন্যবাদ ।
KHUB KHUB VALO THAKBEN R BESI BESI TUTORIAL DIBEN.

    @TAPASFUN: ধন্যবাদ ভাই! আপনাদের কাজে লাগলেই আমি খুশি ভাই! সাথে থাকবেন! আর আপনাদেরকেও আমি খুজতেছি! আপনারা না থাকলে তো সাইটটাই থাকতো না!!! ভালো থাকবেন!!

ফয়সাল , ভাই সালাম নিবেন , আল্লাহ আপনার মঙ্গল করুন । আনেক ধন্যবাদ ভিডিও টিউটরিয়াল গুলোর জন্য । আরো টিটোরিয়ালের অপেক্ষায় রইলাম ।

    @Bulbul Ahmad: ওয়ালাইকুম সালাম ভাই! অবশ্যই আরো ভিডিও পাবেন! নেক্সট আসতেছে জাভাস্ক্রিপ্ট! আর তারপর পিএইচপি এর উপর আরো ২০-৩০ টা দেওয়ার ইচ্ছা আছে!! আর দোয়া করার জন্য ধন্যবাদ ভাই!! ভালো থাকবেন!:D

Level 0

অাপনার চেষ্টা সফল হোক।

    @Joy: আপনাদের দোয়া আর রেসপন্সই ভরসা!!সাথে থাকবেন!:D

ভাই তবে আমার মনে হয়ছে , আপনার ভিডিও টিঊটোরিয়াল গুলার কথা গুলা একটু কেমন যেন । মানে আপনি দ্রুত বলতে যেয়ে কথাগুলি একটু জড়িয়ে ফেলছেন । আমার মনে হয় একটু প্রাক্টিস করে নিয়ে করলে ভাল হয় । একটু ধীরে সুস্তে কথা গুলা বলবেন । তাড়াহুড়া করবেন না । আচ্ছা ভাই উপদেশের জন্য কিছু মনে করবেন না ।

    @অর্জুন: হিহিহিহি ভাইয়া ব্যাপারটা আমি নিজেও জানি! প্রথম দিকে একটু নার্ভাস ছিলাম তাই প্রথমের গুলা আসলেই বাজে হইছে!আর আমি আসলে প্রাকটিস করি নাই ভাই এইটা আমি অনেক ভিডিওতে বলছি! এমনিতেই কম সময়ের মধ্যে সব গুলা তৈরি করা তাই প্রাকটিস করা হয়া উঠে নাই! তবে পরের গুলায় চেস্টা করছি আস্তে বলার! জানি না কতখানি ভালো হইছে তবে শুরুর গুলার চাইতে ভালো এইটা বলতে পারি! আর ভাইয়া আপনাদের এই উপদেশ বলেন আর পরামর্শ বলেন এগুলাইতো ভরসা ভাই! এগুলা না পাইলে তো আমি আমার মত কইরা যামু কেউ আইবো ও না দেখবো ও না! আপনাদের উপদেশগুলা সত্যি ইনসপায়ার করে আমারে! আর বুঝতে হেল্প করে যে আপনারা কি রকম চান! অতএব কিছু মনে করার তো প্রশ্নই আসে না বরং আমি চাই আরো এমন কমেন্ট আসুক যেনো আমি ভিডিওগুলারে আপনাদের চাহিদা মতো বানাইতে পারি!!!

    আপনাকে অনেক ধন্যবাদ ভাই!! যে কোনো ব্যাপারে বলতে দ্বিদ্ধা করবেন না ভাই!

      @ফয়সাল: হুম, আসলে বিদেশী টিউটো দেখলে আমি খেয়াল করসি ওরা “উমমম” “আমমম” “ইয়ামমম” এরকম করে, তাই দেশী স্বাদে কথা আটকে গেলে সমস্যা হয়না 🙄

আপনার জন্য শুভ কামনা রইল,আশা করছি আপনি সফল হবেন ইনশাল্লাহ।

Download korta parcena.help me.

Level 0

এই জিনিসই তো খুঁজতেছিলাম। নেটে প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়াল পাওয়ার মত কঠিন কাজ আর নাই। আপনার এই প্রচেষ্টা আশা করি আপনি আরও এগিয়ে নিতে পারবেন। আমার খুব কাজে লাগবে। আমার মনে হয় এটাকে ফোরাম করার ব্যাপারে আপনি চিন্তা-ভাবনা করতে পারেন। এতে আপনার এই প্রচেষ্টাটুকু আমাদের আরও অনেক বেশি উপকারে লাগবে।

    @kalochita: ফোরামের ব্যাপারে তো বলাই আছে পোস্টে! কিন্তু সময় পাইতেছি না ফোরাম নিয়া কাজ শুরু করার! আর মাত্র ১০০-১৫০ জন নিয়া ফোরাম বানানোর দরকার পড়ে না ভাইয়া!আমি আরো কয়েকদিন দেখি যদি ইউজার বাড়ে তখন অবশ্যই ফোরাম বানানো হবে!!

    ধন্যবাদ আপনাকে ভাইয়া! আপাতত ফোরামের কাজটা ফেসবুক ইউটিউব কমেন্ট আর আমার মেইলের মাধ্যমে চালান কস্ট করে! ভালো থাকবেন!!

Level 0

ফয়সাল ভাই সালাম নিবেন । আনেক ধন্যবাদ ভিডিও টিউটরিয়াল গুলোর জন্য । টিউটরিয়াল গুলো এক ফোলডারে হলে Download করতে সুবিধা হত। একটু ভেবে দেখবেন কি?

    @মম: এইটা ভাবছিলাম ভাই/আপু 😛 :P! দেখি চেস্টা করবো! তবে আপাতত কয়েকদিনের মধ্যে এমন কোনো প্ল্যান নেই! কয়েকটা দিন একটু কস্ট করুন!
    ভালো থাকবেন!

valoi thanks

viiii apni to amar boss ki boila ja thanks janamu broo,apnar shata onaaak contect korar issa ,plz give me ur any contect number or gtalk id or skype id or miss cll me 01918966016.
my gtalk id is [email protected]

    @আমি কে?: হাহাহাহ নারে ভাই আমি কারো বস না!!! ওয়েব ডেভেলপিং আর কম্পিউটার প্রোগ্রামিং এমন একটা ফিল্ড যেইখানে সবাই বস!! সবারই কিছু ইউনিক আইডিয়া থাকে! খালি কেউ টাকার জোরে বড়লোক হয়া বস হয়া যায়! কিন্তু নামেই বস! কামে না! কামের বস হইলাম আমরা নিজেরাই যারা প্রোগ্রামিং করি!!
    (জ্ঞান দিলাম ভাই কিছু মনে কইরেন না!:P 😛 )

    আমার সাথে কনটাক্ট করার ইচ্ছা হইলো ক্যান ভাই হঠাৎ???:P
    আমি স্কাইপে যাই ই না! আর জিটক ইউজ করি নাই ভাই কোনোদিন!! আপনার দরকারি কোনো কথা থাকলে মেইল করবেন ভাই রিপলাই পায়া যাবেন তাড়াতাড়ি আশা করি!
    আমি খুবই দু:খিত ভাই যে কোনো কনটাক্ট ইনফো দিতে পারলাম না আপনারে :(!! তবে মেইল করবেন যে কোনো দরকারে অথাবা আমার ফেসবুক পেজে পোস্ট করতে পারেন!!

    ভালো থাকবেন!

    @আমি কে?: হাহাহাহ নারে ভাই আমি কারো বস না!!! ওয়েব ডেভেলপিং আর কম্পিউটার প্রোগ্রামিং এমন একটা ফিল্ড যেইখানে সবাই বস!! সবারই কিছু ইউনিক আইডিয়া থাকে! খালি কেউ টাকার জোরে বড়লোক হয়া বস হয়া যায়! কিন্তু নামেই বস! কামে না! কামের বস হইলাম আমরা নিজেরাই যারা প্রোগ্রামিং করি!!
    (জ্ঞান দিলাম ভাই কিছু মনে কইরেন না!:P 😛 )

    আমার সাথে কনটাক্ট করার ইচ্ছা হইলো ক্যান ভাই হঠাৎ???
    আমি স্কাইপে যাই ই না! আর জিটক ইউজ করি নাই ভাই কোনোদিন!! আপনার দরকারি কোনো কথা থাকলে মেইল করবেন ভাই রিপলাই পায়া যাবেন তাড়াতাড়ি আশা করি!
    আমি খুবই দু:খিত ভাই যে কোনো কনটাক্ট ইনফো দিতে পারলাম না আপনারে!! তবে মেইল করবেন যে কোনো দরকারে অথাবা আমার ফেসবুক পেজে পোস্ট করতে পারেন!!

    ভালো থাকবেন!

Level 0

hi faisal vai, ami ekane natun member r aita amar 1st post. apner site e error dekhai. ami php-mysql sikhsi ekta firm e pashapasi ami valo sikhar jonno r ki ki kora jai janale valo lagbe. onnek thnx

    @f_hasan: দেখানোর তো কথা না ভাই কি দেখায় কইলে ভালো হইতো! আমি মনে করি পিএইচপি ঘরে বইসাই শিখা যায় তবে বাইরে যে শিখা যায় না তাও না! আমার মতে ওয়েব ডেভেলপিং এর জন্য প্র্যাকটিস টা অনেক বড় ব্যাপার! যতটুকুই পারেন প্র্যাকটিস করবেন নিয়মিত! আর ইনোভেটিভ আইডিয়াটা সবচাইতে বড় ব্যাপার! আপনি অনেক কম জাইনাও অনেক পপুলার ওয়েব অ্যাপ বানাইতে পারেন শুধুমাত্র ইনোভেটিভ আর এনটারটেইনিং আইডিয়া থাকলে! অন্য সাইট সুন্দর দেইখা ঐটার মতো বানাইতে চেস্টা না কইরা নিজের আইডিয়া তে ডাটাবেজ স্ট্রাকচার অথবা স্ক্রিপ্ট ডিজাইন করতে চেস্টা করেন বেটার হবে! তবে প্রথম দিকে বিভিন্ন পপুলার সাইটের স্ক্রিপ্টগুলা দেইখা দেইখা প্রাকটিস করতে পারেন! এর মাধ্যমে ভালো ডেভেলপাররা কিভাবে চিন্তা করে সেই সম্পর্কে আইডিয়া পাইবেন!

jotillll….
stop koiren na…..
taile mind khamu 😀

    @শিহাব মৃধা: হাহাহা নারে ভাই খাওয়াইলে ভালো জিনিস খাওয়ামু! কাবাব, শর্মা
    , গ্রিলএইসব মাইন্ড খাওয়ামু ক্যা??

Level 0

আপনার সাইট তো কাম করে না ভাই।
http://bdgeeks.com/

    @rayhan.it: কই ভাই আমি তো এই মাত্র ও চেক করলাম কাজ করতেছে!! আমার হোসটিং প্যাকেজটা একটু কম দামী তো তাই খুব বেশী ভালো বফিডব্যাক পাবেন না একটু ঝামেলা হইতেই পারে! খুব রিসেন্টলি আপগ্রেড করাবো ইনশাললাহ!
    আরেক বার চেক করেন তো ভাই ঝামেলা হইলে জানায়েন!

আপ্নের পিএইচপি ভিডিও টিউটরিয়ালগুলো শুনছিলাম। মজা লাগল তাই দৌড়াইয়্যা ছুইট্টা আইলাম কমেন্ট করতে। আপনি খুব মজা করতে পারেন।
যেমন – ১৩ বছরের বাচ্চা ছেলেকে ঝাড়ি দেয়ার কোন মানেই হয় না…
বিডি গিকসের নাম যদি না শুনেন তার মানে আপনি দিন-দুনিয়ার কোন খবরই রাখেন না ……

পিএইচপি টিউটরিয়ালগুলো আরো ভালভাবে শেষ করতে পারেন। এডভান্স লেভেলের ভিডিও তৈরি করতে পারেন। কিভাবে জুমলা বা ওয়ার্ডপ্রেসের প্লাগ ইন তৈরি করতে হয় ইত্যাদি।

    @Mashpy Says: thanks boss! আপাতত কয়েকদিন বন্ধ আছে সব কিছু! এক্সামের লাইগা! এক্সামটা শেষ হইলেই নতুন কইরা শুরু করমু আবার! পিএইচপি তো থাকবৈ লগে নতুন কয়েকটা টপিক দেওয়ার চেস্টা করমু ইনশাললাহ! আপনাগো ২ ১ টা কমেন্ট পাইলে ভাল্লাগে! বুঝা যায় যে বড় ভাইয়েরা চোখ রাখছে নায়লে তো এতিম এতিম লাগে নিজেরে! 🙁

৬ মাসের সেমিষ্টারে দেড় মাস পরীক্ষা, ১৫ দিন পিএল, পরীক্ষার পর ১৫ দিন বন্ধ, পরীক্ষার ১ মাস আগে পড়ালেখার জন্য দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। বাকি আড়াইমাসে ৭ সাব্জেক্টের ১৪ টা ক্লাস টেস্ট আর ৭ টা এসাইনমেন্ট দিতে দিতে পুরো ৬ মাসের সেমিষ্টার , তারপর ৪ বছরের কোর্স শেষ হয়। এক্সটা কিছু করার সময় আর কই? পরীক্ষা সারা জীবনই থাকবে, তাই বলে ক্রিয়েটিভিটিগুলো থেমে থাকতে পারে না।