সবচেয়ে সহজ পদ্ধতিতে ওয়েবসাইট [পর্ব-০২]

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আজ আমি আবার হাজির হলাম সব চেয়ে সহজ পদ্ধতিতে তৈরী করার ২য় পর্ব নিয়ে। ১ম পর্ব নিয়ে আপনাদের ব্যাপক সারা পেয়ে অনেক ভাল লেগেছে।
অনেকেই আমার কাছে ব্যাক্তিগত ভাবে মোবাইল করে অথবা ফেসবুকে প্রিমিয়াম ডোমেইনের ব্যাপারে জানতে চেয়েছেন। অর্থাৎ আমার সাইট যেমন http://www.chonnochara.com , সেরকম সবারটা হচ্চে না কেন? সাথে www.****.webnode.com যুক্ত থাকছে। শুধু .com করবেন কিভাবে? এই জন্য আপনাকে ডোমেইন কিনতে হবে 😛 । আপনি আপনার সাইটের জন্য ২ ভাবে প্রিমিয়াম নিতে পারেন,
১। ওয়েবনোড থেকে আপনার ডোমেইন কিনে
২। বাহির থেকে ডোমেইন কিনে কনফিগার করে
ওয়েবনোড থেকে আপনার ডোমেইন কিনলে বেশকিছু সুবিধা তারা আপনাকে দেবে,
তাদের ডোমেইন এর তিনটি প্যাকেজ আছে, নিচে দেখুন প্যাকেজ তিনটির মুল্য ও সুবিধা। ভাল করে দেখতে ইমেজটি আপনার পিসিতে কপি করে বড় করে দেখতে পারেন।

আমি অবশ্য বাহির থেকে ডোমেইন কিনে কনফিগার করে নিয়েছি।

যাই হোক এবার আসি আপনার সাইটের বিভিন্ন ডিজাইন নিয়ে, আপনার এডমিন প্যানেলে প্রবেশের পর উপরে দেখুন নিচের ছবির মত একটা কন্ট্রোল বার দেখা যাচ্ছে, এখানে বিভিন্ন টুল আছে, যা দিয়ে আপনি আপনার সাইট কে সুন্দর করে সাজাতে পারবেন। আপনার সুবিধার জন্য আমি এই টুল গুলোকে নাম্বারিং করলাম,

পরে একে একে এই টুল গুলো ব্যাবহার করে কিভাবে আপনার ওয়েব সাইট সাজাবেন তা বিস্তারিত আলোচনা করব।

এবার প্রথমেই আসি কিভাবে আপনি মেনু বা বিভাগ এবং সেই মেনুর আন্ডারে উপমেনু বা উপবিভাগ খুলবেন এবং বাংলা করবেনঃ
নিচের চিত্রটি লক্ষ্য করুন,

আপনার মেনুবারটি এই ছবির মত নাও হতে পারে। সেক্ষত্রো কোন সমস্যা নাই। দেখুন ছবিটির উপরে বামে লেখা আছে Edit menu। এটাতে ক্লিক করেন।

এরকম একটা উইন্ডো ওপেন হবে। সর্ব বামে উপরে দেখুন লেখা আছে New Page. নতুন মেনু খুলতে এটাতে ক্লিক করুন।

এরকম একটা উইন্ডো আসবে। Page Name বক্সে আপনার নতুন যে পেজ বা মেনু খুলবেন তার নাম লেখুন। আমি এ ক্ষেত্রে নাম দিলাম ebook. যেহেতু হোম পেজের আন্ডারে নতুন পেজটি খুলছি সেহেতু Parent Page বক্সে কোন পরিবর্তনের দরকার নাই। নিচে Save বাটনে ক্লিক করুন। কিছুক্ষন ওয়েট করুন।

দেখুন এই পেজটিতে আবার ফিরে এসেছে। ebook নামে নতুন একটা মেনু তৈরী হয়ে গেছে। এখন মেনুটির ডান পাশে যে এরো চিহ্ণটি রয়েছে তাতে ক্লিক করুন। চিত্রের মত একটা পপআপ মেনু আসবে। Propertise এ ক্লিক করুন।

এরকম একটা উইন্ডো আসবে। এখানে পেজ নেম বক্সে বাংলায় লিখুন এ-বুক ( অথবা আপনি যে নামে পেজ খুলতে চান ) এই লেখা আপনার মেনুতে শো করবে।
Web address এ লিখুন ebook। এটা আপনার ব্রাওজারের এড্ড্রেসবারে শো করবে। লক্ষ্য করুন, এখানে যে নামটি দিবেন খুব বড় না হয়, আপনার বিভাগ বা মেনুটির নাম বড় হলেও এখানে সর্ট একটি নাম দিবেন। নামের মধ্যে কোন স্পেস, কমা, দাড়ি, ক্যাপিটাল লেটার এলাও নয়। আর নামটি আপনি ইংরেজিতে দেবার চেস্টা করবেন। কারন বাংলায় নাম দিলে এতে জটিলতা বৃদ্ধি পাবে।
Title বক্সে বাংলায় লিখুন ই-বুক ( অথবা আপনি যে নামে পেজ খুলতে চান ) এই নামটি আপনার ব্রাওজারের পেজ ট্যাবে শো করবে।
Key word ও description বক্সে সংক্ষেপে কিছু লিখুন। এটা খুব ইম্পর্ট্যান্ট, গুগল পেজটা খুজে পেতে এ কাজটি খুব দরকার। SEO নিয়ে যখন আলোচনা করব এব্যাপারে বিস্তারিত বলব। পরের দুটি জায়গায় yes রেখে দিন।
Tags বক্সে কয়েকটি ট্যাগ লিখে দিন। এটাও গুগল মামুর জন্য। মনে রাখবেন প্রতিটি ট্যাগের মাঝখানে অবশ্যই একটা কমা দিবেন।
সর্বশেষ Ok করুন।

কিছুক্ষন ওয়েট করার পর আবার এই উইন্ডোতে ফিরে আসবে। মনে রাখুন মেনুটি কিন্তু এখনো পাবলিক দেখতে পারছে না। আপনার মিনুটির ডান পাশের এরোটিতে আবার ক্লিক করুন। এখান থেকে publish এ ক্লিক করুন। এখন মেনুটি সবাই দেখতে পারবে।

একই ভাবে আপনার অন্যান্ন মেনু গুলো তৈরী করুন অথবা properties এ গিয়ে এডিট করুন। কোন মেনু ডিলিট করতে চাইলে এই পপআপ লিস্ট থেকে Delete অফশনে ক্লিক করে ডিলিট করতে পারবেন। মেনুটিকে আগে দিবেন নাকি পরে দিবেন এই জন্য Move up ও Move down ব্যাবহার করুন।
এই মেনুর আন্ডারে সাব মেনু খুলতে চাইলে বাম পাশ থেকে আপনার মেনুটি সিলেক্ট করুন। উপর new page ক্লিক করুন। বাদ বাকি স্টেপ একই। সর্বশেষ কাজ শেষ হলে close বাটনে ক্লিক করুন। দেখুন আপনার মেনুগুলো তৈরী হয়ে গেছে এবং বাংলা হয়ে গেছে।

আজ তাহলে এ পর্যন্তই, সকলে ভাল থাকবেন। কোন সমস্যা হলে অবশ্যই বলবেন। আর আমার টপিকটি যদি আপনাদের ভাল লাগে তবে মন্তব্য করতে ভূলবেন না। আল্লাহ বাচিয়ে রাখলে আগামীতে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত টাটা, বাই বাই, সি ইয়া.........

Level 0

আমি রাজিব আহসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 258 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

বগুড়ার একমাত্র বানান ভূল সর্বস্ব লেখক


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুন্দর টিউন, আগাম ধন্যবাদ পরবর্তী টিউনের জন্য, ভাই আপনি আমার আগের প্রস্নের জবাব দেন নি আপনার আগের পোস্টে

    @উদাসী মিরাজ: আমি ফাইল শেয়ার করতে পারছি না, যেহেতু লিমিট ১০০ এম।বি তাই লিংক শেয়ার করাই ভালো, আমি লিংক কিভাবে সেয়ার করব ? একটু বললে ভালো হত, তাছাড়া আমি ফেসবুকে আমাকে কিভাবে খুজে বের করা যায় তার জন্নেও লিংক দিতে চাচ্ছি কিন্তু পারছি না !।

প্রশ্নটা কি ছিল?

Level 0

ধন্যবাদ ভাই, এরকম একটা সাইট খুজছিলাম।

ভাই আমি আপনার ১ম টিউন দেখে আমার সাইড বানিয়েছি এবং সব এডিট করে ফেলেছি?

Level 0

khub dorkaar lagbe amar.dhonnobad vai

অসংখ্য ধন্যবাদ , সুন্দর এই প্রচেষ্টার জন্য। ডোমেইন পাচেস এর ব্যাপারে আরো একটু বিস্তারিত লিখলে ভালো হত ।

আমিও তৈরি করে ফেলছি , পরবর্তী টিউনের অপেক্ষাই আছি । সুন্দর টিউনের জন্য ধন্যবাদ

Level 0

Dada, amar web page publishes hossena keno ? Domain register chache keno? please help me, Dada.

    @MR.Durjoy:
    আপনি নতুন বলে ডোমেইন রেজি করতে বলছে। সমস্যা নাই উপরে ক্রস করে দিন, এটা প্রথম প্রথম দেখাবে।
    আর পাবলিশ তো হচ্ছে, চেক করে দেখুন। 🙂

অনেক ভাল টিউন এবং অনেক সুন্দর,
আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর টিউনটির জন্য।

ank sondor hoise bhaiya…sondor hole ki hobe ami to bipode porese…website toirer somoy current chole giyesilo…akn er ai site a edit korte parsi na….kivave korbo jodi ak2 vole den taile ank opoker hobe!!!

Level 0

vai templete import korle hain keno

nice

Useful tune

ভাই আমি আপনার ১ম টিউন দেখে আমি সাইট বানিয়েছি এবং প্রায় সব এডিট করে ফেলেছি 😀

vai domain kotha theke kinle valo hoy janaben…….