নিয়ে আসলাম জনপ্রিয় ভিডিও এডিটিং সফটওয়্যার Wondorshare Filmora এর Android & iOS ভার্সন FilmoraGO, একদম ফ্রীতে।

নিয়ে আসলাম জনপ্রিয় ভিডিও এডিটিং সফটওয়্যার Wondorshare Filmora এর Android & iOS ভার্সন FilmoraGO, একদম ফ্রীতে।

 

সবাইকে সালাম জানিয়ে সুরু করছি। সবাই কেমন আছেন, আসাকরি সবাই ভালো আছেন।

একটি দুঃখের কথা না বলে পারলাম না, সেটা হচ্ছে  Techtunes.com.bd সাইটি কে আমি অনেক ভালোবাসি কারন এখান থেকে আমি অনেক কিছু পেয়েছে, আমি কখনো এখানে স্পামিং করি নাই আর আমার সেটা করতে ভালোও লাগেনা। এই টিউন টির আগে আমি একটি টিউন করছিলাম, সেই টিউন টি কেন যানি TT দেখতে পেলাম না। কিন্তু টিউন টি পাবলিশ করছিলাম। যানিনা হইতো কোথাও ভুল ছিল।

তো যেই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো সেটা হচ্ছে আমরা কম বেশি সবাই Android Smart Phone ব্যবহার করি। এখন আমাদের অনেকরই সখ আছে স্মার্ট ফোন একটু আধটু ভিডিও করার আর সেই একটি এফেক্ট দিয়ে একটু এডিট করে একটা সুন্দর ইন্ট্র দিয়ে ফেবু বা ইউটিউব এ শেয়ার করা আর কি।

তো বুজতেই পাড়ছেন আমি কীসের কথা বলছি একটি ভালো ভিডিও এডিটিং অ্যাপের কথা বলছি। আর সেটা হচ্ছে ওয়ার্ল্ডের একটি জনপ্রিয় সফটওয়্যার Wondorshare Filmora যেটা PC & MAC ব্যবহারকারীদের কাছে অনেক জনপ্রিয়।

এখন তারা রিলিজ করলো তাদের Android & iOS ভার্শন FilmoraGO, একদম ফ্রিতে।

যারা ডাউনলোড করতে চাচ্ছেন নিচের official লিংক থেকে ডাউনলোড করতে পারেন।

এই অ্যাপ দিয়ে কীভাবে ভিডিও এডিটিং করবেন এই ভিডিও টি দেখাতে পারেন।


আমার এই টিউন যদি আপনাদের উপকারে আসে তাহলে Please আমার ইউটিউব চ্যানেল টি Subscribe করুন।

ডাউনলোড - FilomraGo for Android

ডাউনলোড - FilmoraGo for iOS

জনপ্রিয় নতুন কিছু সফটওয়্যার এর পেইড ভার্সন ফ্রীতে পেতে আমার এই Programming Art চ্যানেল টি দেখতে পারেন, ভালো লাগলে Like, Comment এবং Subscribe করবেন।

Social নেটওয়ার্ক সম্পর্কিত সকল Trick and Tips শেয়ার করা হয় আমার এই চ্যানেলে।

YouTube Channel - Trick and Tips

নতুন কোন টিউন নিয়ে হইতো আবার আসবো, সে পর্যন্ত ভালো থাকবেন সে কামনায়। আল্লাহ্‌ হাফেজ।

Level 0

আমি মোঃ রিয়াজ উদ্দিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 33 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সবার থেকে একটু আলাদা করে চিন্তা করতে কেন জানি ভালো লাগে। ভালো লাগে নতুন কিছু শিখতে। নতুন কিছু জানতে। সেই জানা শিখা থেকে কিছু অন্য কে জানাতে ভালো লাগে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস