পর্ব ১: ওয়ার্ডপ্রেস ইনস্টল করুন ( ফ্রি ইউজারদের জন্য)

এটি একটি ধারাবাহিক টিউন। পড়ুন, সব গুলো পর্ব
[posts-by-tag tags = "ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল"]

আপনি কি টেকটিউনের ” আপনার জন্য এটি সুসংবাদ না রাগের সংবাদ তা আমি জানি না” এই টিউনটি দেখে এখানে এসেছেন বা এই পি,ডি,এফ ফাইলটি ডাউনলোড করেছেন তাহলে আপনি সঠিক কাজটি করেছেন। আপনি যদি টিউনটি না দেখে থাকেন তাহলে এখানে থেকে দেখে নিন

ফ্রি ব্লগ বানানোর প্রজেক্ট কয়েকটি ধাপে সম্পন্ন হবে, নিচে ধাপগুলো দেওয়া হলোঃ

  • ফ্রি ডোমেইন
  • ফ্রি হোস্টিং
  • ওয়ার্ডপ্রেস ইন্সটল

আপনার অবশ্যই একটি ইমেইল আইডি থাকতে হবে(এই আইডি ব্লগ তৈরীর ক্ষেত্রে ব্যবহার হবে,অথবা নতুন একটি আইডি ব্যবহার করতে পারেন)।

এখন আমরা একটি Free Domain খুলবো।

Domain কি?

Domain হল আপনার ব্লগের নাম , এই নামেই সারা বিশ্বে আপনার ব্লগটি পরিচিত হবে।
আমরা মুলত এখন একটি Free Domain খুলবো , Free Domain বিভিন্ন জায়গা থেকে খোলা যায় , যেমনঃ dot.tk / co.cc / nice.cz.cc আমরা এখন nice.cz.cc তে খুলব কারন এটির মেয়াদ দুই বছর আমার দেখা মতে এটিই সবচেয়ে ভালো। [ বিঃদ্রঃ এক পিসি থেকে একটার বেশী এ্যাকাউন্ট খুলবেন না , কারন তাহলে আগের আইডি ব্যান করে দিবে ]

(১) Free Domain:

* প্রথমে এই সাইটে যান http://www.nic.cz.cc

cz.cc

তারপর আপনার পছন্দের একটি নাম দিয়ে Check Availability ( সার্চ) দিন ,এখন যদি এ নামে আগে কোন Domain খোলা না থাকে তাহলে Available আসবে আর যদি খোলা থাকে তাহলে Available দেখা যাবে না আবার আরেক নাম দিতে হবে Free Domain এর। যাইহোক Availabe দেখা গেলে Domain Option থেকে (Register 2 years $ 00.oo) এ ক্লিক করে Checkout ক্লিক করতে হবে।

এখানে Registration form আসবে
এখানে আপনার

3

  • User Name (এ আপনার পছন্দের নাম দিন)
  • Password (এ আপনার পছন্দের পাসওয়ার্ড দিন)
  • Repeat Password (এ আপনার পছন্দের পাসওয়ার্ড দিন)
  • Full Name (এ আপনার পুরা নাম দিন)
  • Street / Number (এ আপনার এলাকার নাম দিন অথবা ঘ/অ লিখে দিন)
  • City (এ আপনার শহরের নাম দিন)
  • Postal Code (এ আপনার পোষ্টাল নাম্বার দিন)
  • Country (এ আপনার দেশের নাম দিন)
  • Email (এ আপনার ইমেইল দিন)
  • Varify Code (এ ইমেজে যা আসবে তা এখানে দিন)

এগুলো করা হয়ে গেলে Creat Account এ ক্লিক করুন
আপনার মেইলে একটি কনফারমেশন মেসেজ যাবে সেখানে এ্যাক্টিভিশন কোড যাবে , কোডটুকু কপি করুন , মেসেজের লিংকে ক্লিক করে কনফার্মেশন কোড চাইবে কপি করা কোডটুকু বসিয়ে দিন , ওকে করুন।

* তারপর আপনার User Name / Email আর Password দিয়ে লগিন করুন ,
এখান থেকে My Domain এ যান

4

দেখুন সেখানে আপনার পছন্দকৃত নামের Domain নাম দেখা যাবে তার নিচে Manage এ যান
সেখান থেকে Name Server এ যান ,

5

তারপর বক্সগুলোতে নিচের কোডটি বসান (ডি এন এস সার্ভার)

  • ns1.byet.org
  • ns2.byet.org

6

[বিঃদ্রঃ Name Server সাধারনত ২ টি বক্স থাকে , আরো ৩ টি বক্স নিন , বক্স নিতে Add More এ ক্লিক করুন]

7

তারপর এই কোড গুলো বসান

  • ns3.byet.org
  • ns4.byet.org
  • ns5.byet.org

এগুলো করা হয়ে গেলে Update এ ক্লিক করুন।
!!!!!আপাতত Domain খোলার কাজ শেষ!!!!!

এখন আমরা একটি Free Hosting খুলবো।

Hosting কি?

Hosting হলো আপনার সাইটের যাবতীয় কন্টেন্ট , মেইল এ্যাকাউন্ট , ব্যান্ডউইথ , সাবডোমেইন , সি প্যানেল যেখানে থাকবে।
আমরা মুলত এখন একটি Free Hosting খুলবো , Free Hosting বিভিন্ন জায়গা থেকে খোলা যায় , যেমনঃ freehostia.com / byethost.com আমরা এখন byethost.com তে খুলব কারন আমার দেখা মতে এটিই সবচেয়ে ভালো।

(২) Free Hosting:

* প্রথমে এই সাইটে যান http://byethost.com/free-hosting/news
এখানে Registration form আসবে এখানে আপনার
h8

  • User Name (এ আপনার পছন্দের নাম দিন)
  • Password (এ আপনার পছন্দের পাসওয়ার্ড দিন , ৬ অক্ষরের মধ্যে)
  • Email (এ আপনার ইমেইল দিন)
  • Site Category তে Personal
  • Languages এ English
  • Security Code এ Security Code দিয়ে Registration করুন
  • [বিঃদ্রঃ এখানে শুধুমাত্র জিমেইল দিয়ে এ্যাকাউন্ট খুলুন]
  • ক্যাপচা চাইবে ,ক্যাপচা দিন (ক্যাপচা হলো ভ্যারিফিকেশন কোড)

আপনার মেইলে একটি কনফারমেশন মেসেজ যাবে , মেসেজের লিংকে ক্লিক করতে হবে , ক্যাপচা আবার চাইবে , ক্যাপচা দিন।, এখানে একটি টেবিল আসবে সেখানে আপনার হোষ্টিং এর তথ্য থাকবে

  • Cpanel URL : http://panel.byethost.com
  • Cpanel Username : defaultid
  • Cpanel Password : ********
  • MySQL Hostname: sql107.byethost13.com
  • MySQL Username : defaultid
  • MySQL Password : ********
  • FTP Server: http://ftp.byethost13.com
  • FTP Username : defaultid
  • FTP Password : ********

এরকম ,তার নিচে থাকবে Download Full Settings সেখান থেকে এই ফাইলটি ডাউনলোড করে সংরক্ষন করে রাখতে হবে।

Server এ Domain যুক্ত করাঃ

প্রথমে http://panel.byethost.com এই সাইটে যান ,
তারপর আপনার ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগিন করুন

h9

Addon Domain এ যান , সেখানে আপনার Domain টি বসিয়ে দিন , যেমন আপনার Domain টি যদি হয় http://www.rm2334.cz.cc এরকম , তাহলে বসাতে হবে rm2334cz.cc তারপর Add Domain এ ক্লিক করুন ব্যাস হয়ে গেলো নিজস্ব সার্ভারে Domain যুক্ত করা ,

hh1

এরপর WordPress CMS Content টি Install করতে হবে।

WordPress Install:

WordPress Install ফ্রি ব্লগের জন্য দুই ভাবে করা যায়
একটি Automatic Script Install আর একটি সার্ভারে WordPress CMS Content আপলোড করে Install করা।

এখানে দুইভাবেই দেয়া হলোঃ

* পদ্ধতি এক (Automatic Script Install):

এইভাবে করার জন্য http://panel.byethost.com এই সাইটে যান , তারপর আপনার ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগিন করুন
iVista-Easy script installation এ তে যান ,

hh1

এখান থেকে আপনার Domain টি সিলেক্ট করুন।
তারপর Proceed এ ক্লিক করুন।

hh22

দেখুন এখানে অনেকগুলো সি,এম,এস কন্টেন্ট শো করছে যেমনঃ Drupal , Joomla , phbb , Classifieds Ads , WordPress ইত্যাদি। আমরা এখান থেকে WordPress ইনস্টল করব। এখন দেখুন WordPress এর ডান পাশে Install Now আছে ,Install Now ক্লিক করুন ।

hh44

এখন পরবর্তী পেজে ( / ) এই চিহ্নটি দেখাচ্ছে , এই চিহ্নটি দ্বারা বুঝানো হচ্ছে ওয়ার্ডপ্রেসটি কোন রুটে ইনস্টল হবে রুট বলতে মেইন ঠিকানায় , আর যদি মনে করেন এই রুটে না হয়ে /bn রুটে হবে তাহলে এ ক্ষেত্রে আপনার ব্লগ ঠিকানা হবে rm2334.cz.cc/bn এরকম।

hh55

এই ভাবে একই ঠিকানায় রুট পরিবর্তন করে আরেকটি WordPress বা অনান্য কন্টেন্ট ব্যবহার করা যাবে। রুট দেওয়ার পর Complete Install এ ক্লিক করতে হবে। এখন আপনার WordPress Blog লিংক , Blog Admin লিংক , User Name শো করবে আর Password টি Hosting এ যে Password ব্যবহার করা হয়েছিল সেই Password ওই ব্যবহৃত হবে। ব্যস হয়ে গেল পদ্ধতি এক সয়ংক্রিয়ভাবে ইনস্টল।

hh77

এই তথ্যটি সংরক্ষন করে রাখুন।

আজ এই পর্যন্তই ,Wordpress মোট ১৫ টি পর্বে লেখা হবে।

  • আগামী ২য় পোষ্টে পদ্ধতি দুই (আপলোড করে ইনস্টল) সম্বন্ধে লিখব
  • ৩য় পোষ্টঃ WordPress এ ব্লগ বানানোর পর কিভাবে প্রয়োজনীয় সেটিংস্ সম্পাদন করতে হয়
  • ৪র্থ পোষ্টঃ WordPress এ কিভাবে ফাইল আপলোড করতে হয়
  • ৫ম পোষ্টঃ WordPress এ কিভাবে নতুন থিম্স (টেমপ্লেট) যোগ করতে হয়
  • ৬ষ্ঠ পোষ্টঃ WordPress এ কিভাবে সদ্য যোগ করা থিম্সে (টেমপ্লেট) হেডার ফুটার উইজেট ফন্ট পোষ্ট ইত্যাদি সম্পাদন করতে হয়
  • ৭ম পোষ্টঃ প্লাগিন কি? WordPress এ কিভাবে প্লাগিন সেটাপ করতে হয়
  • ৮ম পোষ্টঃ WordPress এ কিভাবে প্লাগিন সম্পাদন করতে হয়
  • ৯ম পোষ্টঃ WordPress এর সবচেয়ে ভালো কয়েকটি প্লাগিন ডাউনলোড এবং ব্যবহার প্রণালী
  • ১০ম পোষ্টঃ WordPress ব্লগকে কিভাবে সম্পূর্ন বাংলায় রুপান্তরিত করা যায়
  • ১১তম পোষ্টঃ কিভাবে ফ্রি হোষ্টিং এর পাসওয়ার্ড পরিবর্তন করতে হয়
  • ১২ তম পোষ্টঃ কিভাবে WordPress এর থিম নিজেই বানাবেন

আমার সকল পোষ্ট পেতে আমার সাথেই থাকুন
লেখাটি আগে আমার ব্লগে প্রকাশ করা হয়েছে: http://bn.rm2334.cz.cc/?p=140
[বিঃদ্রঃ লেখার মাঝে কোন প্রকার ভুল-ভ্রান্তি হলে আমাকে বলবেন আমি শুধরে নেব]

Level 2

আমি আগের কাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 177 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আপাতত লেখার অপেক্ষায়...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

smtir ভাই, পরে চেস্টা করব ,ধনবাদ<<<<<<।
্র

প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই পুরোপুরি ভাবে সহজভাবে টিউনটি ফুটিয়ে তোলার জন্য। এই টিউনের মাধ্যমে যে কেউই সবগুলো ধাপ পূরন করতে পারবে । দয়া করে আমাকে জানান আমি cz.cc থেকে যে ডোমেইন নিব তার নাম মানে ডোমেইন কি পরে চেন্জ করা যাবে। আর ফ্রি হোস্টিং এর সীমাবদ্ধতা কতটুকু মানে তারা কি পরিমান সুবিধা দিবে প্লিজ একটু জানান। কারন আমার ডোমেইন এবং হোস্ট কেনার চিন্তাভাবনা আছে।

    Level 2

    ডোমেইন পরে পরিবর্তন করতে পারবেন , অন্য নাম হয়ে যাবে আপনার সাইটের , আর এটার মেয়াদ দুই বছর মোট ৬ টা ডোমেইন একটা ইউজার আইডি দিয়ে নিয়ন্ত্রন করা যায়। ভুলেও এক পিসি থেকে আরেকটি ইউজার আইডি খুলতে যাবেন না ধন্যবাদ মন্তব্য করার জন্য

আর পরের পর্বগুলো জলদি করে ফেলুন wordpress setup পর্যন্ত দেয়া হয়ে গেছে। এভাবে clear গাইডলাইন দিলে আসলে যে কেউ সাইট বানতে চেষ্ঠা করবে। আপনাকে আবারোও ধন্যবাদ পারফেক্ট টিউন।

প্রিয়তে রাখলাম।

Level 0

ভাইয়া জোশস একটা টিউন করেছেন। বিস্তারিত ভাবে ফুটিয়ে তোলার জন্য ধন্যবাদ আপনাকে। ডিডিজাল বাংলাদেশ গড়তে আপনার মতো লোকের প্রয়োজন আছে।

    আপনাকেও অসংখ্য ধন্যবাদ , আপনারও লাগবে ডিজিটাল বাংলাদেশ গড়তে

সুন্দর টিউন। ধন্যবাদ শেয়ার করার জন্য।

    আপনাকেও ধন্যবাদ , আমার টিউনটি পড়ার জন্য , শুধু সুন্দর বললে হবে চেষ্টা করবেন আর আপনার ব্লগ ঠিকানা দেবেন

Level New

ধন্যবাদ।
আশাকরি সম্পূর্ণ টিউনটি পাবো…………….

Smtir ভাই আমি ডোমেইন Registration করতে পারছি না ।Registration করলে এই লেখাটা আসে ”

(Only 1 account per person allowed. Please donate to register 150 free domains with your existing account. All domain names and accounts are deleted without warning in case you are breaking this rule.)

এখন আমি কি করতে পারি তার উপায় টা বলবেন ভাই।

অনেক অনেক ধন্যবাদ পোষ্টটির জন্য। ভাইয়া আমি কি নিজের ডিজাইন করা সাইট আপলোড করতে পারবো (ওয়ার্ডপ্রেস বাদে)?

    অবশ্যই পারবেন , আপনার ডিজাইন কৃত ফাইল সার্ভারে আপরো করে দিলেই হবে

Great tune………………..
Thank u so much bro……………. 😀 😀 😀

Level 0

প্রিয়তে রখলাম ভাই ধন্যবাদ আপনাকে।

অসাধারণ টিউন। প্রিয়তে না নিলে নিজেরই ক্ষতি হবে। আপনার অবদান জাতি শ্রদ্ধার সাথে মনে রাখবে। 😛

ভাই অসাধারন হয়েছে। বাকি পর্বগুলির ওপেক্ষায় থাকলাম।

প্রিয়তে রখলাম খব ইইইইইইইইইইইইইইইই ভাল লাগল……………ধন্যবাদ…………ভাল থাকবেন

Level 0

আপনাকে অনেক,অনেক, ধন্যবাদ অনেক কষ্ট করে লিখার জন্য, সুন্দর ভাবে বুঝানোর জন্য, আসা করি সামনের পর্ব গুলো এইভাবে সাজিয়ে লিখবেন। প্রিয়তে রাখলাম।

কালেকশনে রাখলাম। চমতকার লাগল।

Level 0

ধন্যবাদ আপনাকে এই সুন্দর টিউনটি করার জন্য ।

খুবই খুবই দরকারী টিউন। ধন্যবাদ।

smtir ভাই আপনার আর টিউন করার ডরকার নাই যেহুতু আপনি কারো মন্তব্যের কনো রেপ্লাই দেন না।

আমার সমসস্যা ফ্রী ডোমাইন এ
(Only 1 account per person allowed. Please donate to register 150 free domains with your existing account. All domain names and accounts are deleted without warning in case you are breaking this rule.)

    Level 2

    দুঃখিত ভাই , আমার নেটের অবস্থা খুবই খারাপ এখনো , অন্য খান থেকে মন্তব্য দিলাম আমার নেট ভালো হলেই পুরা জবাব দিব , আর Only 1 account per person allowed. Please donate to register 150 free domains with your existing account. All domain names and accounts are deleted without warning in case you are breaking this rule. এই লেখার মানেটা আমি আগেই বলেছিলাম এক পিসি থেকে দুইটা এ্যাকাউন্ট খোলা যাবে না কিন্তু এক এ্যাকাউন্ট থেকে ৬ টি ডোমেইন খোলা যাবে। ধন্যবাদ মন্তব্য দেওয়ার জন্য

Vi hosting a to reg korte parci na!!! I am very upset

Level 0

Registration করতে পারলাম না। Registration Form-এ যাই লিখিনা কেন, এই Message-টা পাচ্ছি: “Only 1 account per person allowed. Please donate to register 150 free domains with your existing account. All domain names and accounts are deleted without warning in case you are breaking this rule.”

    এই লেখার মানেটা আমি আগেই বলেছিলাম এক পিসি থেকে দুইটা এ্যাকাউন্ট খোলা যাবে না কিন্তু এক এ্যাকাউন্ট থেকে ৬ টি ডোমেইন খোলা যাবে। ধন্যবাদ মন্তব্য দেওয়ার জন্য

    Level 0

    Sorry to say that, In this website, I’m creating my account for the FIRST TIME in this PC.
    Thank you.

    gtalk: rmganogan
    skype: rmganogan
    cell: 01710456404

    আমার মনে হয় এ্যাকাউন্ট খোলার সময় আপনি জিমেইল ছাড়া অন্য মেইল ব্যবহার করছেন , শুধুমাত্র জিমেইল সাপোর্ট করে

    Level 0

    Ha ha ha… 😀
    You’re funny. :p
    Again sorry to say that I’ve only ONE e-mail ID and that is [email protected]
    I added you in GTalk. Check this out.

    Level 0

    IP change করার পর কাজ হয়েছে। ধন্যবাদ।

vhai ami vabsilam ai tune ta valo hobo but sobar aki obostha…

http://panel.byethost.com/

ai link a login korte bolsen valo kotha kintu ami kompokhe 50-55 bar try korsi bar bar reload hoy…………..

    ভাই এটা রেজ করার সময় যে ইউজার নেম দেন তা আর থাকে না নতুন আইডি দেয় , সেইটা দিয়ে লগিন করতে হয় না পারলে যোগাযোগ করেন
    gtalk: rmganogan
    skype: rmganogan
    cell: 01710456404

ভাই সব টিউন গুলো একসাথে পিডিফ করে প্রয়োজনীয় লিংক দিলে আমার মত ব্যবহারকারীর উপকার হবে। যাতে অফলাইনে পেজ রেডি করে পরে আপলোড করতে পারি।

    ইমতিয়াজ উদ্দিন পারভেজ ভাই সব লেখা এখনও সম্পূর্ণ হয় নাই হলেই লিংক দেব

আপনার মেইলে একটি কনফারমেশন মেসেজ যাবে , মেসেজের লিংকে ক্লিক করতে হবে , ক্যাপচা আবার চাইবে , ক্যাপচা দিন।, এখানে একটি টেবিল আসবে সেখানে আপনার হোষ্টিং এর তথ্য থাকবে
রাজীব ভাই, লিংকে ক্লিক করে ক্যাপচা দিলে এই মেসেতটি আসে
An Error has occured activating this user, maybe it is allready activated

Your Logged ip address is 119.30.35.147
এখন কি করা যায়?

IqvW©‡cÖm BÝU‡ji mgq Avwg GB tuihm.co.cc/b6 †Wv‡gBb w`‡j Your foldername is to long! please use a maximum of 9 characters g¨v‡mR †`Lv‡”Q|

Avgvi Control panel user name :b6_6089155

GLb wK Ki‡j mgvavb cve| mvnvh¨ PvB|

if i give this tuihm.co.cc/b6 domain name then this massage is displaying

Your foldername is to long! please use a maximum of 9 characters

my control panel user name :b6_6089155

please help me

আমার মনে হয় নামে ভুল কমান্ড দিছেন , হয়ত ফাকা রেখেছেন যাই হউক আমার সাথে যোগাযোগ করুন gtalk: rmganogan skype: rmganogan cell: 01710456404

আমি আজকে আপনার টিউনগুলো দেখলাম। আমি আশা করব আপনি ধারাবাহিক ভাবে যতটা সম্ভব টিউন দিবেন।

@palash says:

IP change করার পর কাজ হয়েছে।

ভাই IP কিভাবে পরিবর্তন করব ? আমার ও একই সমসসা |

আমি nic.cz.cc এ রেজিঃ করেছিলাম, আমার ডমেইন ছিল tuihm.cz.cc, আর byethost.com এতে Addon domains এ লিয়েছিলাম tuihm.co.cc যার কারবে সমসা হয়েছে। এখন ivista
script installation এ ডমেইন দেখাচ্চে না, আর ডমেইন ও add করা যাচ্ছে না, কি করলে সমাধান পাব। দয়া করে সাহায্য করবেন।
আপনি কখন online এ থাকেন?

আমি nic.cz.cc এ রেজিঃ করেছিলাম, আমার ডমেইন ছিল tuihm.cz.cc, আর byethost.com এতে Addon domains এ লিয়েছিলাম tuihm.co.cc যার কারবে সমসা হয়েছে। এখন ivista
script installation এ ডমেইন দেখাচ্চে না, আর ডমেইন ও add করা যাচ্ছে না, কি করলে সমাধান পাব। দয়া করে সাহায্য করবেন।
আপনি কখন online এ থাকেন?

    কি দরকার ঐ ফাউল ডমেইনের। ফ্রী ডমেইন পেতে http://mw.lt আগেরটা ভুইলা যান।

যোগাযোগ করুন gtalk: rmganogan skype: rmganogan cell: 01710456404 আর আমি কম বেশী সারা দিনউ থাকি

গুরু ঐ সাইটে কি গুগুল এ্যাড ও এডব্রাইট এর এ্যাড ব্যবহার করা যাবে কিনা; যদি বলতে তাহলে উপকৃত হতাম…

আমার নিজের ডোমেইনে সিপ্যানেল দেওয়া আছে, এখন কিভাবে আমি এইটা করবো? অথবা এফটিপি দিয়ে কিভাবে করা যাবে?

ধন্যবাদ ভাই এমন একটা টিউন দেয়ার জন্য। আমার একটা সমস্যা আছে সেটা হলো আমি http://www.nic.cz.cc তে reg করতে পারছি না । reg ফরম পুরোনের পর create করার পর আমার মেইলে একটা মেসেজ যাওয়ার কথা ‍ছিল but মেইলে কোন মেসেজ যায় নি। ‍এবং http://www.nic.cz.cc তে

Only 1 account per person allowed. Please donate to register 150 free domains with your existing account. All domain names and accounts are deleted without warning in case you are breaking this rule.

এই লেখা টি দেখায়? আমি কি করতে পারি। জানাবেন pls বিপদে আছি. ভালো থাকবেন।

যদি এক পিসি তে ২ এ্যকাউন্ট খোলা না যায় তাহলে প্রথম এ্যকাউন্ট ডিলেট করার উপায় কি?

* তারপর আপনার User Name / Email আর Password দিয়ে লগিন করুন ,
এখান থেকে My Domain এ যান

My Domains এ যাওয়ার পর নিচের ম্যাসেস টা দেখাচ্ছে…

No Data available

কোনো মতেই একাউন্ট করতে পারলাম না। এই লেখাটা দেখাই
Only 1 account per person allowed. Please donate to register 150 free domains with your existing account. All domain names and accounts are deleted without warning in case you are breaking this rule.

একটু সাহায্য করবেন প্লিজ [email protected]

Only 1 account per person allowed. Please donate to register 150 free domains with your existing account. All domain names and accounts are deleted without warning in case you are breaking this rule.

আমারও এই লেখা আসতেছে।

ami akhon try korchi.dekhi ki hoi

YAHOO DEA http://byethost.com/free-hosting/news ATAI ID OPEN KORLAQM..KONO PROBLEM HOINI

byehost e reg korar por amr email e kono confermation mail astese na… pls help 🙁

Level 2

script install porjonto gelam but addon korar por 76 hours wait korte bole. proceed option asena. kii krbo

আমি success । আমার ডোনেইন http://www.eskaybd.byethost22.com এবং ফ্রি ডোমেইন http://www.projukti.cz.cc