মাত্র ৫ মিনিটে তৈরী করুন আপনার মনের মত জুমলা, ওয়ার্ডপ্রেস, ব্লগস্পট, টেমপ্লেট

আমরা যারা ওয়েব ডিজাইনিং নিয়ে আগ্রহী তাদের জন্য আজকের এই টিউন।
আপনাদেরকে আমি আজ একটি সফটওয়আর দিব যার মাধ্যমে আপনারা খুব সুন্দর ও আকর্ষণীয় ভাবে ওয়েবসাইট পেজ তৈরী ,জুমলা,ওয়ার্ডপ্রেসস,ড্রুপাল,ব্লগার,ডট নেট নিউক ইত্যাদির টেমপ্লেট ডিজাইনিং করতে পারবেন কয়েক মিনিটের মধ্যেই। আর এর জন্য আপনাকে এইচ.টি.এম.এল,পি.এইচ.পি,সি.এস.এস,মাইসকুএল ইত্যাদি সম্পর্কে আপনার তিল পরিমান ধারনা না থাকলেও চলবে।
কিভাবে এটি ব্যাবহার করবেন তা নিচে দেখানো হলঃ
চিত্র-১:প্রথমে Artisteer ওপেন করুন।
প্রথমে Artisteer ওপেন করুন।

চিত্র-২আপনি জুমলা অথাবা ওয়ার্ডপ্রেস বা আলাদা পেজ যা নিয়ে কাজ করতে চান তা সিলেক্ট করুন।

আপনি জুমলা অথাবা ওয়ার্ডপ্রেস বা আলাদা পেজ যা নিয়ে কাজ করতে চান তা সিলেক্ট করুন

চিত্র-৩: Suggest Design এ ক্লিক করুন।

Suggest Design এ ক্লিক করুন।

চিত্র-৪ Randomly বিভিন্ন রকম ডিজাইন শো করবে।

Randomly বিভিন্ন রকম ডিজাইন শো করবে।

চিত্র-৫ আবার Suggest Design এ ক্লিক করলে Randomly বিভিন্ন রকম ডিজাইন শো করবে।

আবার Suggest Design এ ক্লিক করলে Randomly বিভিন্ন রকম ডিজাইন শো করবে।

চিত্র-৬ Colors & Fonts থেকে টেমপ্লেট এর রঙ ও ফন্ট পরিবর্তন করা যাবে।

Colors & Fonts থেকে টেমপ্লেট এর রঙ ও ফন্ট পরিবর্তন করা যাবে।

চিত্র-৭ Layout থেকে লেআউটের ডিজাইন,হেডার,ফুটার,মারজিন,প্যাডিং ইত্যাদি পরিবর্তন করা যাবে।

Layout থেকে লেআউটের ডিজাইন,হেডার,ফুটার,মারজিন,প্যাডিং ইত্যাদি পরিবর্তন করা যাবে।

চিত্র-৮ ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন Texture,Image o Effects যোগ করা যাবে।

ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন Texture,Image o Effects যোগ করা যাবে।

চিত্র-৯ Sheet ট্যাব থেকে শিটের,মার্জিন,প্যাডিং,বর্ডার, শ্যাডো ইত্যাদি যোগ করা যাবে।

Sheet ট্যাব থেকে শিটের,মার্জিন,প্যাডিং,বর্ডার, শ্যাডো ইত্যাদি যোগ করা যাবে।

চিত্র-১০ Header ট্যাব থেকে হেডারে বিভিন্ন ইফেক্ট ও ফ্ল্যাশ এনিমেশন যোগ করা যাবে।

Header ট্যাব থেকে হেডারে বিভিন্ন ইফেক্ট ও ফ্ল্যাশ এনিমেশন যোগ করা যাবে।

চিত্র-১১ Menu ট্যাব থেকে মেনু ও সাবমেনুর ডিজাইন ও ধরন পরিবর্তন করা যাবে।

Menu ট্যাব থেকে মেনু ও সাবমেনুর ডিজাইন ও ধরন পরিবর্তন করা যাবে।

চিত্র-১২ Articles ট্যাব থেকে আরটিকেলের হেডিং,হাইপারলিংক,হেডার,ফুটার ইত্যাদি পরিবর্তন করা           যাবে।

Articles ট্যাব থেকে আরটিকেলের হেডিং,হাইপারলিংক,হেডার,ফুটার ইত্যাদি পরিবর্তন করা যাবে।

চিত্র-১৩ Sideber ট্যাব থেকে সাইডবার ডিজাইন করা যাবে।

Sideber ট্যাব থেকে সাইডবার ডিজাইন করা যাবে।

চিত্র-১৪ Vertical Men থেকে একটিভ ও পেসিভ মেনু ও সাবমেনু সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায়।

Vertical Men থেকে একটিভ ও পেসিভ মেনু ও সাবমেনু সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায়।

চিত্র-১৫ Buttons মেনু থেকে বাটনে টেক্সচার,শ্যাডো, বর্ডার ইত্যাদি নিয়ন্ত্রন করা যায়।

Buttons মেনু থেকে বাটনে টেক্সচার,শ্যাডো, বর্ডার ইত্যাদি নিয়ন্ত্রন করা যায়।

চিত্র-১৬ Footer ট্যাব থেকে ফুটারের টেক্সচার,টেক্সট,হাইপারলিঙ্ক,ইমেজ,RSS FEED ইত্যাদি পরিবর্তন করা যায়।

Footer ট্যাব থেকে ফুটারের টেক্সচার,টেক্সট,হাইপারলিঙ্ক,ইমেজ,RSS FEED ইত্যাদি পরিবর্তন করা যায়।

চিত্র-১৭ কাজ শেষ হলে Save As এ গিয়ে সেভ করে রাখতে পারেন।

কাজ শেষ হলে Save As এ গিয়ে সেভ করে রাখতে পারেন।

চিত্র-১৮ Change Templete এ গিয়ে টেমপ্লেটের ধরন পরিবর্তন করতে পারেন।

Change Templete এ গিয়ে টেমপ্লেটের ধরন পরিবর্তন করতে পারেন।

চিত্র-১৯ টেমপ্লেট হিসেবে সেভ করতা চাইলে Export এ গিয়ে Zip হিসেবা সেভ করতে পারেন।

টেমপ্লেট হিসেবে সেভ করতা চাইলে Export এ গিয়ে Zip হিসেবা সেভ করতে পারেন।

চিত্র-২০ Perview in Browser এ গিয়ে টেমপ্লেট কেমন হল তা ব্রাউজার দিয়ে দেখে নিতে পারেন।

Perview in Browser এ গিয়ে টেমপ্লেট কেমন হল তা ব্রাউজার দিয়ে দেখে নিতে পারেন।
এবার Artisteer  ডাউনলোডের পালাঃ

http://files2.artisteer.com/Artisteer.3.0.0.41778.exe

ডাউনলোড শেষে সেটাপ দিন। সেটাপের সময় দুইবার এরর দেখাতে পারে। দুইবারই YES লেখায় ক্লিক করুন।

দুইবারই YES লেখায় ক্লিক করুন

এবার সিরিয়াল ডাউনলোড করুন এখান থেকে।

ধন্যবাদ সবাইকে কষ্টকরে পড়ার জন্য

Level 2

আমি সাইফুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 469 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জীবনে চলার পথে আনেক বাধা আসবে, সেই বাধাকে অতিক্রম করে বাঘের মত এক দিন বাচ, আর পৃথিবীর বুকে দাগ কেটে যাও নাম লিখে যাও স্বন্রাক্ষরে http://idmfordownload.blogspot.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দেখি ডাউনলোড করে। মনে হচ্ছে ভালোই হবে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

ভাই, ভার্শন কতো?

    Level 2

    @আমি বাঙাল: 3.0.0.41778

Level 2

হা ভাই অনেক আগেই দেখেছিলাম তবে 4.3 এর সিরিয়ালকি থাকলে দিয়েন আর আপনার কি কাজ করেনা
4.3.0.6745 ভার্ষনে কাজ করেনা
আর এটা তেমন ভাল Software না ডিজাইন করার জন্য
এক স্টাইল এর ডিজাইন এখানে ভাল লাগেনা তবে নতুনদের জন্য ভাইল

Level 0

Serial Key টা সরাসরি দিলে ভাল হত । mediafire ওপেন ই হচ্ছে না ।

link thik nei

ভাই আপনার মিডিয়াফায়ার এর লিংকটা কাজ করে না. প্লিজ ভাই key টা কমেন্ট এ শেয়ার করে দিন.

serial key- 7EBC-C804-D6FB-62A8-IP81