এন্ড্রয়েডেই শিখি এইচ টি এম এল, পর্ব ০২

বিসমিল্লাহির রাহমানির রাহিম

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন?
আজকে আমি এইচ টি এম এল এর দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হলাম।
বন্ধুরা আপ্নারা হয়তা গত টিউটোরিয়াল দেখে কিছুটা ধারণা পেয়েছেন কিভাবে কোড লিখতে হয় কিভাবে কোড লিখে রান করাতে হয়।
আজকে থাকছে তার চেয়ে ভিন্ন কিছু নিয়ে আলোচনা।
আজকের টিউটোরিয়ালে থাকবে হেড, টাইটেল, বডি, প্যারাগ্রাফ, হেডিং, এই সমস্থ ট্যাগ এর আলোচনা।
আমি চেষ্টা করেছি তোমার বা তোমাদের বোঝার মত করেই বানিয়েছি। আশা করি তোমাদের বুঝতে সমস্যা হবে না।

যদি কোনো সমস্যা হয়েও থাকে তাহলে টিটিতে অথবা টেক টিউব ইনফিনিটিতে কমেট করলে ইনশাহ আল্লাহ্‌ তোমাদের সমস্যা সমাধান পেয়ে যাবে।

এইচ টি এম এল তেমন কঠিন কোনো বিষয় না, তোমরা যদি সঠিক ভাবে শিখতে থাকো অবশ্যই সেটা তোমাদের হাতের নাগালে চলে আসবে।
ওয়েব ডিজাইন করে অনেকেই ফ্রিল্যান্সারে কাজ করেন, আমরা চেষ্টা করলে অবশ্যই তাদের মতই ডিজাইনার হয়ে বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করে নিজেকে স্বাবলম্বী করে তুলতে পারবো।

তাহলে চলো আজের পর্বটা দেখে নেই?

এখানে ক্লিক করুন।

ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আল্লাহ্‌ হাফেয।

Level 8

আমি এম এইচ মামুন। Manager, Tasa'ad Private Limited, Pabna। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 122 টি টিউন ও 134 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 50 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

{জানিয়ে দাও} (,) {না হয় জেনে নাও}


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস