ব্লগার ব্লগস্পটে নতুন চমকপ্রদ ওয়ার্ডপ্রেসের মতো ডাউনলোড বাটন যোগ করুন

টিউন বিভাগ ওয়েব ডিজাইন
প্রকাশিত
জোসস করেছেন

ব্লগার (blogger.com) হল গুগল-এর একটি প্লাটফর্ম। এখানে ব্লগ বা ওয়েবসাইট তৈরি করতে পারেন। কিন্তু ব্লগার-এ সকল ফিচারস পাওয়া যায় না, যেমন : ভালো ডাউনলোড বাটন। কিন্তু বিশেষ কিছু কোডিং-এর মাধ্যমে আপনি ওয়ার্ডপ্রেসের মতো সুন্দর ডাউনলোড বাটন লাগাতে পারবেন।

  • ১. প্রথমে blogger.com -এ প্রবেশ করে আপনার ব্লগে যান।
  • ২. তারপর theme option এ customize বাটন-এ ক্লিক করুন।

  • ৪. এবার আপনি যেকোনো টিউন open করুন যেখানে আপনি ডাউনলোড বাটন লাগাতে চান।
  • ৫. টিউনের যেখানে আপনি ডাউনলোড বাটন লাগাবেন সেখানে কিছু লিখুন, যেমনঃ আমি লিখে lulu.
  • ৬. তারপর টিউনের ঠিক ওপরের দিকে html বাটন -এ ক্লিক করে, ctrl+f টিপে ধরুন, দেখবেন নীচে একটি ছোটো সার্চ বক্স খুলবে, সেখানে আপনার লেখাটি সার্চ দিন, আমি লিখেছি lulu তাই আমি lulu লিখে সার্চ দিলাম।

  • ৭. নীচে দেওয়া লিঙ্ক থেকে html কোডটি ডাউনলোড করে lulu লেখাটিকে ডিলিট করে html কোডটি পেস্ট করে দিন। html কোডে যেখানে "link" লেখা আছে সেখানে আপনি আপনার ডাউনলোড লিঙ্কটা দিয়ে দিন। ব্যস কাজ শেষ। আপনার ব্লগে গিয়ে দেখুন বাটন তৈরি। এভাবে যেকোনো টিউনে শুধুমাত্র html কোডটা কপি করে দিলেই ডাউনলোড বাটন তৈরি হয়ে যাবে। CSS কোডটি মাত্র একবার পেস্ট করলেই হবে, বারবার পেস্ট করতে হবে না। Html ফাইলটা এখানে ক্লিক করে ডাউনলোড করুন।

 

 

Level 0

আমি সুমন মন্ডল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস