এক্সক্লুসিভঃ ওয়ার্ডপ্রেস ব্যাকআপের সব সমস্যার সমাধান

হেই , সবাই কেমন আছেন ? আজ হাজির হলাম একটি এক্সক্লুসিভ জিনিস নিয়ে। আমি ওয়ার্ডপ্রেস সাইটের ব্যাকআপ নিয়ে মোটামোটি বিরক্ত গত ১ বছর ধরে। ব্যাকআপ এর জন্য যখন প্রথম প্রথম প্লাগিন ঘাটতাম তখন দেখতাম বেশির ভাগই ডাটাবেস ব্যাকআপ ছাড়া আর কিছু নাই। আরে ভাই, ডাটাবেস ব্যাকআপ তো আমি সিপ্যানেল থেকেই নিতে পারি। তোমার প্লাগিন এর দরকার কি তাইলে? সেজন্য সবসময় ম্যানুয়াল ব্যাকআপ নিতাম।বেশ ঝামেলা লাগতো , আলাদা করে ডাটাবেস ব্যাকআপ নিতাম এরপর ফাইলগুলোও হার্ডডিস্কে সেভ করে রাখতাম। এই গেল পূর্ব কথা, এখন আসি বর্তমানে -

কিছুদিন আগে আমার বন্ধুর কাছে একটি অসাম প্লাগিন এর খোজ পেলাম। তার কথা মতো আমি এটার নাকি সেই ফ্যান হয়ে যাব। যা হোক, ওর কথার অত পাত্তা না দিয়া এক দেড় মাস প্লাগিনটা ফালাইয়া ই রাখছি। এর কিছুদিন পর একদিন ব্যাকআপ নিবো তখন প্লাগিনটার কথা মনে হলো। দিলাম ইন্সটল। তারপর Backup & Restore অপশনে ক্লিকাইলাম।

তারপর প্লাগিন ভাইরে কইলাম, আমারে ফুল ব্যাকআপ দেন। ৩০ সেকেন্ড পর দিল। আমিও ডাউনলোড কইরা নিশ্চিন্তে একটা ঘুম দিলাম। :)

ঘুম থেইক্ক্যা উইঠা মন চাইলো প্লাগিন এর লগে ইট্টু গল্প করন যাক। ;) , ভাইরে কইলাম ভাই ফুল ব্যাক তো দিলেন আমারে, তা কি কি ব্যাকআপ নিচেন আসলে ?

প্লাগিনঃ যা কইচি তা ই নিচি। চিন্তা কইরা দেহ, ফুল কইতে কি কি বুজায়।

আমি কইলাম ফুল কইতে মেলা কিছু বুজায়। যেমনঃ ডাটাবেস ব্যাকআপ, ফাইলস ব্যাকআপ, ওয়ার্ডপ্রেস ব্যাকআপ।

প্লাগিনঃ আমি ও তো ফুল কইতে এগুলাই বুঝি। :)

আমার খুশি আর রাখে কে তখন। ওয়ার্ডপ্রেস, ডাটাবেস এবং wp-content সব ব্যাকআপ ভাইয়ে নিয়া নিছে এক কথায় (এক ক্লিকে)।

যাই হোক, ব্যাকআপ নেয়া তো শেষ কবেই। এইবার আসি Restore এর ঝামেলায়। ঘাম ছুইট্টা গেছে আমার এই কামডা করতে। :D

আসেন আপনাদের ও ঘাম ছুটাই। উপরের ছবিতে ফুল ব্যাকআপ এর পাশে যেখানে Restore/Migrate লেখা আছে সেখানে ক্লিক করুন। এবং importbuddy.php নামে ফাইল টা ডাউনলোড করুন। তারপর সার্ভারে public_html এ মানে ফাইল ম্যানেজারে যেয়ে এই ফাইলটা আপলোড করুন এবং ব্যাকআপ এর .zip ফাইলটা আপলোড করুন।

কি করলাম আমরা ? জাস্ট ২ টা ফাইল আপলোড করলাম। এখন সাইটের URL টাইপ করুন ব্রাউজারে। এবং শেষে / দিয়ে importbuddy.php লিখুন। এবং এন্টার চাপুন। যেমনঃ http://yoursite.com/importbuddy.php। এখন কিছু ইনফরমেশন দিতে হবে আপনাকে এবং সাবমিট করতে হবে। একে একে বলি শুনেন,

১. প্লাগিন এর সেটিং এ যেয়ে Import password (optional) এ একটি পাসওয়ার্ড দিন। সেভ করুন।

২. ব্রাউজারে http://yoursite.com/importbuddy.php এ এসে নেক্সট স্টেপ এ ক্লিক করুন।

৩. Restore to same server সিলেক্ট করুন যদি সেম সার্ভারে ই রিস্টোর করতে চান। আর অন্য সার্ভারে করতে চাইলে Migrate to new server সিলেক্ট করুন। তারপর নেক্সট চাপুন।

৪. নেক্সট স্টেপ এ ক্লিক করুন।

৫. এখানে ব্লগ URL , ডাটাবেস ইউজার নেম, ডাটাবেস পাসওয়ার্ড এসব দিন।

ব্যস হয়ে গেল, সবচেয়ে ভালো হয়,

ডাউনলোডঃ

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

বেশি না লেখে শর্টকাট মেরে দিলাম। ;) মাইন্ড খাইয়েন না।

কোন সমস্যায় পড়লে মন্ত্যব্যে জানান।

ও হ্যা, প্লাগিনটার নাম টা বলি নাই। Backup Buddy.

সব শেষে সকলকে ধন্যবাদ।

হ্যাপি ওয়ার্ডপ্রেসিং ….

 

মডারেশন নোটঃ

টেকটিউনস নীতিমালাঃ
১.১৩ টিউন করে ডাউনলোড করার জন্য নিজের ব্লগে বা অন্য কোন ব্লগের ঠিকানা দেওয়া যাবে না। ডাউনলোডের জন্য নীতিমালা ১.১৬ মেনে প্রয়োজনীয় লিংক টিউন অবস্থান করতে হবে। প্রয়োজনে টিউনের মধ্যে “আমার ব্লগ” উল্লেখ করে সাক্ষার হিসেবে নিজের ব্লগের লিংক দেওয়া যাবে।

Level 0

আমি মেহেদী হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

http://www.dhrubohost.com, ডোমেইন রেজিস্ট্রেশন, বাজেট ওয়েব হোস্টিং, বিজনেস ওয়েব হোস্টিং, রিসেলার হোস্টিং, ভিপিএস এবং SSL সার্টফিকেট প্রোভাইডার। ফেসবুকে পাবেনঃ https://fb.com/DhruboHost, হটলাইন : +88 01795 470074


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ata kamon kota hola jar kota bolan satai nai

plz post the link in comment section

নীল ভাই আপনার পিছু ছাড়তে পারছি না। আবারও বলতে হচ্ছে দারুন একটা বিষয় শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপনার একজন নিয়মিত পাঠক।

Level 0

ami akta problem a asi, back korar somay ata dekay… please help>>>>

Warning: exec() has been disabled for security reasons in /home/mediafir/public_html/wp-content/plugins/backupbuddy/lib/zip/zip.php on line 144

Native zip function unavailable or failed: Backup file couldn’t be created without entering slower compatibility mode.

Falling back to compatibility method. Note that this method is slower and cannot exclude directories.

Fatal error: Allowed memory size of 33554432 bytes exhausted (tried to allocate 24 bytes) in /home/mediafir/public_html/wp-admin/includes/class-pclzip.php on line 2076

ki korbo??

এটা দেখায় কেন? কি রতে পারি? কমেন্ট-এর উত্তর আশা করি।
Warning: exec() has been disabled for security reasons in /home/vetsbd/public_html/wp-content/plugins/backupbuddy/lib/zip/zip.php on line 144

Native zip function unavailable or failed: Backup file couldn’t be created without entering slower compatibility mode.

Falling back to compatibility method. Note that this method is slower and cannot exclude directories.