সকল জনপ্রিয় সার্চ ইঞ্জিন একসাথে যুক্ত করুন আপনার সাইটে নিজের তৈরী সার্চ ইঞ্জিন এর মাধ্যমে

আমরা অনেকেই নিজেদের সাইটে শুধু গুগল সার্চ যুক্ত করি। কিন্তু গুগল ছাড়াও আরো অনেক জনপ্রিয় সার্চ ইঞ্জিন রয়েছে যা আমরা একই সাথে এক সার্চ ইঞ্জিনে সহজেই যুক্ত করতে পারি নিজস্ব সাইটে। শুধু তাই নয় যুক্ত করতে পারি মিউজিক বা বিভিন্ন জনপ্রিয় সফটওয়্যার সাইটের সার্চ। হূমম কিভাবে করতে হবে সে পন্থাই বলছি। তার আগে পরীক্ষা করার জন্য এই লিংকে গিয়ে দেখতে পারেন। প্রথমে সার্চ বক্সে যে কোন শব্দ লিখুন এরপরের বক্সটি থেকে পছন্দের সার্চ ইঞ্জিনটি বেছে নিন এরপর যে সার্চে ক্লিক করবেন তা তো জানেন সবাই। দেখুন হয় কিনা।

untitled

যাক এবার কিভাবে করবেন সে কথায় আসি। প্রথমে একটি এইচটিএমএল ফাইল ওপেন করে নিচের কোডটি হেড ট্যাগের যে কোন স্থানে যুক্ত করুন।

এরপর বডি ট্যাগের আগে নিচের লাইনটি যুক্ত করুন।

এবার বডি ট্যাগের যে কোন স্থানে নিচের কোডটি যুক্ত করুন।

এবার সেভ করে কোথাও আপলোড করে ব্রাউজ করুন বা পিসি থেকেই ব্রাউজারে ওপেন করুন। দেখুন তো হচ্ছে কি?
সুত্রঃ http://www.eee-lab.com

Level 0

আমি প্রযুক্তি প্রেমী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 2157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

শাকিল ভাইয়ের পোষ্ট সবসময়ই ভাল হয়। ট্রাই করার পর বলব।

এইটা আপনারে দিয়াই সম্ভব। আমি করতে গেলে , কিসসু হইবো না। 😛

প্রত্যেকটা পোষ্টেই কি আপনার নিজের সাইটের বিজ্ঞাপন দেয়া লাগে রে ভাই।

আরও ভাল হত যদি প্রথম পেজে সার্চ ইঞ্জিন দেখা যেত।মানে যদি আমি আমার সার্চ ইঞ্জিনের নাম দেয় নাদিম ওই নামের সাইটে যদি সব দেখাতো।এটাত সার্চের রেজাল্ট সার্চ ইঞ্জিনের নিজস্ব লিংক সো করছে।

    এই কোডগুলো আপনার প্রথম পেজে দিলেই তো প্রথম পেজে সার্চ ইঞ্জিন চলে আসে।

    আর পরের কথার উত্তর হল আপনিতো টিউনটা বুঝেনই নাই সার্চের রেজাল্ট কই পাইলেন আপনি এখানে? আমি তো বললামই সব সার্চ ইঞ্জিনকে এড করার কথা।

ভাই ট্রাই করলাম। কিন্তু হচ্ছে না। হেল্প মি ! মাইন্ড কইরেন না , মনে হয় আপনার কোডটাতে কোন ভুল আছে। দয়া করে চেক করবেন কি?

শাকিল ভাই আপনার কোডটা কপি করে পেস্ট করার পর ডাবল কোড অর্থ্যাৎ (” “) এটি ঠিক মতো কপি হয়না। এই জন্য বোধহয় এটি কাজ করছে না। যদি আপনি টেক্স ফাইলে আলাদা ভাবে কপি করে যদি মেডিয়াফায়েরের ডাউনলোড লিংক দেন তাহলে বোধহয় ভালো হয়।

শাকিল ভাই আপনার “সংরক্ষিত: ওরে কি চমক নিয়া আসলো গুগল? WoW!!” এই পোষ্টটা পড়তে চাই। পাসওয়ার্ড কি। [email protected] পাঠিয়ে দিন।

শাকিল ভাইয়ের পোষ্ট সবসময়ই ভাল হয়।

আপনার পোষ্ট গুলা জটিল….
………………………………………………………………………………………………………
http://www.airpurifier.tk|http://www.alarmsystem.tk|http://www.alternativeenergy.tk
………………………………………………………………………………………………………

ভাইয়া সত্যি কাজ হয় না