যেভাবে তৈরী করবেন এই ব্লগের মত একটি বাংলা ওয়ার্ডপ্রেস ব্লগ (এ টু জেড) পর্ব ২

হোস্ট সার্ভারে ওয়ার্ডপ্রেস ইনস্টল

ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আগে এখান থেকে ওয়ার্ডপ্রেস এর সর্বশেষ ভার্সনটি ডাউনলোড করে আনজিপ করুন। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার আগে config.php ফাইলটি কনফিগার করার দরকার হবে। এই পুরো প্রসেসটিই অনলাইনে করা যায় বা অফলাইনে ফাইল তৈরি করে পরে আপলোড করে অনলাইনে শুধু ইনস্টল করলেই হয়। দুটি পদ্ধতিই আমি শেয়ার করব যথাক্রমে।

পদ্ধতি এক

এই পদ্ধতিতে ওয়ার্ডপ্রেস ডাউনলোড এবং আনজিপ করার পর ফোল্ডারের ভেতরের config sample.php ফাইলটি ওপেন করুন নোটপ্যাডে। এরপর নিচের ছবিতে দেখানো অংশে আপনার হোস্টিং সার্ভারের ডাটাবেজ নাম, ডাটাবেজ ইউজার নাম, ডাটাবেজ পাসওয়ার্ড এবং মাইএসকিউএল হোস্ট এর নাম বসিয়ে সেভ করুন wp-config.php নামে।

cake

এরপর এই ফোল্ডারটি আপলোড করুন আপনার হোস্টিং এর ভেতরে আপনি যেই ডোমেইনে ইনস্টল করতে চান সেই নামে একটি ফোল্ডার তৈরী করে তার মধ্যে public_html অথবা htdocs ফোল্ডার তৈরী করে তার ভেতরে। অর্থাৎ হোস্টিং এর ফাইল ম্যানেজার>ডোমেইন.কম(উদাহরন) নামের ফোল্ডার>htdocs ফোল্ডারের ভেতর। অনেক সময় ডোমেইন এটাচ করার পর আপনাআপনি এই ফোল্ডারগুলো তৈরী হয়ে থাকে।

যে ডোমেইনে ইনস্টল করার জন্য তার ফোল্ডারে ওয়ার্ডপ্রেস আপলোড করেছেন এবার আপনার ব্রাউজার থেকে http://www.সেই ডোমেইন.কম(উদাহরন)/wp-admin/install.php যান। এবার নিচের ছবির মত একটি পেজ আসবে। এখানে ইউজারনেম, পাসওয়ার্ড আর ইমেইল বসিয়ে Install wordpress এ ক্লিক করুন।

WordPress › Installation_1277892369416

তারপর দেখুন হয়ে গেছে আপনার ডোমেইন ওয়ার্ডপ্রেস ইনস্টল ঠিক নিচের ছবির মত।

Hello - Just another WordPress site_1277915462755

Level 0

আমি প্রযুক্তি প্রেমী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 2157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আমি
টেকটিইউনস এ নুতন আমি ব্লগ লিকতে চাই আমাকে হেল্প করেন ।