নিজের একটা ওয়েব সাইট ( ধারাবাহিক) পর্ব-৫

এটি একটি ধারাবাহিক টিউন। এটি এই ধারাবাহিকের ৫ম পর্ব
এই ধারাবাহিক টিউনটির অন্য পর্ব গুলো - ১ম পর্ব| ২য় পর্ব | ৩য় পর্ব | ৪র্থ পর্ব‍ | ৫ম পর্ব | ৬ষ্ট পর্ব  | ৭ম পর্ব

এবার আসুন অন্যান্য পেইজগুলো তৈরি করি।

  • প্রথমে Home লেখা টেক্সটির উপর ডাবল ক্লিক করুন এবং Home Text টি সিলেক্ট ( মাউস দিয়ে ব্লক করে) কী বোর্ড এর Ctrl+K চাপ দিন। এবার Edit Hyperlink ডায়ালগ বক্স হতে URL: টেক্স বক্সে এ index.html টাইপ করে OK বাটনে ক্লিক করুন।
  • একই নিয়মে profile টেক্সটি কে সিলেক্ট করে URL: টেক্স বক্স এ লিখুন profile.html এবং products এর জন্য products.html, Download এর জন্য download.html, Support এর জন্য support.html, Contact এর জন্য contact.html নাম টাইপ করুন URL হিসাবে।
  • এবার profile Page তৈরির জন্য site Manager প্লেট হতে index পেইজে ডানবাটনে ক্লিক করুন। Clone Page এ ক্লিক করুন এবং উক্ত পেইজ নামটি সিলেক্ট করে কী বোর্ড হতে F2 চাপ দিয়ে, রিনেম করুন, profile টাইপ করে এন্টার দিন।
  • একই নিয়মে পুনরায় index এর উপর ডান বানে ক্লিক করে Clone page হতে একে একে products, download ইত্যাদি পেইজগুলি তৈরি করুন এবং রিনেইম করে নিন products, download ইত্যাদি নামে।
  • এবার site Manager এর profile এ ডাবল ক্লিক পেইজটিতে প্রদর্শিত করুন এবং আপনি প্রোফাইল পেইজে যা রাখতে চান তা সম্পাদনা করুন। আমি নিচের মতো করে সম্পাদনা করে নিয়েছি, আপনি আপনার মতো করে সম্পাদনা করে নিন।
  • এরপর site manager এর products এ ডাবল ক্লিক করে প্রোডাক্ট পেইজ টি সম্পাদনা করে নিন।
  • আমি প্রথমতো Browse Our New Products এবং Hot and New Item টেক্সটি আগের টেক্সটিকে দিয়ে সম্পাদনা করেছি। বাকি রইল ছবি এ্যালবাম, এটি সংযুক্ত করার জন্য, পূর্ব হতে অবস্থিত টেক্স বক্স দুটি কে ডিলিট করে দিন এবং টুলবক্স এর Extra হতে Photo Gallery তে ক্লিক করুন।
  • এবার পেইজের মাঝামাঝি অংশে এটি বসানোর জন্য মাউস চেপে ধরে যতটুকু এরিয়া জুড়ে রাখতে চান ততটুকুস্থান পর্যন্ত ড্রাগ করুন। এবার উক্ত ইমেজ গ্যালারীতে ডাবল ক্লিক করুন এবং প্রাপ্ত Photo Gallery Properties ডায়লগ বক্স হতে add বাটনে ক্লিক করে আপনি আপনার হার্ডডিক্স এ রক্ষিত ইমেজ গুলো সিলেক্ট করে Open করে নিন। অতপর thumbnail Tile, Columns ইত্যাদি হতে মান গুলো পরিবর্তন করে নিন। কাজ শেষে Ok বাটেন ক্লিক করুন।
  • এবার site manager হতে download এ ডাবল ক্লিক করে সেটিকে প্রদর্শিত করুন ।পূর্বে হতে অবস্থিত টেক্সগুলো ( লিখুন, download software and Songs এবং অপরটিতে Welcome to my Download world ) সম্পাদনা করুন এবং পেইজের মাঝামাঝি অবস্থিত টেক্স বক্সগুলোকে ডিলিট করে ফাকা এরিয়া তৈরি করুন।
  • এবার টুল বক্স হতে টেক্স টুলস এ ক্লিক করে Welcome to my Download world এই লিখাটির নিচে মাউসের বাটন চেপে ধরে পেইজের কিছু অংশ জুড়ে ড্রাগ করুন।
  • এবার উক্ত টেক্স বক্স এ নিচের মতো করে টেক্সগলো টাইপ করুন।
    Download My Listed MP3 Songs1. zara zara2. Lobe payউক্ত টেক্স বক্স হতে zara zara text টি ব্লক করে সিলেক্ট করুন এবং কী বোর্ড হতে Ctrl+K চাপ দিন।
  • এবার Link to এর ড্রপডাউন বাটনে কি্লক করে file সিলেক্ট করুন। , filename এর browes বাটনে ক্লিক করে আপনি যে ফাইল ডাউনলোডের জন্য সংযুক্ত করতে চান সে ফাইলটি যুক্ত করে দিন।একই ভাবে Lobe pay তে আপনি যা সংযুক্ত করতে চান তা যুক্ত করে দিন।
  • এই বার আসনু এই পেইজে কিভাবে ActiveX ব্যবহার করা যায়। আমার এই পেইজে মিডিয়া প্লেয়ার একটিভ এক্স টি ব্যবহার করে লাইভ রেডিও শুনার ব্যবস্থা করবো।এই পদ্ধতিতে আপনি ফ্লাশ বা যে কোন একটিভ এক্স ব্যবহার করতে পারবেন। আর কি কি একটিভ এক্স আপনি ব্যবহার করতে পারবেন, এটা নির্ভর করবে আপনার কম্পিউটারে কি কি প্রোগ্রাম সেট আপ করা আছে তার উপর নির্ভর করবে। টুল বক্স এর Active X  এ ক্লিক করে পেইজে ড্রাগ করুন।
  • একটু অপেক্ষা করলেই স্বয়ংক্রিয়ভাবে Insert ActiveX Control ডায়লগ বক্সটি আসবে এবং উক্ত বক্স হতে আপনি স্ক্রল করে windows Media Player সিলেক্ট করুন , OK বাটনে ক্লিক করুন।
  • এবার লাইভ রেডিও শুনার জন্য কোন অনলাইনের রেডিও MURL জানতে হবে, এটা জানার জন্য অনলাইনে রেডিও পিসিতে রেকডিং করুন এই লেখাটি পড়ে দেখুন।যাই হউক, আপনি নিচের Murl টা ব্যবহার করে বাংলা রেডিও গুনগুন শুনানোর ব্যবস্থা করতে পারেন। http://bdmusiconline.com/music/modules/mod_internetradio/makeplaylist.php?ip=208.53.138.65&port=7076&format=ASX মিডিয়া প্লেয়ার একটিভ এক্সটি তে ডাবল ক্লিক করুন।
    ActiveX Properties হতে Url , attribute সিলেক্ট করুন। উপরে উল্লেখিত Murlটি properties বাটনে ক্লিক করে তা File Name Or Url বক্স এ টাইপ করে OK বাটনে এবং পুনরায় OK বাটনে ক্লিক করুন।

এবার আশা করি নিজেই support এবং Contact পেইজ তৈরি করে নিতে পারবেন।

(চলবে)

Level 0

আমি মাইক্রোকাতার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 63 টি টিউন ও 392 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজের জীবনটাকে নিয়ে প্রতিনিয়ত এক্সপেরিমেন্ট করেছি। কোন কিছুই দীর্ঘায়িত করতে পারি না, একগেয়েমী চলে আসে,তাই কোথাও বেশীদিন স্থির হতে পারি না। কাতারের পাঠ চুকিয়ে বর্তমানে কর্মসূত্রে U.A.E তে । টেকি বিয়ষক লেখা-ঝোকার সাইট-ই সবচেয়ে পছন্দের। মাঝে মাঝে আমি টেকি নিয়ে লেখার দুঃসাহস দেখাই, কখনো ভিন্ন কিছুও লিখতে ইচ্ছে করে, কিন্তু...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক কিছুই শিখে ফেল্লাম আজ

Level 0

আরো বহু কিছু বাকি আছে শিখার, হে হে হে হে

কাতার ভাই আপনি অনেক বড় মনের মানুষ

ভাই এই WYSIWYG Web Builder 5 – এর সিরিয়াল ষজমনডপ কোথায় পাবো বলতে পারেন একটু ?

Level 0

http://www.mediafire.com/?znugrkglrmm
পাওয়া যাবে উপরোক্ত লিংক এ

কড়ড়া কইড়া একডা ছাইট বানায়া তাতে খালি মেঝিক চপটয়ার নিয়া পুষটামু হেই সখ আমাড় বহুত দিনেড় ৷হয়তু আমাড় সেই সখ পুড়া হইতে চলতাচে তুমাড় এই কড়ড়া পুষটানির বদওউলতে ৷আইচ্ছা মামা,কড়ড়া কইড়া ছাইট বানানিড় পড় কিচুদিন পড় বন কইড়া দিবো না ত?গুগুল অ্যডছেন কি এই সব ছাইটে লাগান জাইবু???

কাতার ভাই সমস্যায় আছি help করেন please…

WYSIWYG Web Builder 5 এর যে serial key টা দিছিলেন ওটা কাজ করছে না আর। এখন একটা উপায় বলে দেন। ওটা full virsion কিভাবে পাবো ?? আমাকে e-mail করবেন please address :::: [email protected]

WYSIWYG Web Builder 5 এর যে serial key কাজ করে না । সঠিক serial key এর জন্য অনুরোধ করছি ।
আমার মেইল : [email protected]

    WYSIWYG Web Builder 5 এর যে serial key কাজ করছে না । সঠিক serial key প্রয়োজন। [email protected]

http://www.4shared.com/ এই খানে একটু খোজ করুন, আশা করি পেয়ে যাবেন।