ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার নাকি ওয়েব ডেভলপার হবেন?

ডাক্তার/ইঞ্জিনিয়ার নাকি ডেভলপার হবেন?

আমি ফয়সাল, সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা করছি এনপিআই থেকে। নিজের বিবেগ থেকে আজ আপনাদের আমি একটা সহজ হিসাব দেখাব। চলুন শুরু করি।

মনেকরি,
একটি ছেলের নাম "সোহাগ", সে এইচএসসি শেষ করে ডাক্তার হওয়ার জন্য চেষ্ঠা করছে। মানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে/মেডিক্যাল কলেজে ভর্তি হওয়ার জন্য সব রকম প্রস্তুতি সম্পন্ন করেছে।

আর একজন ছেলে যার নাম "লাবিব", সে এখন ডিপ্লোমা করছে কোন একটা সাবজেক্টে। ৩-৪ বছর পর সে ডিপ্লোমা শেষ করে ২য় বা ৩য় শ্রেনীর কর্মচারী হিসাবে বাংলাদেশের কোন একটি প্রতিষ্ঠানে চাকুরী নিবে ২০-৩০ হাজার টাকা বেতনে (কাল্পনিক)।

অপর দিকে সোহাগ সরকারি বিশ্ববিদ্যালয় গুলোতে সুযোগ না পেয়ে ২০-৩০ লক্ষ টাকার বিনিময়ে ভাল কোন মেডিক্যাল কলেজে ভর্তি হয়ে গেল এবং যথারীতি ৪ বছর পরে সে M.B.B.S ডাক্তারের সনদ নিয়ে কোন মেডিক্যালে ও বিভিন্ন ছোট ছোট ওষুধ বিক্রির দোকান গুলোতে বসা শুরু করল।
দেখি সে মাসে কত টাকা আয় করতে পারে, যদিও সে ৪ বছরে ২০-৩০ লক্ষ বা ২৫ লক্ষ একাডেমিক খরচ সহ ৩০ লাখ টাকা ব্যয় করে ডাক্তার হয়েছে।

ধরি, তার ভিজেট ৫০০৳ এবং সে ১ ধন্টায় রোগী দেখে ৬ টা।
তাহলে, তার এক ঘন্টায় আয় ৫০০*৬=৩,০০০৳
(সে কি পুরো টাকায় পায় নাকি কিছু সেই মেডিক্যাল কিংবা ওষুধের দোকান মালিককেও দিতে হয়? ধরলাম সে পুরো টাকায় পায়।)

এখন সে যদি প্রতিদিন ৬ ঘন্টা করে মাসে ২৫ দিন রোগী দেখে তবে তার মাসে আয় হয়ঃ
৫০০*৬*২৫=৭৫,০০০৳ (বেশি/কম হতে পারে)


এখন ফিরে আসি সেই ডিপ্লোমা করা লাবিবের কাছে।

লাবিব ৩ সেমিষ্টার এর পর সিন্ধান্ত নিল সে একজন #ওয়েব_ডেভলপার হবে। তার সেই "X-IT" নামের কোন প্রতিষ্ঠানে ভর্তি হল এবং কঠোর পরিশ্রম করে ৪-৫ মাস পর ১৫-২০ হাজার টাকা খরচ করে একজন সাধারণ মানের ওয়েব ডেভঃ হল। সে এখন বিভিন্ন মার্কেট প্লেস এ কাজ করে, তার কিছু চিনা জানা ফিক্সড ক্লায়েন্ট ও আছে। এভাবে সে মাসে ২৫-৩০ হাজার টাকা আয় করে।
১-১.৫ বছর পর সে ভাল মানের অভিক্ষ ডেভঃ হয়ে উঠল অনেক কষ্ট/পরিশ্রম করে।
এখন তার ওডেস্ক, ইলেন্স বা অন্য মার্কেটপ্লেস গুলোতে আওয়ারলি রেট ১০-১৫ ডলার (মিনিমাম) :P।
তাহলে সে প্রতি ঘন্টায় আর করে ১০ ডলার আর এভাবে করে প্রতিমাসে দৈনিক ৮ ঘন্টা কাজ করে আয় করেঃ
8*10*25=2000$*78=1,56,000৳ (min)
[মার্কেট  প্লেস গুলোতে গেঁটে গুঠে দেখেন সত্যি নাকি মিথ্যা]


পরিশেষে দেখা গেল সোহাগ ৩০ লাখ টাকা ব্যয় করে ৪ বছর পর থেকে ৭৫ হাজার কিংবা ১ লাখ টাকা আয় করে আর তার বিপরীতে লাবিব ১৫-২০ হাজার টাকার কোর্স করে কঠোর পরিশ্রম করে ১-১.৫ বছর পর থেকেই মাসে ১.৫ লাখ টাকা আয় করতে পারে যদি ২ ক্ষেত্রেই ২ জন চরিত্র কঠোর পরিশ্রমি হয় অন্যথায় সুপার অলস হলে মাসে ০৳ টাকাও কামাতে পারে ২ জন্য চরিত্র।

তাহলে দেখা গেল একজন ছেলে/মেয়ে চাইলেই সে ওয়েব ডেভঃ এ তার স্মার্ট ক্যারিয়ার গড়তে পারে বাসায় বসেই অল্প খরচে। এই পেশায় নেই কোন বস নেই কোন ৯-৫ টার সিডিওল। নিজের বাসায়/বিছানায় বসেই সে শুরু করতে পারে।

তাহলে আপনি কি ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার নাকি ওয়েব ডেভঃ হতে চান? ইচ্ছা আপনার আর তার ফল বা সুবিধা ভোগও আপনিই করবেন। আজই সিন্ধান্ত নিন কি হিসাবে আজ থেকে 1.5-4 বছর পর নিজেকে দেখতে চান।


এই পেশায় সফল একজন ব্যক্তির ওডেস্ক প্রোফাইলঃ
1. Rony Banik: 14,000$ or 10,92,000৳ (Dec13-July2014) Only from #oDesk
Profile Link: https://www.odesk.com/users/Laravel-WordPress-Professional-PHP-Expert-Web-Designer-SEO-Pro_~01ec405876f05aba0c?tot=25&pos=7

Level 0

আমি প্রতিবাদী ছেলে। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 188 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কি বলব, আমার সম্পর্কে তেমন কিছুই বলার নাই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ডাক্তার-ইঞ্জিনিয়ার এর পেশা বাদ দিয়ে ওয়েব ডেভেলপার- পাগল হইসেন?

ডাক্তার-ইঞ্জিনিয়ারিং এ পড়ালেখা করে বেকার কয়জন থাকে? বা তাদের জীবন যাপনের মান দেখুন। আর বাংলাদেশের ওয়েব ডেভেলপারদের জীবন-যাপনের মান দেখুন।

    @খাঁন রোজেন: আপনি কয়জন ডেভলপার এর লাইফ স্টাইল দেখেছেন?
    ছোট খাট ওয়েভ ডেভলপার দেকেই কমেন্ট করে ফেললেন? এর ওয়েব সাইটের মালিক মেহেদী ভাই এর লাইফ স্টাইল দেখে আসেন 😛

      @প্রতিবাদী ছেলে: এই লাইভ স্টাইল যে কোন সময় বন্ধ হওয়ার আংঙ্কা থাকে। কিন্তু ডাক্তার বা ইঞ্জিনিয়ারদের সেই আশঙ্কা নেই। যত বুড়ো হবে ততই ইনকাম বাড়বে। ডিএমসি বুয়েট এর স্টুডেন্টরাই ফার্মগেটে প্লাজমা, রেটিনা প্রাইমেট এর কোচিংকরিয়ে বছরে দেশের যে কোন ডেভেলপারের চাইতে দ্বিগুণ ইনকাম করতে পারে।

        @খাঁন রোজেন: একজন ডাক্তার যদি নিজের ব্যবসা খুলতে পারে তবে একজন ফ্রিল্যান্সার কি আইটি ফার্ম খুলে তার ভবিষ্যতের নিশ্চয়তা নিশ্চিত করতে পারে না?

          @প্রতিবাদী ছেলে: ঢাকাতে প্রতিদিনই নতুন নতুন আইটি ফার্ম খোলা হচ্ছে ।৬-৭ মাস পর সেই কো্ম্পানির আর খোজই থাকে না (বেহাল দশার কারণে)। আমার চোখের সামনেই কমপক্ষে ১০-১২টা আইটি কোম্পানি এলো-আর গেল। আর ডাক্তার-ইঞ্জিনিয়ারদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর অবস্থা সবারই অনুমেয়।

vai bangladesher koy akjoner profile link dekhan
dekhi bd theke sobai koto tuku protisthito 🙂

    @সারোয়ার হোসেন: Search korun “Mtm Sujan”, “Rashidul Islam”, “Saidul Islam” der profile. 😛 🙂

      @প্রতিবাদী ছেলে: vai thnx post r jonno

      tobe vai amar mote doctor ro poyojon ace se jototaka e khoroch koruk na ken….
      se taka koto kamabe seitar kotha chinta korle amra koydin por r doctor pamu na 😀

      doctor sobai hoya dorkar nai jara sevar jonno kaj korbe sei doctor howa uchit koto kamabe sita dekhar dorkar nai….

        @সারোয়ার হোসেন: আমি কাউকে ডাক্তার হতে না করিনি, একটা ছেলে তার বাবার (গরিব) ৩০ লাখ টাকার খরচ করে ডাক্তার হওয়ার পর ঠিক পরদিনই অসুস্থ হয়ে গেল কিংবা মারা গেল।
        এখন সেই পরিবারই সন্তান + টাকার শোকে মারা যাবে। তার সমাধান কি দিবেন?

          @প্রতিবাদী ছেলে: gorib ra 30 lakh taka diya poray boila mone hoy na
          r vai dhoren web dvlp hoiya 10lakh incom korlo pore moira gelo tokhon ki hobe bolen…..

          jonmo mittu bia karo hate nare vai 🙂

          mittur kotha chinta kore kono cheler jonno taka koroch korbe na karo bap aita kono kotha hoilo vai 😀
          dhoren apnar/amar moron bedhi kono rogh apnar baba ki apnake khawano bondho kore dibe?????

          @প্রতিবাদী ছেলে: এই চিন্তা করলে কেউ ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতো না।

@সারোয়ার হোসেন: শত শত বাবা মা ৩০ লাখ টাকা খরচ করছে সন্তানের পড়াশুনার জন্য তবে কি সবাই বড় লোক?

@খাঁন রোজেন: কাউকে কিছু হতে নিষেধ করা হয়নি এখানে। মর্ম বুঝে কমেন্ট করা কি ভাল না?

    @প্রতিবাদী ছেলে: ভাইরে দেশের ম্যাক্সিমাম ওয়েব ডেভেলপারদের খুব কাছ থেকে দেখেই বলছি।আপনি হাতেগোণা কয়েকজন ভালো অবস্থানে থাকা ওয়েব ডেভেলপারের প্রোফাইল দেখেই সার্ভে না করে ডেভেলপারদের গড়টা দেখুন।

      @খাঁন রোজেন: তার আগে বলুন কয়জন ডাক্তারী পড়ুয়া ছেলের মত রাত দিন খেঁটে ফ্রিল্যান্সার হয়েছে? তারা বেশির ভাগই ব্লগ পড়ে ২ দিনের যুগী হয়ে ফ্রিল্যান্সার টাইটেল লাগিয়ে ঘুড়ছে। আজ থেকে ৫ বছর পর এই দৃষ্য পট বদলিয়ে যাবে। শুধু বলব অপেক্ষা করেই দেখুন

@খাঁন রোজেন: আপনি কি মেডিক্যাল কিংবা বিভিন্ন ক্লিনিক বন্ধ হতে দেখেন নি? তর্ক করার ইচ্ছে নাই ভাই। আল্লাহ হাফেজ

    @প্রতিবাদী ছেলে: কয়টা বন্ধ হয়? হাজারে ১টা। ব্যাপার না, অন্য জায়গাতে নতুন করে বানিয়ে নেয়া যায়।

      @খাঁন রোজেন: আমি ১৫-২০ কিংবা ৫০ হাজার টাকার আপনাকে দিলে কি আপনি আমাকে ডাক্তার কিংবা সেই সব মেডিক্যাল কিংবা কিনিকের মালিক করে দিতে পারবেন? যাতে আমি সারাজীবন হালাল খেয়ে বাঁচতে পারি?

        @প্রতিবাদী ছেলে: “আপনি কম খরচে ভালো পেশা“ এরকম একটা শিরোনাম দিতে পারতেন।

          @খাঁন রোজেন: আপনার পরামর্শের অপেক্ষায়ই ছিলাম। কারন আপনার মত “কিন্তু” খুজা লোক গুলো সব জায়গায় ফ্রিতেই পাওয়া যায় পরামর্শ নেয়ার জন্য 😀

    @প্রতিবাদী ছেলে: ‘কিন্তু’ধরনের কিছু বলি নাই। বা পরামর্শও দেই নাই।শুধু এখানে আপনার পরামর্শের উপর যা বলার তা সরাসরিই বললাম।

এটা সত্য যে ফ্রিল্যান্সার ও ওয়েব ডেভেলপারদের লাইভ স্টাইল যে কোন সময় বন্ধ হওয়ার আংঙ্কা থাকে। তবে পড়াশুনা বাদ দিয়ে ক্যনো…? এটা তো পড়াশুনার পাশাপাশিও করা সম্ভব। একজন ডাক্তার বা ইঞ্জিনিয়ার যে সম্মান দেশ বা জাতির কাছ থেকে পেয়ে থাকে তা কোণ ফ্রিল্যান্সার বা ওয়েব ডেভেলপার কতটুকু পাবে..?

    @মাহমুদ কলি।: পোষ্টে কি লেখা আছে আপনার পড়াশুনা বাদ দিয়ে ওয়েব ডেভলপার হতে হবে? ওয়েব ডেভলপার আন্তর্জাতিক সন্মান পায়। তারা দেশের মধ্যে সীমা বদ্ধ না। BIPC কনফারেন্স দেখেননি না শুনেন নি?

      @প্রতিবাদী ছেলে: আমাদের দেশে যারা ফ্রিলাঞ্চিং করে তাদের ৮০ ভাগ ই পড়ালেখা শেষ করে কোন ভালো চাকরি পাচ্ছে না/ পাবে না ভেবেই বিকল্প আয়ের চিন্তা হিসাবে করছে।

vaia apnr kace amr ekta qus. web disign ki google thake sikha jabe? naki aro kisu lagbe?

এখানে টিউনার নিজের জানার বিষয়টি তুলে ধরলেন @ পড়া-লেখা ছাড়া তো কোনটাই সম্ভব না! এবার আপনি ভেবে নিন ডাক্তার/ইঞ্জিনিয়ার নাকি ওয়েব ডেভলপার হবেন।

    @হোছাইন আহম্মদ: ডাক্তার ইঞ্জিনিয়ার না হলে কি পড়া লেখা করা যায় না? আমি পেশা গুলোকে খরচের বিপরীতে তুলনা করেছি। একটু বুঝার চেষ্ঠা করা কি ভাল না?

      @প্রতিবাদী ছেলে: কোন অবস্থাতেই MBBS ডাক্তার এর সাথে Diploma Engineer এর তুলনা করা যায় না। কারন একজন MBBS ডাক্তার এর 2nd class/3rd class পোস্ট এ চাকুরীর কোন সুযোগ ই নেই।

    @হোছাইন আহম্মদ: ভাই টিউনার যতটুকু জানে তা তুলে ধরার চেষ্টা করেছে। তবে টিউনার এর জানার মধ্যে বেশ ঘাটতি রয়েছে।

প্রথম কথা হল ডাক্তারদের মাসিক হিসাব টা ভুল হয়েছে। তার মাসিক আয় হবে ৪.৫ লক্ষ টাকা। আপনি যে হিসাব টা দেখিয়েছেন তা প্রাইভেট মেডিকেল এর জন্য প্রযোজ্য। সরকারি মেডিকেল গুলতে পড়তে তেমন কোন খরচ হয় না। এদের গ্রহণযোগ্যতা ও বেশি। যারা মূলত সরকারি মেডিকেল কলেজে পড়ার চাঞ্চ না পায় তারা প্রাইভেট এ পরে।
আমি ইঞ্জিনিয়ার ছোট ভাই ডাক্তার, আর নিজে ওয়েভ ডেভেলপার হওয়ার চেষ্টা করছি তাই বলছি এই তিনটি পেশাতেই দক্ষতা, অভিজ্ঞতা, কাজের প্রতি আন্তরিকতা থাকলে টাকার অভাব হয় না। আর একটা কথা ওয়েভ ডেভেলপার ৫০ বছর বয়সে ও হওয়া যায়। ডাক্তার ইঞ্জিনিয়ার যে কোন সময় হওয়া যায় না। তাই বলছি যারা ছাত্র তাদের উচিত পড়াশোনায় মনযোগ দেওয়া।

    @ইব্রাহীম খলিল: আমি সরকারী পলিটেকনিকে পরীক্ষা দেইনি কারন আমার পরিবার কোন রাজনীতি পূর্ণ কলেজে আমাকে পড়াবে না। আর একটা ডাক্তার কিভাবে মাসে ৪.৫ লক্ষ টাকা আয় করে শুধু মাত্র MBBS শেষ করে তার হিসাবে আমাকে দেখালে আমি খুব খুশি হতাম।

      @প্রতিবাদী ছেলে: আপনার নিকটস্থ কোন ডায়াগনস্টিক চেম্বারের কোন ডাক্তারের রোগীদের সিরিয়াল খাতা ও তাদের ভিজিট রেট দেখবেন এবং তার সাথে যোগ করবেন বেতন+রোগীদের বকশিশ।হিসাব পেয়ে যাবেন।

        @খাঁন রোজেন: যেহেতু অলরেডি আপনি হিসাবটি করেছেন তবে তা তুলে ধরেন সবার কাছে 🙂

      @প্রতিবাদী ছেলে: আপনি নিজেই বলেছেন। ৫০০ টাকা ভিজিট, এক ঘণ্টায় ছয়টা রোগী। আমি আপনার হিসাব ভুল বলেছি। কেও ৪।৫ লক্ষ টাকা কামায় তা বলিনি। আপনার এই টিউন টি করা উচিত হয়নি। ৫০০ টাকা ভিজিট MBBS ডাক্তারের?

        @ইব্রাহীম খলিল: MBBS করার পর কি ডাক্তার হওয়া যায়? ডাক্তারের টাইটেল লাগাতে কি MBBS করলেই হয়?
        এজন্যই আমাদের দেশে চিকিৎসার অভাবে ও অতি চিকিৎসার কারনে এত রোগী মারা যায়?

          @প্রতিবাদী ছেলে: @প্রতিবাদী ছেলে:
          কেউ আমারে মাইরালা… mbbs পাশ করে তাহলে কি করলাম…????????? আপনার কি ন্যূনতম ধারণা আছে mbbs ডিগ্রির ব্যাপারে?
          যে পেশায় আপনি নেই, সে পেশা সম্পর্কে এমন comment করা হাস্যকর। একটু জ্ঞান অর্জন করে কিছু comment করবেন।কারন, অল্প বিদ্যা ভয়ঙ্করী।

    Level 0

    @ইব্রাহীম খলিল: valo bolsen….sob age e sob kisu kora jay na.

আপনি খুব সম্ভবত একটি প্রাইভেট পলিটেকনিক এ পড়ছেন ( ন্যাশনাল পলিটেকনিক ইন্সটিউট)। তার মানে আপনি কোন ভালো সরকারি পলিটেকনিকে চাঞ্চ পাননি।
প্রতিবাদী ছেলে আপনার অবগতির জন্য বলছি একজন Diploma Engineer ও ৪০ হাজার টাকা বেতনের সরকারি চাকরি দিয়ে তার কর্মজীবন শুরু করতে পারেন (আজকের Daily Star এ DPDC এর চাকুরীর বিজ্ঞাপন দেখুন ২২৫০০ টাকা বেসিক)। আবার দেখবেন অনেক BSc Engineer ও তার প্রথম চাকুরী টি ১৫/২০ হাজার টাকা বেতন দিয়ে শুরু করে। তাই বলছি ভালো খারাপ সব পেশাতেই রয়েছে। ভাগ্য ও অনুকুলে থাকা লাগে। আপনি এক ওয়েভ ডেভলপার এর লিঙ্ক দিয়েছেন। ভালো আয় কওরে এইরকম যেমনি অনেক আছে খুজলে ভাতে মরা ওয়েভ ডেভলপার ও খুঁজে পাবেন বেশ কয়েকজন।

    @ইব্রাহীম খলিল: DPDC এর ২২ হাজার ৫০০ টাকার চাকুরী নিতে কত টাকা ঘুষ দিতে হবে তা কিন্তু The Daily Star উল্লেখ করেনি।
    যদি হারামই খেতে হয় তবে মাসে ২২-২৩ টাকার হারাম চাকুরী না করে লাখ টাকার টা করাই কি ভাল না? ওয়েব ডেভলপার পেশা টা আমাদের দেশে প্রতিষ্ঠিত না। আরও ৪-৫ টা বছর পরে দেখেন কি হয়। আমাদের অনেক স্কিল সমস্যা রয়েছে। ১-২ বছর সময় দিয়ে কোন পেশায়ই খুব বেশি ভাল করা যায় না।

      @প্রতিবাদী ছেলে: হারাম বলতে আপনি কোনটি বুঝাচ্ছেন? দেশের আইন অনুযায়ী হারাম না ইসলামিক ‍দৃষ্টিকোণ থেকে হারাম সেটা আগে বলুন। তারপর ডেভেলপারদের হারাম-হালাল ইনকাম সম্পর্কে বলছি।

        @খাঁন রোজেন: আপনি যখন চাকুরীটা নিতে ঘুষ দিবেন তখন কি সেটা হালাল হবে?
        নাকি এবারও কোন ফতোয়া দিবেন?

          @প্রতিবাদী ছেলে: চাকুরীটি হারাম নয়, ঘুষ দেয়াটাই হারাম। (কারণ এছাড়া ক্যান্ডিডেটের উপায় নেই)

      @প্রতিবাদী ছেলে: আমি ৪ টা সরকারি চাকরি পেয়েছি। একটা তে ও ঘুষ লাগেনি। যোগ্যতা থাকলে ঘুষ ছাড়া ও চাকরি হয়।

        @ইব্রাহীম খলিল: তার মানে অযোগ্য ব্যক্তিরাই ঘুষ দিয়ে চাকুরী নেয়? তাহলে তারা চাকুরীর জন্য নিম্নতম যোগ্যতা কিভাবে অর্জন করল?

      @প্রতিবাদী ছেলে: আপনার কোন ধারনাই নেই। পোলাপান। ২২৫০০ হল বেসিক। আবার বইলেন না বেসিক কি?

        @ইব্রাহীম খলিল: হ্যাঁ ভাই, ঠিক বলছেন। আমি পোলাপাইনই তো।
        বেসিক, তারপর বকশিস, গিফট, সালামী এগুলা পোলাপানের বুঝার কথাও না। যারা এর সাথে জড়িত তাদেরই ভাল জানার কথা। ধন্যবাদ

      @প্রতিবাদী ছেলে: @প্রতিবাদী ছেলে: আপনার কোন ধারনাই নেই। পোলাপান। ২২৫০০ হল বেসিক। আবার বইলেন না বেসিক কি?

@খাঁন রোজেন: তার মানে আমি ঘুষ দিয়ে কোন চাকুরী নিলে তা থেকে অর্জিত টাকা হালাল হবেই গন্য হবে?

    @প্রতিবাদী ছেলে: বেশি না প্লে বা প্রথম শ্রেণীতে ভর্তি হওয়ার সময়ও ঘুষ দিতে হয়। আবার সার্টিফিকেট নিতেও টুকটাক চা-পানের জন্য ঘুষ দিতে হয়। তাই বলে আপনি পড়ালেখাকেই হারাম বলতে পারেন না।

      @খাঁন রোজেন: কি জানি ভাই! :/ 😕
      আজকে এটা হালাল কাল ওটা হালাল। আসলে কোনটা হারাম সেটা খুঁজে পেতেই দেখি কষ্ট হচ্ছে।

    @প্রতিবাদী ছেলে: আপনি এখনো পড়াশোনা করছেন। ঘুষ দিয়ে চাকরি নিতে হবে এই চিন্তা করছেন কেন?

      @ইব্রাহীম খলিল: আমি চাকুরী করতে আগ্রহী না। আর ঘুষ দিয়ে কোন চাকুরী করব না। না হয় না খেয়ে মরব।

        @প্রতিবাদী ছেলে: লেখক সাহেব ইন্টারনেট ব্যবহার করাই ছেড়ে দেন। কারণ নেটে ঢুকলেই বেপর্দা নারী দেখা যায়, বেপর্দা নারী দেখা হারাম।ফেবুতে গেলেও গালি-গালাজে ভরপুর।

        @প্রতিবাদী ছেলে: বললাম না আমি ৪ টা সরকারি চাকরি পেয়েছি। যোগ্যতা থাকলে ৮/১০ জায়গায় ট্রাই করলে একটাতে এমনিতেই হবে

@খাঁন রোজেন: হিসাবটা এখানে একটু কপি পেষ্ট করে দেন

ধন্যবাদ সুন্দর টিউন। কমেন্ট না করে থাকতে পারলাম না। আমাদের দেশে IT কে এখনো শুধু মানুষ্ পাড়ার দোকানে কম্পিউটার টাইপ করা বুঝে। IT তে ক্যরিয়ার গড়ার বেপারে আমি শুধু এইটুকুই বলব প্রথমে প্রবল আগ্রহ তারপর পরিশ্রমী এন্ড ধর্য থাকলেই এখানে সফলতা পাওয়া যায়।

    @নাজমুল: ঠিক বলেছেন নাজমুল ভাই। যার জ্ঞানের পরিধি সে এর বাইরে থেকে কি আর বলবে?
    আমাদের @খাঁন রোজেন সাহেব ১ বছর ৬ মাসে ১ টি টিউন করে তার ওয়েব সাইটে প্রমোট করেছেন আর সুযোগ বুঝেই তেল দিতে আসেন। জানিনা সে কি পেশা জীবি কিন্তু আমি পোষ্টেই বলেছিলামঃ

    “পরিশেষে দেখা গেল সোহাগ ৩০ লাখ টাকা ব্যয় করে ৪ বছর পর থেকে ৭৫ হাজার কিংবা ১ লাখ টাকা আয় করে আর তার বিপরীতে লাবিব ১৫-২০ হাজার টাকার কোর্স করে কঠোর পরিশ্রম করে ১-১.৫ বছর পর থেকেই মাসে ১.৫ লাখ টাকা আয় করতে পারে যদি ২ ক্ষেত্রেই ২ জন চরিত্র কঠোর পরিশ্রমি হয় অন্যথায় সুপার অলস হলে মাসে ০৳ টাকাও কামাতে পারে ২ জন্য চরিত্র।

    তাহলে দেখা গেল একজন ছেলে/মেয়ে চাইলেই সে ওয়েব ডেভঃ এ তার স্মার্ট ক্যারিয়ার গড়তে পারে বাসায় বসেই অল্প খরচে। এই পেশায় নেই কোন বস নেই কোন ৯-৫ টার সিডিওল। নিজের বাসায়/বিছানায় বসেই সে শুরু করতে পারে।

    তাহলে আপনি কি ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার নাকি ওয়েব ডেভঃ হতে চান? ইচ্ছা আপনার আর তার ফল বা সুবিধা ভোগও আপনিই করবেন। আজই সিন্ধান্ত নিন কি হিসাবে আজ থেকে 1.5-4 বছর পর নিজেকে দেখতে চান।”

    যেখানে কাউকে বাধ্য বা ছোট করা হয়নি শুধু একটা নতুন পেশাকে তুলে ধরতে অন্য পেশার সাথে খরচ আর সময় টাকে তুলনা করা হয়েছিল। আর তাতেই তাদের চুলকানি উঠে গেল। 😛

হাহাহা… কমেন্ট না করে পারলাম না। আপনারা এই সামান্য ব্যাপারটা নিয়ে তর্ক তে মেতে উঠেছেন? কোন পেশাকেই কিন্তু ছোট করার আমাদের অধিকার নেই বলে আমি মনে করি। আর ব্লগ ব্যাপারটাই হল নিজের চিন্তা ধারা, নিজস্ব সাধীনতা থেকে কিছু লেখা এইটা নিশ্চয়ই আমরা সবাই জানি। আর সে ধারণা থেকেই হয়ত টিউনার মনের কথা গুলো বলেছেন। কিন্তু আমরা তো সবাই তর্কের যুদ্ধে নেমে পড়েছি। পেশাকে সবসময় টাকার মাপকাঠিতে মাপা উচিৎ নয়। তবে বাংলাদেশ এখন যা অবস্থায় তাতে সবাই পেশাকে টাকা’র মাপকাঠিতেই মাপে। আমাদের দেশে হয়ত এখনও ওয়েব ডেভেলপারদের মর্যাদা সেভাবে প্রতিষ্ঠিত হয়নি। তবে আমি মনে করি আর বেশি না ৫-৭ বছর পরেই দেশে ওয়েব ডেভেলপার বা আইটি স্পেশালিস্টদের মর্যাদা প্রতিষ্ঠিত হবে। কেননা দুনিয়াটা এখন প্রযুক্তির। শুধু মানুষকে ওয়েব সাইট বানিয়ে দিয়ে কিছু মোটা অংকের টাকা আয় হবে এই ধ্যান ধারনা থেকে বের হয়ে আসলে ওয়েব ডেভেলপারদের আরও মান বাড়বে। যেমনঃ আমরা যদি জাকারবারগ এর কথা ভাবি, সেও কিন্তু ওয়েব ডেভেলপিং বা ওয়েব সাইট বানিয়েই আজ উঁচু স্থানে। তাই অনলাইনে ওয়েব ডেভেলপাররা যদি উদ্যোক্তা হিসেবে নামে তাহলে আরও ভালো হবে। আবার ডাক্তারদের কে দাম না দেয়ার কোন যোক্তিকতাই দেখিনা। প্রত্যেক পেশাতেই সফলতা আছে। দুনিয়ায় অনেক বড় বড় পপুলার ডাক্তারদের যেমন মান মর্যাদা আছে তেমনি বড় আইটি এক্সপার্টদেরও দাম আছে। আজকের সবচেয়ে বড় ধনী বিল গেটস। ওয়েব ডেভেলপিং না হোক তিনি আইটি খাতে থেকেই দুনিয়ার টপ বিলিনিয়র। অবিশ্বাস্য ব্যাপার। আসলে প্রযুক্তির রেভুলেশন কেবল শুরু হয়েছে মাত্র। আর আরেকটা ব্যাপার হল, যার যে পেশার প্রতি আগ্রহ আছে সেই পেশার উদ্যেশ্যেই সকল পড়াশুনা ও সাধনা হওয়া প্রয়োজন।

প্লিজ আমাকেও তর্কে জড়াবেন না। আমি একটা কথাই বলতে এসেছিলাম, সব পেশাই সমান। সেখানে শুধু ওয়েব ডেভেলপার বা ডাক্তার আসে কেনো? এক জন কৃষককে আমরা ছোট ভাবতে পারি কিন্তু ঠিকই তাঁকে ছাড়া আমাদের জীবন চলেনা। আবারো বলতে চাই, সব পেশাই সমান।

    @ব্লগার মারুফ: আমি কোন পেশাকেই ছোট করিনি এটা আপনেও জানেন। আসলে তাদের দুজনের চোখে এলার্জি ছিল কিনা আমার জানা নেই। তারা পোষ্ট সম্পূর্ণ না পড়েই কমেন্ট করে এ এটা সে এটা বলতে থাকলে।
    একমাত্র ইব্রাহিম ভাই আমাদের ভাল কিছু টিউন উপহার দিয়েছেন আর রোজেন সাহেব এক দেড় বছরে কি আলু উপহার দিয়েছি টিটি কে তা সে ই ভাল জানে। আবার কথায় কথায় ফতোয়া নিয়ে আসে। ধন্যবাদ

      @প্রতিবাদী ছেলে: আমি কাউকেই উদ্দেশ্য করে কমেন্ট করিনি। জাস্ট আপনাদের তর্ক বিতর্ক দেখে কমেন্ট করলাম।

@princeofpersia কোন সংবিধানে লেখা আছে MBBS করার পর সে ডাক্তারের টাইটেল লাগাতে পারছে? শিক্ষিত আর সুশিক্ষিত এর মধ্যে পার্থকের দেয়াক তো আপনারাই তুলে দেন।
এ নিয়ে Independent Tv এর রিপোর্টে কি বলা হয়েছে দেখেননি? 😕

Level 0

আমি এই পোস্ট টি দেখে হাসবে কি কাদবো বুঝতে পারছিনা ???
আসলে আামাদের অতিমাত্রায় প্রযুক্তি নির্ভরতা আমাদের জানার পরিধি সিমীত করে দিচ্ছে,,,,,,
েএখানে যে বিষয়টি নিয়ে তর্ক বির্তক হচ্ছে পেশা এবং ইনকাম নিয়ে,,,,,,

প্রথমেই বরি ডাক্তার, ইন্জিনিয়ার এবং শিক্ষক এই তেন পেশার সাথে কোনো পেশার তুলনা চলে না৤

আলোচ্য অংশে ডাক্তার নিয়েই আলোকপাত করি,, আচ্ছ ভাবুন তো পৃথিবীতে একটাও ডাক্তার নেই ??? তাহলে কি হবে???? আমরা যে এই প্রজন্ম বেচে আছি, বা এতদুর এসেছি কি ভাবে ???? আর যদি একজন ওয়েব ডেভলপার না থাকে তাহেলে আমাদের কি খুব ক্ষতি হবে???

আমাদের একটা ফ্যামিলীি দেখাতে পারবেন যে, যার কোনো সদস্যদের আজ পর্যন্ত ডাক্তারের প্রয়োজন হয় নি ???
আর যদি বলেন ওয়েব ডেভলপারের কথা ??? দেশের 80 ভাগ লোক ই জানে না এটা কি পেশা এর জীবনের জন্য এর কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না ???

মানবজাতির সভ্যতা টিকিয়ে রাখার জন্য এই তিন পেশা সবসময়ই প্রয়োজন হবে৤

আর যদি বলেন ইনকাম এর কথা ???? তাহলে হাসালেন,,, আমাদের দেশের সবথেকে বেশী ইনকাম এখন অশিক্ষিতের,,, রাজনৈতিকবৃেন্দর দিকে তাকিয়ে দেখুন না??? একজন চেয়ারম্যানের মাসিক ইনকাম সবার থেকে বেশী, কাজেই এই পেচাল পেরে লাভ নেই,,,,,,

আর উনি যে হিসেব টা দিয়েছেন তাতে একটা ভুল আছে,,,, একজন ভালো ডাক্তারের সিরিয়ালের জন্য মানুষ অপেক্ষায় থাকে,, আর আপনার সেই ওয়েব ডেভলপার কি দৈনিক ৮ ঘন্টা করে ৩৬৫ দিনেই কাজে করে ??? তার প্রোফাইল দেখুন LAST ACTIVE Aug 27, 2014.

পরিশেষে একটা কথা বলি সব ডাক্তার তাদের প্রয়োজনে একজন ওয়েব ডেভলপারকে ফোন দিয়েছে কি না জানি না, তবে দৈনিক ৮ ঘন্টা কাজ করে যে যে েকোনো ওয়েব ডেভলপার ডাক্তার কে ফোন দিয়েছে এটা আমি নিশ্চিত,,,,,,,,

পরিশেষে আমি একজন নিরেট ব্যবসায়ী, তাই এখানে পারশিয়ালটির কোনো সুযোগ নেই৤

ধন্যবাদ৤

    @neoshahin: আপনি এই পোষ্টেটি কমেন্ট করতে পারছেন কাদের কল্যাণে তা আমার বোধ্যগম্য নয় আর ফেবু, টুইটার কিংবা লিংডিনের মত সোশ্যাল মাধ্যম গুলোর মাধ্যমে যোগাযোগ রক্ষা করতে পারছেন কিংবা টিটির মাধ্যমে অনেক কিছু জানতে পারছেন তাতেও কোন না কোন ডাক্তারের বিশেষ অবদান রয়েছে।

    আর মেহেদী ভাই তো মনে হয় ডাক্তারদের হেল্প না পেলে এই ওয়েব সাইট বানাতেই পারতেন না। ধন্যবাদ ডাক্তার সমাজ কে।

    [আমি কি কোথাও বলেছি আপনি ডাক্তারী না পড়ে ওয়েব ডেভ হন?]

      Level 0

      @প্রতিবাদী ছেলে: আমি যদি টিটি না পড়ি তাতে কি আমি অসুস্থ হয়ে থাকবো ??? বা আমার কি কিছু হবে ???

      আপনি যদি এই প্রজন্মের হন তাহলে হয়তো আপনার জন্ম ও হয়েছে কোনো হসপিটাল/ক্লিনিক/ ডাক্তারের হাতে,,,

      আসলটাইতো বললেন না , যার রেফারেন্স দিলেন উনি কি ৩৬৫ দিনের প্রতিদিন ৮ ঘন্টা করে কাজ করে, ঘন্টা প্রতি ইনকাম করেন??? 1 ঘন্টা ও বাদ যায় না ???

      যদি বলেন তবে বলবো এই পোস্টটির কমেন্ট ও করতে পেরেছি ডাক্তারের সহোযোগীতায়, কারন আমি চোছে ঝাপসা দেখি আর তাই ডাক্তারের পরামর্শে চশমা ব্যবহার করি,,,,, চশমা ছাড়া কমেন্ট করতে পারতাম না,,,

        @neoshahin: ঠিক আছে, আপনি ডাক্তার নিয়েই থাকেন। আমি কি আপনাকে ওয়েব ডেভ হতে প্রহার করেছি নাকি?

Tumi bose independent tv dekhe mbbs degree nao, kono osubidha nai…. kono dactar ei prolap pora matro hasbe….koi kg ganja khaiso?
After completetion of 5 years mbbs course & Internship we got BMDC (Bangladesh medical and dental council) approved legal government certificate. I have joined now as medical officer after passing 33rd BCS exam. ar MBBS করার পর সে ডাক্তারের টাইটেল লাগাতে parbe kina, eta সংবিধানে লেখা thakbe keno bujte parlam na. Tumi mone hoy ekhono onek choto. Mone die porashuna koro. Web developer nishsondehe valo ekti pasha…eta nie amar dimot nei…kintu tomar ganer je birat lackings ache seta nie ager comment ta korechilam.

    @princeofpersia: আপনাদের তো রোগী, ওষুধ আর মেডিক্যাল নিয়ে ব্যস্ত থাকার কথা। আপনারা প্রযুক্তি সম্পর্কিত ব্লগে কি করেন? এত সময় পান কি ভাবে?

    কোন কোর্স কি টাইটেল পাওয়া যায় তা সংবিধান তো দেয় না, দেয় প্রতিষ্ঠান। তাই না?

ami somoy pai kivabe seta amar bektigoto bepar….but still you have no shame or don’t have the courage to admit your lack of knowledge. projukti bolte tumi mone khali bujho web developer….there is a lot application of technology in medical sector….technology ar medical sector kivabe related tomar moto uneducated er sathe ta nie pechal pare lav nai…. tate khali amar britha shomoy nosto hobe…olpo boyoshe onek peke gecho….tao Mathay ghilu thakle ekta kotha chilo!.. course ar title nie ki pagoler juktihin kotha bolte chaiso allah malum! mon die porashuna koro babu.

    @princeofpersia: আপনাকে পেঁচাল পাড়তে কে দাওয়াত দিয়েছে? আপনার Educated Level এর কথা গুলো কিন্তু সবাই জানতে পারল না। ফেস টু ফেস হইয়েন না হয় ব্যক্তিগত কিংবা পারিবারিক যোগ্যতা তুলনা করে আইসেন তখন বুঝবেন যার যোগ্য কতদূর/কতটুকু। ধন্যবাদ

Level 0

টিঊনার ভাইয়ের ইনকামের হিসাবে গন্ডগোল আছে। একজন ভাল পোস্ট গ্রাজুয়েশন করা ডাক্তারের ইনকাম অনেক বেশি। যাদের দক্ষতা আছে তাদের কখনও টাকার অভাব হয়না। সেটা সে ওয়েব ডেভল্পার হোক আর ডাক্তার হোক। আপনি বার বার বলছেন যে ডাক্তারি পড়তে নিষেধ করেন নি, কিন্তু দুইটা ভিন্ন পেশার ইনকামের তুলনাকে এমনভাবে উপস্থাপন করছেন যে ডক্তারি পেশাকে ওয়েব ডেভলপিং এর চেয়ে ছোট মনে হচ্ছে।

    @net_freak: আমি তো আগেই বলেছে কম বেশি হতে পারে।
    আর আপনি একটা কমার্স কিংবা আর্টস পড়া ছেলেকে ডাক্তার বানাতে পারবেন? বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি করে ৫০% ছেলে মেয়েও তো ডাক্তার হয়না। কথা গুলো সোজা চোখে দেখুন আর ডাক্তারের প্রফেশনাল ক্যারিয়ার শুরু হিসাব উল্ল্যেখ করেছি।

      Level 0

      @প্রতিবাদী ছেলে: সবই বুঝলাম। ওয়েব ডেভলপিং যে অনেক ভাল পেশা সেটা আমিও স্বীকার করি। কিন্তু এই টার সাথের ডাক্তারি পেশার তুলনা করার দরকার টা কি? প্রত্যেকটা পেশাই তার নিজ নিজ অবস্থানে শ্রেষ্ঠ। আর ইনকাম দিয়ে সব কিছু বিচার করা যায় না। গ্রমের প্রাইমারি স্কুলের টিচার বা কলেজের লেকচারের বেতন অনেক কম। গ্রামে প্রাইভেট পড়িয়ে টাকা ইনকামের সুযোগও কম, তাই বলে কি তারা এখন শিক্ষকতা বাদ দিয়ে ওয়েব ডেভপলিং শুরু করবে ? নাকি শিক্ষকতা আর ওয়েব ডেভলপিং দুটাই করবে?

        @net_freak: ছাগলে ৩য় বাচ্চার মত না খেলে লাফাচ্ছেন কেন? আমি কি কাউকে পেশা ছাড়তে বলেছি কোথাও? দেখাতে পারবেন?

          Level 0

          @প্রতিবাদী ছেলে: তাহলে ইনকমের তুলনা দিয়ে আপনি কি বুঝাতে চাচ্ছেন?

This indeed was a stupid tune with a stupid title. Definitely you can upload your view about web developer profession & uphold it’s dignity. But you can not compare it with any other profession.
অন্য পেশায় আয়ের নিচুতা দেখিয়ে তোমার পেশা কি উঁচু হল? Even I can not say doctors are the boss. every profession has it’s place in society…both as per income & other facilities. Bekuber moto kotha bollei hoy na.

    @princeofpersia:
    Hello prince,
    Did you read my article carefully? I was mentioning their starting salary and I mention that Web Developer was working 20,000-30000 tk salary in next 1-1.5 Years. I thought you missed it and after a few months, he can earn 1 lack or more if he is hard working. Where I told that, Doctor is smaller than Web Developer?

    Can you mention a Web Developer from our country who was hard as working like a Doctor or Engineer?

    I told that I’m a student of Civil Engineering Department.

    Can you make a Doctor who haven’t Science Background? But you can make any Educated person to Web Developer. I’m upset that, people don’t try to understand what I want to say and that’s why it’s Bangladesh and we never got a doctor who help people in village in at low cost, but once upon a time they read When I’ll doctor, i’ll go to village and help people without charge. LOL

এতক্ষণ ধরে কমেন্ট গুলো পড়ছিলাম । এই বিষয় টা নিয়ে এতো বিতর্ক কেন ?
আমার মনে হয় দক্ষতা থাকলে একজন ডেভলপার যে কোন ডাক্তার/ইঞ্জিনিয়ারের থেকেও বেশি ইনকাম করতে পারে । আবার , দক্ষতা না থাকলে একজন ডাক্তার/ইঞ্জিনিয়ারের ইনকাম সফল ডেভলপার এর তুলনায় সামান্য হতে পারে । এর উদাহরণ তো কমেন্ট তেই রয়েছে । বিল গেটস বা জুকারবাগ তো সাধারন থেকেই আসাধারন হয়েছেন । আসলে ইচ্ছাশক্তি ই প্রধান । কোন পেশাই ছোট নয় ।
ডাক্তার/ইঞ্জিনিয়ারের পেশায় সফলতার হার বেশি বলা হচ্ছে কিন্তু দলছুট ছাত্রের হিসাবটা কি দেখেছেন ? কতজন ভর্তি হয় আর কতজন পাস করে ?
ডেভলপমেন্ট বা ওই জাতীয় পেশাতেও একই ব্যাপার । যারা এখানে পাস করে তারা অবশ্যই বিল গেটস বা জুকারবাগ বা ওদেরই মত কেউ ।

    @নীলোৎপল বেদী: কে বুঝাবে এত কথা আমার ডাক্তার মনা বন্ধু দের? তাদের মতে জুকার এর ও যেহেতু ডাক্তার লাগে তাই ডাক্তারই সেরা। আপনার কথা গুলো কিন্তু আমি পোষ্টেই বলে দিয়েছি। তারা না পড়েই কমেন্ট করা শুরু করেছে জ্ঞানের ঝুড়ি নিয়ে। 😕

      Level 0

      @প্রতিবাদী ছেলে: সব পেশার প্রতি আপনার অনেক শ্রদ্ধা, আপনি কাউকে তার নিজের পেশা ত্যাগ করতে বলেননি, তাহলে ডাক্তারেে সাথে ওয়েব ডেভলপারের আয়ের তুলনা দিয়ে আপনি কি বুঝাতে চাচ্ছেন? যেই পেশায় টাকা বেশি সেই পেশা বেশি ভাল ? LMFAO

Sob e bujhlam.
Keu ki tare bolben ekjon dr. web devloper hote pare but ekjon web devloper kokhonoi dr. hote pare na…..

ami nije ekjon freelancer and also a Medical student .
Amar taka income kora dorkar tai freelancing kori kintu medical e porsi sudhu ekjon dr. hobar jonno jekhane income korata gouno bishoy…
However Tuner k aro sotorko hote hobe tune er bepare…
Hopefully oneday he will realize it.

টিউনার তার যেকোন একটা মনের ভাব শেয়ার করছে, কার ভাল লাগবে বা না লাগবে, এটা নিয়ে মাতামাতি করার কি আছে? যেকোন পেশায়ই দক্ষ হওয়া ছাডা দাম নাই, সে যেই পেশা হোকনা কেন। কোন ডাক্তারের হয়ত ফ্লাট ভাডা দিতে কষ্ট হয় আবার কোন ডেভেলোপারের পকেট খরচা চালাতেও কষ্ট হয়। তাই পেশার সাথে পেশা অর্থ দিয়ে তুলনা না করাই ভাল, আপনি যদি কঠোর পরিশ্রম ও ভাগ্য সহায় হয় সব পেশাতেই ভাল করতে পারবেন। লেখক আপনি এখনও ছাত্র পেশা নিয়ে পরেও ভাবতে পারবেন। আগে ভাল করে ডিপ্লোমাটা শেয করুন। বেশি টাকার ফান্দে নিজের পরালেখা নস্ট করবেন না।

@প্রতিবাদী ছেলে = টিউ এর শিরোনামেই কিছুটা গোলমাল আছে,তাইতো সবাই এতো ক্যচাল করছে।

ভালই বলেছেন ভাই। আমার ও ওয়েব ডেভেলপার হওয়ার ইচ্ছা আছে!!