ওয়ার্ডপ্রেস ব্লগে ফোরাম সংযোজন করা

একটু ব্যস্ততার মধ্যেই যাচ্ছে দিন। যে কাজটি হাতে নিয়েছি তা শেষ না করে উঠতে পারা যায় না। একই ব্লগ সাইটে ফোরাম, চ্যাট, লিংক কালেকশন,ফাইল ডাউনলোডে ব্যবস্থা, বইএর তালিকা ও গ্রুপতৈরী করতে হবে। গত কাল ফোরামের সমাধানটা করলাম অসাধারন একটা ওয়ার্ডপ্রেস প্লাগইন দিয়ে ।

যারা ওয়ার্ডপ্রেস দিয়ে ব্লগ সাইট বানিয়েছেন তারা চাইলেই বিনা পয়সায় simplepress ফোরাম প্লাগইন দিয়ে নিজের হোস্ট করা ওয়ার্ডপ্রেস ব্লগের মধ্যে একটি ফোরাম পেতে পারেন। ওয়ার্ডপ্রেসে সিম্পল প্রেসের করা ফোরামের ডেমো দেখুন এখানে

কাজটা আসলে আহামরি কিছুই না।

  • এখান থেকে প্লাগইনটি ডাউনলোড করে নেবেন।
  • আপনার সাইটের plugin folder এ প্লাগইনটি আপলোড করবেন।
  • এডমিন প্যানেল থেকে একটিভেট করবেন।
  • installএ ক্লিক করলে নিজে নিজেই ডাটাবেজ তৈরী করে ফেলবে।
  • আপনার এডমিন পেনেলের বাম পাশে ফোরাম মেনু যুক্ত হবে। এরকম ফোরাম এডমিন প্যানেল দেখা যাবে

adminj.JPG

  • আপনার ওয়ার্ডপ্রসে Forum নামে একটি পেজ তৈরী হবে । এখন থেকে forum পেজ ওপেন করলেই আপনার ব্লগ সাইটের ফোরামটি পাবেন। আমার ফোরাম পেজটি এরকম।

forum.JPG

Level 0

আমি টিউটো। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 476 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

তিনি দীর্ঘ দিন ধরে সাফল্যের সাথে টিটোরিয়াল বিডি ব্লগটি পরিচালনা করে আসছেন। বর্তমানে ব্লগিং এর পাশাপাশি একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকরি করছেন। http://www.facebook.com/#!/mahbubpalash http://twitter.com/tuto_mahbub


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ওয়ার্ডপ্রেস সাইট যারা বানায় (আমি নিজেও দুই একটা বানিয়ে ট্রাই করছি) তাদের জন্য দরকারী।তবে এসব কাজ অনেক সহজে করা যায় ucoz.com এ।

তথ্য দেয়ার জন্য ধন্যবাদ। ucoz.com এ রেজিস্ট্রেশন করে দেখি….

দেখি আমিও একটি সাইট বানানোর চেষ্টা,কাজটা কি ঝামেলাপূর্ণ??

ভালো এবং কাজের পোস্ট। ওয়ার্ডপ্রেস এর কাজ কি আর ইউকোজ দিয়া করা যায়? হা হা হা!

Level 2

অসাধারন টিউনের জন্য অসংখ্য ধন্যবাদ। আমার অনের কাজে লাগবে ……………. 🙂

Level 2

টিউটো ভাই। আপনার টিউনটির জন্য ধন্যবাদ, কিন্তু plugin folder এ এটিকে আপলোড করতে গেলেই একটি ইর্রর বার্তা দেখায়।
The connection was reset
The connection to the server was reset while the page was loading.
* The site could be temporarily unavailable or too busy. Try again in a few
moments.
* If you are unable to load any pages, check your computer’s network
connection.
* If your computer or network is protected by a firewall or proxy, make sure
that Firefox is permitted to access the Web.

উল্লেখ্য যে, আমি ফ্রি-হোস্টিয়া এর চকোলেট(২৫০ মেগা. ফ্রি) প্যাকেজ টি ব্যবহার করছি।
প্লাগিন্সটি আমি এখনও আপলোড করতে পারছি না।
দ্রুত সিদ্ধান্ত দিলে উপকৃত হব।

নিজস্ব হোষ্টিং ব্যবহার করেন আশা করি আপলোডের সমস্যা কেটে যাবে