খুব সহজেই হয়ে ঊঠুন একজন আদর্শ ফটো এডিটর!

ফটো এডিটিং এর অনেক ধাপ রয়েছে। এর মধ্যে উল্লেক্ষ্য কিছু ধাপ আছে যা প্রতিটি মানুষেরই কম বেশী জানা থাকা প্রয়োজন। যেমন ফেসবুকের কভারের দিকে একটু খেয়াল করলে আমরা দেখতে পারব ৮০% থেকে ৮২% ফেসবুক ব্যবহারকারীর ফেসবুকের কভার ঊল্টা-পালটা বা এক কথায় কল্লা কাটা পরছে। যা দেখতে অনেকটাই হাস্যকর লাগে। যদি এমন হয় খুব সহজেই আপনি আপনার ব্যাস্ত জীবনের কিছুটা সময় ব্যায় করে একজন ফটো এডিটর হতে পারতেন? অথবা হাতের একটু সময় ব্যায় করে যদি খুব সহজেই জেনে নিতে পারতেন ফটো এডিটিং?

প্রথম ধাপঃ ডাউনলোড করে নিন ফটো স্কেপ সফটওয়ারটি। লিংক এখানে (http://www.photoscape.org/ps/main/download.php)।

দিতিয় ধাপঃ বানিয়ে নিন একটি রুটিনঃ দিনে মাত্র ১ঘন্টা করে সময় দিয়ে।

তৃতীয় ধাপঃ ইয়টিউব এ নিম্নের বিষয়গুলো সার্চ করে হয়ে উঠুন একজন আদর্শ ফটো এডিটর!

• What is image format? what is the diffrent? (সকল ফটো বা ইমেজ ফর্মেটের উপর মূল ধারানা।)
• What is transparent image? (ট্রান্সপারেন্ট ইমেজ কি? কিভাবে তৌরি করবেন।)
• What is animated image? (অ্যানিমেটেড ইমেজ কি?)
• How can I make animated image by photoscape? (অ্যানিমেটেড কিভাবে তৌরি করবেন।)
• Resizing, Croping by PhotoScape. (রিসাইজ, ক্রপ, ইমেজের সাইজ ছোট করা।)
• How to use photoscape? (ফটো স্কেপ সফটওয়ারের সম্পুর্ন ব্যবহার।)
• How to make facebook cover/profile photo? (ফেসবুক কাভার ফটো, ফেসবুক প্রফাইল ফটো।)

○ ফটোস্কেপ এর মাধ্যমে যে কাজ গুলো খুব সহজেই করতে পারবেনঃ  

null

○ ফটোস্কেপ এর মাধ্যমে ফানি ছবি যেভাবে বানাবেন তা নিম্নের চিত্রে দেখান হলঃ  

null

○ ফটোস্কেপ এর মাধ্যমে কলেজ পিকচার যেভাবে বানাবেন তা নিম্নের চিত্রে দেখান হলঃ 

 

ঊপরের ব্যপারগুলো শিখতে যেকোন ব্যাক্তির সর্বোচ্চ এক সপ্তাহ লাগবে। আশা করি আমার লিখাটা ভাল লাগছে, কোন অভিযোগ থাকলে অবশ্যই জানাতে পারেন !  এই লিখাটি শুধুমাত্র বিগিনার দের জন্য সুতরাং এক্সপার্ট রা দেখে শুধু শুধুই রাগ করবেন না।

আমার ফেসবুক প্রোফাইল (দেখতে এখানে ক্লিক করুন!) এবং এমন আরও কিছু কিখা পেতে আমার ব্লগস্পট সাইট দেখতে পারেন (দেখতে এখানে ক্লিক করুন!) !

Level 0

আমি Mehedi Menafa। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 124 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

At present Muhammad Meehedi Menafa is working with BLACK iz Group, as well as Menafa teaching at the IT institute of BLACK iz. He also the main IT expert and SEO consultant of BLACK iz IT. Visit @ www.mmm.black-iz.com to know more detail about me.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

kono ovi + nai.

Level 0

pore khushi holam..:)

Level 0

Valo Laglo

Level 0

Idiot দ্বারা টেকটিউনসভরে গেছে। সত্যি দূখজনক !