এবার অনলাইনেই চেক করে নিন আপনার ব্যবহৃত ওয়েবসাইট কতটা নিরাপদ!

টিউন বিভাগ ওয়েবওয়্যার
প্রকাশিত
জোসস করেছেন
Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

আসসালামু আলাইকুম, কেমন আছেন টেকটিউনস কমিউনিটি? আশা করছি সবাই ভাল আছেন। আজকে আবার হাজির হলাম নতুন টিউন নিয়ে। আজকে আমি অনলাইন নিরাপত্তা নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক।

ডাটা প্রাইভেসি

আমরা সবাই জানি বর্তমানে ইন্টারনেট ডাটা প্রাইভেসি কতটা গুরুত্বপূর্ণ। প্রযুক্তি যেভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে তেমনি হ্যাকাররাও হচ্ছে আরও শক্তিশালী। আপনার অজান্তেই আপনার সকল ব্যক্তিগত তথ্য চলে যেতে পারে হ্যাকারের হাতে। একবার চিন্তা করে দেখুন আপনি আপনার ব্রাউজার দিয়ে কত জায়গায় লগিন করা। যদি ব্রাউজারের কুকিস চুরি হয়ে যায় ভাবতে পারেন সেটা কতটা ভয়াবহ হতে পারে। আমরা কিছুদিন আগে ভাইরাসের আক্রমণে সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিলাম সেটা ছিল Ransomware ভাইরাস। তারা ব্যবহারকারীর সকল ডাটা এনক্রিপট করে দিয়েছিল এবং আনলক করার জন্য চাঁদা চেয়েছিল ১০০০ হাজার ডলার পর্যন্ত। তাই আমাদের উচিত আমরা প্রতিদিন যে ওয়েবসাইট গুলো বেশি ব্যবহার করছি আসলেই সেগুলো নিরাপদ কিনা সেটা যাচাই করে নেয়া।

Ransomware ভাইরাস

Ransomware ভাইরাস হচ্ছে এক ধরনের ম্যালওয়্যার। যা বিভিন্ন ভাবে ইউজারে কম্পিউটারে ঢুকে ড্রাইভে থাকা যাবতীয় ফাইন এনক্রিপ্ট করে দেয়। ফাইল আনলক করার জন্য দাবী করা হয় শত শত ডলার। ভাইরাসটি ২০১২ সাল থেকে বিভিন্ন ভাবে বৃদ্ধি পেয়ে ২০১৮ সালে বিশ্বের প্রায় সকল দেশে বড় আক্রমণ করে। পরবর্তীতে এর জন্য এন্টিভাইরাস বের করা হয় এবং বর্তমানে উইন্ডোজ পিসি গুলোতে ডেফল্ট ভাবেই এর এন্টিভাইরাস এক্টিভ থাকে।

বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ব্রাউজার গুলোতে মোটামুটি একটা সেফ ব্রাউজিং অপশন থাকে কিন্তু ডিপ স্কেনের জন্য আপনার দরকার একটু বেশি কিছু। আজকে এমনি এডভান্সড একটি টুল নিয়ে কথা বলব।

URLVoid কি?

আজকে আপনাদের পরিচয় করিয়ে দেব URLVoD ওয়েবসাইটের সাথে যা আপনাকে দেবে সর্বোচ্চ নিরাপত্তা। ওয়েবসাইটটি ডিপ এনালাইসিস এর মাধ্যমে খুঁজে বের করে আপনার ওয়েবসাইটে কোন হিডেন ভাইরাস আছে কিনা। আপনি ওয়েবসাইট দেয়ার সাথে সাথে প্রায় ৩০ টিরও বেশি ব্ল্যাক-লিস্ট ইঞ্জিন দিয়ে এটি চেক করে।

এটি একই সাথে অতিরিক্ত কিছু তথ্য দেয় যেমন ডোমেইনটি কত সালে নেয়া হয়েছে। সাথে আরও অনেক তথ্য দেখতে পারবেন যেমন, Website Address,

  1. Last Analysis
  2. Blacklist Status
  3. Blacklist Status
  4. Domain Registration
  5. Domain Information
  6. IP Address
  7. DNS
  8. ASN
  9. IP address
  10. Reverse DNS

ইত্যাদি।

আপনি যদি কোন ওয়েবসাইটের মালিক হয়ে থাকেন তাহলে বলব এটি আপনার জন্যও গুরুত্বপূর্ণ। কারণ হতে পারে বিভিন্ন প্লাগিন বা কোড ব্যবহারের জন্য আপনার ওয়েবসাইট ব্ল্যাক-লিস্টে চলে যেতে পারে। তাই এটা চেক করা সবার জন্যই প্রয়োজন।

URLVoid

অফিসিয়াল ওয়েবসাইট @ URLVoid

কিভাবে ব্যবহার করবেন?

চমৎকার এই ওয়েব টুলটি কিভাবে কাজ করবে এবার এটি দেখে নেওয়ার পালা।

ধাপ ১

প্রথমে URLVoid ওয়েবসাইটে প্রবেশ করুন। নিচে একটি বক্স দেখতে পারবেন। আপনি যে ওয়েবসাইটটি চেক করতে চান সেটির লিঙ্ক দিন এবং Scan website  এ ক্লিক করুন। আমি উদাহরণ হিসাবে TechlocationBD এর লিঙ্ক দিলাম।

ধাপ ২

স্কেন হবার পর URLVoid এ আপনার সাইটের বিস্তারিত রেজাল্ট দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন TechlocationBD এর Website Address, Last Analysis, Blacklist Status, Blacklist Status, Domain Registration, Domain Information, IP Address,  DNS, ASN, IP address, reverse DNS  ইত্যাদি তথ্য দেখাচ্ছে।  তবে লোকেশন টা সব সময় ঠিক থাকে না।

ধাপ ৩

আপনার জন্য সব চেয়ে বেশি যা গুরুত্বপূর্ণ হচ্ছে Blacklist report। আমরা দেখতে পাচ্ছি আমাদের দেয়া ওয়েবসাইটিতে কোন ধরনের ভাইরাস নেই। তারমানে সাইটটি সম্পুর্ণ নিরাপদ।

কেন URLVoid ব্যবহার করবেন?

চলুন দারুণ এই অনলাইন টুল URLVoid এর কিছু চমৎকার সুবিধা জেনে নেয়া যাক

  • এটি ৩০ টির ও বেশি ওয়েব সিকিউরিটি দিয়ে চেক করবে
  • ডোমেইন নেম সহ যাবতীয় ইনফো দেখতে পারবেন
  • সব গুলো তথ্য পাবেন সম্পুর্ণ বিনা মুল্যে
  • অনলাইনে আপনার নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন

শেষ কথাঃ

অনলাইন নিরাপত্তা আমাদের সবার জন্যই জরুরী। কোথায় কোথায় ব্রাউজ করছি সেটা নিরাপদ কিনা তা যাচাই করে নেয়া আপনার সতর্কতার মধ্যে পড়ে। আপনার অসতর্কতার জন্য প্রাইভেসি ইনফো চলে যেতে পারে হ্যাকারদের হাতে। আমি মনে করছি যেসব কাজ করতে ভারি এন্টিভাইরাস ব্যবহার করতে হতো সেই সব কাজ এই অনলাইন টুলটি অল্প সময়েই করে দিচ্ছে।

কেমন হল আজকের টিউন তা অবশ্যই টিউমেন্টের মাধ্যমে জানাবে। আপনার কাছে ব্যবহার করে কেমন লাগলো সেটাও বলতে ভুলবেন না।

পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন। আমাদের সমসাময়িক যে সংকট চলছে এর থেকে রক্ষা পেতে সবাই সচেতন থাকবেন কারণ আপনার সচেতনতাই পারে আমাদের সবাইকে খারাপ অবস্থা থেকে বাচাতে। সবাই বাসায় থাকুন আর আল্লাহর উপর ভরসা রাখুন, আল্লাহ হা-ফেজ।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 525 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 111 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস